WHAT'S NEW?
Loading...

নারী এশিয়াকাপের সেরা ১০ পারফরমার

                                                                
                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ অষ্টম নারী এশিয়াকাপ ক্রিকেটের পর্দা নামলো । ভারতের নারী ক্রিকেট দল এবারের নারী এশিয়াকাপের শিরোপা জিতেছে । ফাইনালে ভারতের নারী ক্রিকেট দল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।উল্লেখ্য ভারতের নারী ক্রিকেট দল এই নিয়ে সপ্তমবারের মতো নারী এশিয়াকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো। এবারের নারী এশিয়াকাপের আয়োজক ছিল বাংলাদেশ। সেইসাথে নারী এশিয়াকাপের সবগুলো ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হয়।২০২২ নারী এশিয়াকাপ ক্রিকেটের সেরা ১০ পারফরমারের (শীর্ষ ৫ ব্যাটার ও শীর্ষ ৫ বোলার)পরিসংখ্যান এখানে তুলে ধরছি।


সেরা ৫ ব্যাটার 


এবারের নারী এশিয়াকাপ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী সেরা ৫ ব্যাটারের পরিসংখ্যান দেখে নিন।

১.জেমিমাহ  রদ্রিগেজ (ভারত) - ৮ ম্যাচে  ২১৭ রান ।

২. হার্শিতা মাধবী (শ্রীলঙ্কা)    - ৮ ম্যাচে ২০২ রান।

৩. শেফালী ভার্মা (ভারত) - ৬ ম্যাচে ১৬৬ রান।

৪. সিদ্রা আমিন (পাকিস্তান) - ৭ ম্যাচে ১৫৮ রান।

৫. নিদা দার (পাকিস্তান) -৭ ম্যাচে ১৪৫ রান।




সেরা ৫ বোলার 


এবারের নারী এশিয়াকাপ ক্রিকেটের সর্বাধিক উইকেট শিকারি ৫ বোলারের পরিসংখ্যান দেখে নিন।


১. দীপ্তি শর্মা (ভারত) - ৮ ম্যাচে ১৩ উইকেট।

২. ইনোকা রানাওয়েরা (শ্রীলঙ্কা) - ৮ ম্যাচে ১৩ উইকেট।

৩. রুমানা আহমেদ (বাংলাদেশ) - ৫ ম্যাচে ১০ উইকেট।

৪. ওমাইমা শোহাহেল (পাকিস্তান) - ৭ ম্যাচে ১০ উইকেট।

৫. রাজেশ্বরী গায়কোয়াড (ভারত) - ৭ ম্যাচে ৯ উইকেট।