স্কটল্যান্ডের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
প্রিয় ক্রিকেট ডটকমঃ আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের তুলনামূলকভাবে দুর্বল টিমগুলোর মধ্যে স্কটল্যান্ড অন্যতম।যদিও স্কটল্যান্ড টিমে রিচি বেরিংটন,সাফোয়ান শেরিফসহ বেশকজন মেধাবী টিটুয়েন্টি প্লেয়ার রয়েছেন। এখানে স্কটল্যান্ডের আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরা হলো।
শীর্ষ ৫ ব্যাটার
১. রিচি বেরিংটন - ৭৬ ম্যাচে ১৭১৮ রান।
২. জর্জ মানশি - ৫৩ ম্যাচে ১৩১৭ রান।
৩. ক্যালাম ম্যাকলিড - ৬১ ম্যাচে ১১৯০ রান।
৪. ম্যাথু ক্রস - ৫৮ ম্যাচে ৯৬১ রান।
৫. মিখায়েল লিকস - ৪৫ ম্যাচে ৪৫৪ রান।
শীর্ষ ৫ বোলার
১. সাফোয়ান শেরিফ - ৫৪ ম্যাচে ৬১ উইকেট।
২. মার্ক ওয়াট - ৪৯ ম্যাচে ৫৭ উইকেট।
৩. জস ডেভি - ২৮ ম্যাচে ৩৪ উইকেট।
৪. রিচি বেরিংটন - ৭৬ ম্যাচে ২৮ উইকেট।
৫. মিখায়েল লিকস - ৪৬ ম্যাচে ২৬ উইকেট।
স্কটল্যান্ডের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
রিচার্ড বেরিংটন (অধিনায়ক),জর্জ মানশি,ব্রেডলি উইল,ক্রিস সোল, মিখায়েল লিকস,ক্রিস গ্ৰেভস,সাফোয়ান শেরিফ,জস ডেভি,ম্যাথু ক্রস,ক্যালাম ম্যাকলিড,হামজা তাহির,মার্ক ওয়াট,ব্রেন্ডন ম্যাকমুলেন,ক্রেইগ ওয়ালেশ,মাইকেল জোন্স।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন