প্রিয় ক্রিকেট ডটকমঃ ২০২২ ফিফা কাতার ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়েছে। এছাড়া বিশ্বকাপের চূড়ান্ত ৩২টি টিমের নামও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।ফিফা কাতার ফুটবল বিশ্বকাপের সূচি ও শীর্ষ টিমগুলোর ম্যাচ সিডিউল এখানে তুলে ধরার চেষ্টা করছি (ম্যাচশিডিউল প্যাভিলিয়ন ডটকম থেকে নেয়া হয়েছে)।
ফিফা কাতার বিশ্বকাপের সূচি
আগামী ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে ফিফা কাতার বিশ্বকাপ।২০২২ ফিফা কাতার ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি দেখে নিন।
শীর্ষ টিমগুলোর ম্যাচ সিডিউল
এবারের ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের( জনপ্রিয়তা বিবেচনায়) শীর্ষ টিমগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আর্জেন্টিনা,ব্রাজিল, ইংল্যান্ড,ফ্রান্স,স্পেন,জার্মানি, বেলজিয়াম, পর্তুগাল,ক্রোয়েশিয়া, উরুগুয়ে, জাপান। আসুন এই টিমগুলোর গ্ৰুপপর্বের ম্যাচ সিডিউল দেখে নিই।
আর্জেন্টিনা
প্রথম ম্যাচ - ২২ নভেম্বর- প্রতিপক্ষ সৌদি আরব ।
দ্বিতীয় ম্যাচ- ২৭ নভেম্বর- প্রতিপক্ষ মেক্সিকো ।
তৃতীয় ম্যাচ - ১ ডিসেম্বর - প্রতিপক্ষ পোল্যান্ড।
ব্রাজিল
প্রথম ম্যাচ - ২৫নভেম্বর - প্রতিপক্ষ সার্বিয়া ।
দ্বিতীয় ম্যাচ - ২৮ নভেম্বর - প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
তৃতীয় ম্যাচ - ৩ ডিসেম্বর - প্রতিপক্ষ ক্যামেরুন।
ইংল্যান্ড
প্রথম ম্যাচ - ২১ নভেম্বর- প্রতিপক্ষ ইরান।
দ্বিতীয় ম্যাচ- ২৬ নভেম্বর- প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
তৃতীয় ম্যাচ - ৩০ নভেম্বর - প্রতিপক্ষ ওয়েলস।
ফ্রান্স
প্রথম ম্যাচ - ২৩ নভেম্বর - প্রতিপক্ষ ডেনমার্ক।
দ্বিতীয় ম্যাচ - ২৬ নভেম্বর- প্রতিপক্ষ ডেনমার্ক।
তৃতীয় ম্যাচ -৩০ নভেম্বর - প্রতিপক্ষ তিউনিসিয়া।
স্পেন
প্রথম ম্যাচ - ২৩ নভেম্বর - প্রতিপক্ষ কোষ্টারিকা।
দ্বিতীয় ম্যাচ -২৮ নভেম্বর - প্রতিপক্ষ জার্মানি।
তৃতীয় ম্যাচ - ২ ডিসেম্বর - প্রতিপক্ষ জাপান।
জার্মানি
প্রথম ম্যাচ - ২৩ নভেম্বর - প্রতিপক্ষ জাপান।
দ্বিতীয় ম্যাচ- ২৮ নভেম্বর- প্রতিপক্ষ স্পেন।
তৃতীয় ম্যাচ - ২ ডিসেম্বর- প্রতিপক্ষ কোষ্টারিকা।
বেলজিয়াম
প্রথম ম্যাচ -২৪ নভেম্বর - প্রতিপক্ষ কানাডা।
দ্বিতীয় ম্যাচ - ২৭ নভেম্বর- প্রতিপক্ষ মরক্কো।
তৃতীয় ম্যাচ - ১ ডিসেম্বর - প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
পর্তুগাল
প্রথম ম্যাচ -২৪ নভেম্বর - প্রতিপক্ষ ঘানা।
দ্বিতীয় ম্যাচ - ২৯ নভেম্বর- প্রতিপক্ষ উরুগুয়ে।
তৃতীয় ম্যাচ - ২ ডিসেম্বর - প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
ক্রোয়েশিয়া
প্রথম ম্যাচ -২৩ নভেম্বর - প্রতিপক্ষ মরক্কো।
দ্বিতীয় ম্যাচ - ২৭ নভেম্বর-প্রতিপক্ষ কানাডা।
তৃতীয় ম্যাচ - ১ ডিসেম্বর - প্রতিপক্ষ বেলজিয়াম।
উরুগুয়ে
প্রথম ম্যাচ - ২৪ নভেম্বর- প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
দ্বিতীয় ম্যাচ - ২৯ নভেম্বর- প্রতিপক্ষ পর্তুগাল।
তৃতীয় ম্যাচ - ২ ডিসেম্বর - প্রতিপক্ষ ঘানা।
জাপান
প্রথম ম্যাচ-২৩ নভেম্বর - প্রতিপক্ষ জার্মানি।
দ্বিতীয় ম্যাচ- ২৭ নভেম্বর - প্রতিপক্ষ কোষ্টারিকা।
তৃতীয় ম্যাচ- ২ ডিসেম্বর - প্রতিপক্ষ স্পেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন