WHAT'S NEW?
Loading...

আফগানিস্তানের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                       


প্রিয় ক্রিকেট ডটকমঃ  আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের শক্তিশালী টিমগুলোর তালিকায় আফগানিস্তানের নামও হচ্ছে।কারণ আফগানদের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে দারুণ কিছু ক্রিকেটার রয়েছেন যারা বিশ্বকাপে যেকোন প্রতিপক্ষকে চমকে দিতে পারেন। উল্লেখ্য আগামীকাল (১৬ অক্টোবর,২০২২) এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে। এখানে আফগানিস্তানের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরা হলো।



শীর্ষ ৫ ব্যাটার 


১. মোহাম্মদ নবী - ১০১ ম্যাচে ১৬৬৯ রান।

২. নাজিবুল্লাহ জাদরান - ৮৩ ম্যাচে ১৫৫৯ রান।

৩. হজরতুল্লাহ জাজাই - ৩৩ ম্যাচে ৯৬০ রান।

৪. রহমতুল্লাহ গুরবাজ - ৩২ ম্যাচে ৮২৮ রান।

৫. উসমান গনি - ৩০ ম্যাচে ৭০৫ রান।


শীর্ষ ৫ বোলার 


১. রশিদ খান - ৭০ ম্যাচে ১১৬ উইকেট।

২. মোহাম্মদ নবী - ১০১ ম্যাচে ৮৩ উইকেট।

৩. মুজিব উর রহমান - ৩৩ ম্যাচে ৪৫ উইকেট।

৪. ফরিদ আহমেদ - ২০ ম্যাচে ২৯ উইকেট।

৫. নাভিন উল হক - ২১ ম্যাচে ২৮ উইকেট।


আফগানিস্তানের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 

মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান,নাজিবুল্লাহ জাদরান, রহমতুল্লাহ গুরবাজ,আজমতুল্লাহ ওমরজাই,ফরিদ আহমেদ মালিক,দারউইশ রাসুলি,ফজল হক ফারুকী,হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান,মুজিব উর রহমান,নাভিন উল হক,কোয়াইস আহমেদ,সালিম শফি,উসমান গনি।

স্ট্যান্ডবাই: আফসার জাজাই,রহমত শাহ,শরাফুদ্দিন আশরাফ,গুলবদিন নাহিব।