WHAT'S NEW?
Loading...

সংযুক্ত আরব আমিরাতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                              


প্রিয় ক্রিকেট ডটকমঃ সংযুক্ত আরব আমিরাত এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের অন্যতম টিম। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এখানে সংযুক্ত আরব আমিরাতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের পরিসংখ্যান তুলে ধরা হলো।


শীর্ষ ৫ ব্যাটার 


১. চিরাগ সুরি - ২৯ ম্যাচে ৭৯১ রান।

২. মোহাম্মদ ওয়াসিম - ১৭ ম্যাচে ৬৫০ রান।

৩. ভ্রিটা অরবিন্দ - ২২ ম্যাচে ৪৮৮ রান।

৪. বাসিল হামিদ - ২১ ম্যাচে ২৫৪ রান।

৫. চানডাঙ্গাপল  রিজওয়ান - ১২ ম্যাচে ২১৮ রান।


শীর্ষ ৫ বোলার 


১. আহমেদ রাজা - ৫১ ম্যাচে ৬৩ উইকেট।

২. জহুর খান - ৩৪ ম্যাচে ৫৯ উইকেট।

৩. বাসিল হামিদ - ২৫ ম্যাচে ৩০ উইকেট।

৪. জোনায়েদ সিদ্দিক - ১৯ ম্যাচে ৩০ উইকেট।

৫. কাসিফ দাউদ - ১৯ ম্যাচে ১৬ উইকেট।


সংযুক্ত আরব আমিরাতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড


চানডাঙ্গাপল রিজওয়ান (অধিনায়ক),ভ্রিটা অরবিন্দ,চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম,বাসিল হামিদ,আরিয়ান লাকরা,জাওয়ার ফরিদ,কাসিফ দাউদ,কার্তিক মাহাপান,জহুর খান,জোনায়েদ সিদ্দিক,আইয়ান খান,আলিসান শারাফু,সাবিদ আলী, আহমেদ রাজা।

স্ট্যান্ডবাই : সুলতান আহমেদ,ফায়াদ নওয়াজ,বিষ্ণু সুকুমারান,আদিত্য শেটি,সঞ্চিত শর্মা।