প্রিয় ক্রিকেট ডটকমঃ সংযুক্ত আরব আমিরাত এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের অন্যতম টিম। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এখানে সংযুক্ত আরব আমিরাতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের পরিসংখ্যান তুলে ধরা হলো।
শীর্ষ ৫ ব্যাটার
১. চিরাগ সুরি - ২৯ ম্যাচে ৭৯১ রান।
২. মোহাম্মদ ওয়াসিম - ১৭ ম্যাচে ৬৫০ রান।
৩. ভ্রিটা অরবিন্দ - ২২ ম্যাচে ৪৮৮ রান।
৪. বাসিল হামিদ - ২১ ম্যাচে ২৫৪ রান।
৫. চানডাঙ্গাপল রিজওয়ান - ১২ ম্যাচে ২১৮ রান।
শীর্ষ ৫ বোলার
১. আহমেদ রাজা - ৫১ ম্যাচে ৬৩ উইকেট।
২. জহুর খান - ৩৪ ম্যাচে ৫৯ উইকেট।
৩. বাসিল হামিদ - ২৫ ম্যাচে ৩০ উইকেট।
৪. জোনায়েদ সিদ্দিক - ১৯ ম্যাচে ৩০ উইকেট।
৫. কাসিফ দাউদ - ১৯ ম্যাচে ১৬ উইকেট।
সংযুক্ত আরব আমিরাতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন