WHAT'S NEW?
Loading...

২০২৩ বিপিএলের সময়সূচি ও অন্যান্য

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃসম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ২০২৩ বিপিএলের সময়সূচি,ভেন্যু,প্লেয়ার প্রাইজমানি ইত্যাদি ঘোষণা করেছে।আগামী  বিপিএল ২০২৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এবং আগামী বিপিএলের ভেন্যু থাকবে তিনটি (ঢাকা,চট্রগ্ৰাম ও সিলেট)। এখানে আগামী বিপিএলের সময়সূচি, ভেন্যু ও প্লেয়ার প্রাইজমানি ইত্যাদির বিস্তারিত তুলে ধরা হলো।


বিপিএলের সময়সূচি 


২০২৩ সালের বিপিএল আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে। আগামী বিপিএল ২০২৩ সালের ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।সম্প্রতি  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)  এসব তথ্য জানিয়েছে। এছাড়া বিপিএলের ফ্র্যাঞ্চাইজি, ভেন্যু ইত্যাদি চূড়ান্ত হয়েছে।


বিপিএলের ভেন্যু 


আগামী বিপিএলের ভেন্যু  থাকছে তিনটি। অর্থাৎ আগামী বিপিএলের ম্যাচগুলো দেশের তিনটি ভেন্যু -  ঢাকা,চট্টগ্ৰাম ও সিলেটে অনুষ্ঠিত হবে।


ফ্রাঞ্চাইজি 


২০২৩ সালের বিপিএলে মোট সাতটি ফ্রাঞ্চাইজি অংশগ্ৰহন করবে। ২০২৩ বিপিএলের সাত ফ্রাঞ্চাইজির নাম দেখে নিন।

১.ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল)

২. ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট)

৩. মাইন্ডট্রি লিমিটেড (খুলনা) 

৪. কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা) 

৫. প্রগতি গ্ৰিন অটো রাইসমিলস লিমিটেড (ঢাকা)

৬. টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ) (রংপুর)

৭. ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্ৰাম) 


ম্যাচসংখ্যা 


২০২৩ সালের বিপিএলে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।



প্লেয়ার ক্যাটাগরি 


২০২৩ সালের বিপিএলে ৭টি ক্যাটাগরিতে প্লেয়ারড্রাফট হবে।তবে বিদেশি প্লেয়ারদের জন্য থাকবে ৫টি ক্যাটাগরি।২০২৩ বিপিএলে কোন ক্যাটাগরির প্লেয়ার কত টাকা পাবেন সেটি এখানে তুলে ধরা হলো।

১.ক্যাটাগরি 'এ' 

৮০ লাখ টাকা (দেশি)
৮০ হাজার ডলার ( বিদেশি) 

২. ক্যাটাগরি 'বি' 

৫০ লাখ টাকা (দেশি)
৬০ হাজার ডলার (বিদেশি)

৩.ক্যাটাগরি 'সি'

৩০ লাখ টাকা (দেশি)
৪০ হাজার ডলার (বিদেশি)

৪. ক্যাটাগরি 'ডি' 

২০ লাখ টাকা (দেশি)
৩০ হাজার ডলার (বিদেশি) 

৫. ক্যাটাগরি 'ই' 

১৫ লাখ টাকা (দেশি)
২০ হাজার ডলার (বিদেশি)

৬. ক্যাটাগরি 'এফ' 

১০ লাখ টাকা (দেশি)

৭. ক্যাটাগরি 'জি' 

৫ লাখ টাকা (দেশি)