WHAT'S NEW?
Loading...

সাম্প্রতিক চাকরির খবর

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারের কিছু বাছাইকরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এখানে তুলে ধরা হলো।



ডিএমটিসিএলে নিয়োগ 


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর অধীনে ঢাকা মেট্রোরেলে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


পদ : সহকারী ব্যবস্থাপক (রাজস্ব), সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং),ট্রেন অপারেটর, কাষ্টমার রিলেশন অ্যাসিষ্ট্যান্ট প্রভৃতি পদ।


পদ সংখ্যা : ৩৩০ 


যোগ্যতা : পদভেদে এইচএসসি পাস থেকে স্মাতকোত্তর ডিগ্ৰি।


বয়স : প্রার্থীদের বয়স  ২৫ মার্চ ২০২০ তারিখে  ১৮ থেকে ৩০ বছর হতে হবে।তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।


বেতনস্কেল : পদভেদে ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড  কোম্পানির বেতনস্কেল অনুযায়ী ।


আবেদন প্রক্রিয়া : ডাকযোগে ।‌ এই ওয়েবসাইট (www.dmtcl.gov.bd) থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন।


আবেদন ফি : পদভেদে ৫০০ টাকা - ১০০০টাকা।


আবেদনের শেষ তারিখ : ৩১ অক্টোবর,২০২২ ।


সূত্র : বাংলা ট্রিবিউন 




ব্র্যাকে নিয়োগ 


দেশের শীর্ষস্থানীয় এনজিও ব্র্যাকে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদ : ম্যানেজমেন্ট ট্রেইনি ( মাইক্রোফাইন্যান্স) 


পদ সংখ্যা : অনির্দিষ্ট 


যোগ্যতা : স্মাতক ডিগ্রি।


বেতন : আলোচনা সাপেক্ষে।


কর্মক্ষেত্র : বাংলাদেশের যেকোন স্থান।


আবেদন প্রক্রিয়া : অনলাইন ( ভিজিট https://brac.net/jobs/management-trainee-microfinance-646)।


আবেদনের শেষ তারিখ : ২২ অক্টোবর,২০২২।


সূত্র : বিডিজবস ডটকম।