ছবি: সাকিব আল হাসান
প্রিয় ক্রিকেট ডটকমঃ আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে যদিও বাংলাদেশের এখনো বড় কোন দলীয় অর্জন নেই তবে ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশের একটি অর্জন রয়েছে।ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল বোলার(সর্বোচ্চ উইকেট শিকারি) বাংলাদেশের সাকিব আল হাসান(৩৩ ম্যাচে ৪৪উইকেট)। উল্লেখ্য ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি যথাক্রমে পাকিস্তানের শহিদ আফ্রিদি(৩৯উইকেট) ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা(৩৮উইকেট)। আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ১০ সফল বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
সাকিব আল হাসান
আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি সাকিব আল হাসান। সাকিব ইতোমধ্যে ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে মোট ৩৩ ম্যাচ খেলে ৪৪টি উইকেট নিয়েছেন ।
শহিদ আফ্রিদি
আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যান অনুযায়ী দ্বিতীয় সফল বোলার পাকিস্তানের শহিদ আফ্রিদি।আফ্রিদি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ৩৪ ম্যাচ খেলে ৩৯টি উইকেট নেন।
লাসিথ মালিঙ্গা
লাসিথ মালিঙ্গা আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল বোলার।মালিঙ্গা ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে মোট ৩১ম্যাচ খেলে ৩৮ উইকেট শিকার করেন।
সাঈদ আজমল
আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ বোলারের তালিকায় পাকিস্তানের সাঈদ আজমলও রয়েছেন।আজমল ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ২৩ ম্যাচ খেলে ৩৬ উইকেট শিকার করেন।
অজন্তা মেন্ডিস
আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ১০ বোলারের মধ্যে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস অন্যতম।মেন্ডিস ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ২১ম্যাচ খেলে ৩৫টি উইকেট নেন।
উমর গুল
পাকিস্তানের সাবেক পেসার উমর গুল (২৪ম্যাচে ৩৪ উইকেট) আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ১০ বোলারের তালিকায় রয়েছেন।
ডেল স্টেইন
সাবেক প্রোটিয়া পেসার ডেল স্টেইন আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল ১০ বোলারের তালিকায় রয়েছেন। স্টেইন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ২৩ম্যাচ খেলে ৩০টি উইকেট শিকার করেন।
স্টুয়ার্ট ব্রড
ইংল্যান্ডের পেসার স্টুয়াড ব্রড আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ বোলারের তালিকায় রয়েছেন।ব্রড ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ২৬ ম্যাচ খেলে ৩০টি উইকেট নেন।
রবিচন্দন অশ্বিন
আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ১০ বোলারের তালিকায় একমাত্র ভারতীয় বোলার হিসেবে রয়েছেন রবিচন্দন অশ্বিন।অশ্বিন ইতোমধ্যে আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ২০ম্যাচ খেলে ২৮টি উইকেট নিয়েছেন।
ডোয়াইন ব্রাভো
সাবেক উইন্ডিজ পেসার ডোয়াইন ব্রাভো আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ১০ বোলারের তালিকায় রয়েছেন।ব্রাভো ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ৩৪ ম্যাচ খেলে ২৭টি উইকেট নেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন