WHAT'S NEW?
Loading...

ভারতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                                



 


প্রিয় ক্রিকেট ডটকমঃ আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য  ভারতের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ভারতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে খুব বেশি চমক নেই। এক্ষেত্রে  এশিয়া কাপ স্কোয়াডকে প্রাধান্য দেয়া হয়েছে ।  ব্যাটার শিকর ধাওয়ান ও শুভমান গিল  ভারতের টিটুয়েন্টি  বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাননি। এছাড়া অলরাউন্ডার শার্দুল ঠাকুর মূল স্কোয়াডে জায়গা পাননি। উল্লেখ্য  পেসার জাসপ্রিত বুমরাও ইনজুরির কারণে ভারতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফলে স্টান্ডবাই তালিকায় থাকা পেসার মোহাম্মদ শামি মূল বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হয়েছেন । এছাড়া স্টাইবাই তালিকায় মোহাম্মদ সিরাজকে যুক্ত করা হয়েছে। এখানে ভারতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফর্মারদের পরিসংখ্যান তুলে ধরছি।


শীর্ষ ৫ ব্যাটার 


১. রোহিত শর্মা - ১৪২ ম্যাচে ৩৭৩৭ রান।

২. বিরাট কোহলি - ১০৯ ম্যাচে ৩৭১২ রান।

৩. কে এল রাহুল - ৬৬ ম্যাচে ২১৩৭ রান।

৪. সূর্যকুমার যাদব - ৩৪ ম্যাচে ১০৪৫ রান।

৫. হ্নাদিক পান্ডিয়া - ৭৩ ম্যাচে ৯৮৯ রান।



শীর্ষ ৫ বোলার 


১. ভুবনেশ্বর কুমার - ৭৯ ম্যাচে ৮৫ উইকেট।

২. যুজবেন্দ্র চাহাল - ৬৯ ম্যাচে ৮৫ উইকেট।

৩. রবিচন্দ্রন অশ্বিন - ৫৯ ম্যাচে ৬৬ উইকেট।

৪. হ্নাদিক পান্ডিয়া - ৭৩ ম্যাচে ৫৪ উইকেট।

৫. অক্ষয় প্যাটেল - ৩২ ম্যাচে ৩১ উইকেট।



ভারতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 


রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহঅধিনায়ক),বিরাট কোহলি,সূর্যকুমার যাদব, রিসভ পন্ত, দীনেশ কার্তিক,দীপক হুদা,হ্নাদিক পান্ডিয়া,যুজবেন্দ্র চাহাল, রবিচন্দন অশ্বিন, মোহাম্মদ শামি, হার্শাল প্যাটেল,অক্ষয় প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অশ্বদ্বীপ সিং।


স্ট্যান্ডবাই : মোহাম্মদ সিরাজ,শ্রেয়াশ আয়ার,রবি বিষ্ণো, শার্দুল ঠাকুর।