WHAT'S NEW?
Loading...

পাকিস্তানের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। পেসার শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র পাকিস্তানের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন। এছাড়া ফখর জামান , মোহাম্মদ হারিস ও শাহনেওয়াজ ধাহানী রয়েছেন স্ট্যান্ডবাই । এছাড়া শান মাসুদ মূল স্কোয়াডে ফিরেছেন। এখানে পাকিস্তানের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরছি।



শীর্ষ ৫ ব্যাটার 

১. বাবর আজম - ৮৬ ম্যাচে ৩০৩৫ রান।

২. মোঃ রিজওয়ান - ৬৭ ম্যাচে ২২৫৮ রান।

৩. ফখর জামান - ৭১ ম্যাচে ১৩৪৯ রান।

৪. আসীফ আলী - ৪৮ ম্যাচে ৫০৩ রান।

৫. ইফতেখার আহমেদ - ৩০ ম্যাচে ৪৫৬ রান।



শীর্ষ ৫ বোলার 

১.শাদাব খান - ৭১ ম্যাচে ৮৪ উইকেট।

২. হারিস রউফ - ৪৬ ম্যাচে ৫৮ উইকেট।

৩. শাহিন শাহ আফ্রিদি - ৪০ ম্যাচে ৪৭ উইকেট।

৪. মোহাম্মদ নেওয়াজ - ৪২ ম্যাচে ৩৮ উইকেট।

৫. উসমান কাদির - ২৩ ম্যাচে ২৯ উইকেট।


পাকিস্তানের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড


বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), মোঃ রিজওয়ান, হায়দার আলী, আসিফ আলী,হারিস রউফ,খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র,শান মাসুদ,উসমান কাদির, শাহিন শাহ আফ্রিদি।


রিজার্ভ : ফখর জামান,মোহাম্মদ হারিস, শাহনেওয়াজ ধাহানী।