WHAT'S NEW?
Loading...

অষ্ট্রেলিয়ার শীর্ষ ৫ ওয়ানডে অধিনায়ক

                                                                
                                                ছবি: প্যাট কামিন্স


প্রিয় ক্রিকেট ডটকমঃ পেসার প্যাট কামিন্সকে  অষ্ট্রেলিয়ার নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।অ্যারন ফিন্স ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ায় অষ্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়কের পদটি কিছুদিন ধরে শূন্য ছিল। যদিও কামিন্সকে নেতৃত্ব দেয়ার আগে কে হচ্ছেন অজিদের নতুন ওয়ানডে অধিনায়ক সেটি নিয়ে ক্রিকেট বিশ্বে বেশ আলোচনা চলছিল।তবে শেষপর্যন্ত  বর্তমান টেষ্টক্যাপ্টেন কামিন্সকে অষ্ট্রেলিয়ার ওয়ানডে দলেরও নেতৃত্ব দেয়া হলো। এখানে  অষ্ট্রেলিয়ার শীর্ষ ৫ ওয়ানডে অধিনায়কের (সর্বাধিক ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দানকারী) রেকর্ডচিত্র তুলে ধরা হলো।


অষ্ট্রেলিয়ার শীর্ষ ৫ ওয়ানডে অধিনায়ক 


বলা হয় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি হচ্ছে অষ্ট্রেলিয়ার অধিনায়কত্ব করা।আর আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা এই ওয়ানডে টিমের নেতৃত্ব নিয়ে তাই সবসময় ক্রিকেট বিশ্বে  আলোচনা ও আগ্ৰহ দেখা যায়।অষ্ট্রেলিয়ার শীর্ষ ৫ ওয়ানডে অধিনায়কের রেকর্ডচিত্র দেখে নিন।


রিকি পন্টিং 


অষ্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল  অধিনায়কদের মধ্যে রিকি পন্টিং অন্যতম। রিকি পন্টিং অষ্ট্রেলিয়াকে সর্বাধিক ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এবং পন্টিংয়ের নেতৃত্বে অষ্ট্রেলিয়া সবচেয়ে বেশি ওয়ানডে জিতেছে। উল্লেখ্য রিকি পন্টিং অষ্ট্রেলিয়াকে ২২৯টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন যেখানে অজিরা ১৬৪টি ম্যাচে জয় পেয়েছে ও ৫১টি ম্যাচে পরাজিত হয়েছে  (১৪টি ম্যাচে ফল নিষ্পত্তি হয়নি)।


এলান বোর্ডার 


এলান বোর্ডার অষ্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।বোর্ডারের নেতৃত্বে অজিরা  ১৭৮ টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে   ১০৭টিতে জয় পায় ও  ৬৭টি ম্যাচে পরাজিত হয় (৪টি ম্যাচে ফল নিষ্পত্তি হয়নি) ।


স্টিভ ওয়াহ 


অষ্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে স্টিভ ওয়াহ অন্যতম। দারুণ নেতৃত্বের জন্য অষ্ট্রেলিয়ার ক্রিকেটে  দৃষ্টান্ত হয়ে রয়েছেন স্টিভ ওয়াহ।স্টিভ ওয়াহর নেতৃত্বে অজিরা ১০৬টি ওয়ানডে খেলে যা অষ্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে তৃতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড। উল্লেখ্য স্টিভ ওয়াহর নেতৃত্বে অজিরা ৬৭টি ওয়ানডে ম্যাচে জয় পায় ও ৩৫টি ম্যাচে পরাজিত হয় (৪টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি)।




মাইকেল ক্লার্ক 


অষ্ট্রেলিয়ার শীর্ষ ওয়ানডে অধিনায়কদের মধ্যে মাইকেল ক্লার্ক অন্যতম।ক্লার্কের নেতৃত্বে অজিরা ৭৪টি ওয়ানডে খেলে যা অষ্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে চতুর্থ সর্বোচ্চ ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দানের রেকর্ড। উল্লেখ্য ক্লার্কের নেতৃত্বে অজিরা ৫০টি ওয়ানডে ম্যাচে জয়লাভ করে ও ২১টি ম্যাচে পরাজিত হয় (৩টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি)।




মার্ক টেলর 


একসময় অষ্ট্রেলিয়ার অন্যতম সেরা ওয়ানডে অধিনায়ক হিসেবে মার্ক টেলরের নাম উচ্চারিত হতো। উল্লেখ্য মার্ক টেলর অষ্ট্রেলিয়াকে পঞ্চম সর্বোচ্চ ওয়ানডে ম্যাচে (৬৭টি) নেতৃত্ব দিয়েছেন। টেলরের নেতৃত্বে অজিরা ৩৬টি ওয়ানডে ম্যাচে জয় পায় ও ৩০টিতে পরাজিত হয় (১টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি)।