WHAT'S NEW?
Loading...

আন্তর্জাতিক টিটুয়েন্টিতে যত হ্যাটট্রিক

                                                               
                                            ছবি:কার্তিক মাহাপান


প্রিয় ক্রিকেট ডটকমঃ হ্যাটট্রিক যেকোন বোলারের জন্য এক বড় অর্জন। এবারের টিটুয়েন্টি বিশ্বকাপেও ইতোমধ্যে একটি হ্যাটট্রিক হয়েছে। চলমান টিটুয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে সংযুক্ত আরব আমিরাতের বোলার কার্তিক মাহাপান শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেন। উল্লেখ্য আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি ৩৯তম হ্যাটট্রিক।তবে বাংলাদেশের কোন বোলার এখনো ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে হ্যাটট্রিক করতে পারেন নি। শ্রীলঙ্কার বোলাররা(চারজন পাঁচটি হ্যাটট্রিক করেছেন) আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন ।কোন দেশের কতজন বোলার ইতোমধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন সেই পরিসংখ্যান এখানে তুলে ধরার চেষ্টা করছি।



অষ্ট্রেলিয়া 


অষ্ট্রেলিয়ার তিনজন বোলার বোলার যথাক্রমে ব্রেট লি(২০০৭),অ্যাষ্টন এগার(২০২০) ও নাথান ইলিচ(২০২১) আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন।


দক্ষিণ আফ্রিকা 


দক্ষিণ আফ্রিকার একজন বোলার (কাগিছো রাবাদা ,২০২১) আন্তর্জাতিক টিটুয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন।


নিউজিল্যান্ড 


নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম (২০০৯),টিম সাউদি (২০১০), মাইকেল ব্রেসওয়েল (২০২২) এই তিন বোলার আন্তর্জাতিক টিটুয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন।


ভারত 


ভারতের একজন বোলার (দীপক চাহার,২০১৯)আন্তর্জাতিক টিটুয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন।


শ্রীলঙ্কা 


শ্রীলঙ্কার চারজন বোলার  (থিসারা পেরেরা,২০১৬) ,লাসিথ মালিঙ্গা (২০১৭ ও ২০১৯),অখিলা ধনঞ্জয়া(২০২১) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২০২১) ইতোমধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে ( মোট পাঁচটি)  হ্যাটট্রিক করেছেন। 


পাকিস্তান 


পাকিস্তানের দু'জন বোলার  ইতোমধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন (ফাহিম আশরাফ(২০১৭) ও মোঃ হাসনাইন(২০১৯)।


ওয়েষ্ট ইন্ডিজ 


ওয়েষ্ট ইন্ডিজের একজন বোলার (জেসন হোল্ডার ,২০২২) ইতোমধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন।

আয়ারল্যান্ড 


আয়ারল্যান্ডের একজন বোলার (কার্টিস কেম্পার,২০২১) আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন।


আফগানিস্তান 


আফগানিস্তানের একজন বোলার (রশিদ খান,২০১৯) ইতোমধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন।


কেনিয়া 


কেনিয়ার একজন বোলার (ইলিজা ওটিনো,২০২১) আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন।


নেদারল্যান্ডস 


নেদারল্যান্ডসের একজন বোলার (লগান ভান বিক,২০২২)  টিটুয়েন্টির আন্তর্জাতিক সংস্করণে হ্যাটট্রিক করেছেন।

অন্যান্য 


উপরিউক্ত দেশের বোলারদের বাইরে নিম্নোক্ত বোলাররা আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন।

জে জে স্মিট (নামিবিয়া),কাওয়ার আলী(ওমান),নরমান ভানুয়া(পাপুয়া নিউগিনি), ওয়াসিম আব্বাস(মাল্টা), সিরাজ শেখ ও খালিদ আহমাদী(বেলজিয়াম),কফি বাগাবেনা (ঘানা),ডিলান ব্লিগনাট (জার্মানি), দীনেশ নাকরানী(উগান্ডা),পিটার হো (নাইজেরিয়া),হার্মান ফেনেল (আর্জেন্টিনা),কারান কেসি (নেপাল),সিয়াজরুল ইদরাস (মালয়েশিয়া),কামরোন সিনামন্ত্রি(থাইল্যান্ড),চামাল সাদান (সাইপ্রাস),সুধেশ ইকরামাসকরা(চেক রিপাবলিক),হাবিব খান (এস্তোনিয়া),শাহরুখ কুদ্দুস (কুয়েত),কার্তিক মাহাপান (সংযুক্ত আরব আমিরাত)।



টিটুয়েন্টি বিশ্বকাপের যে রেকর্ডের শীর্ষে সাকিব

                                                         
                                     ছবি: সাকিব আল হাসান
 

  

প্রিয় ক্রিকেট ডটকমঃ আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে যদিও বাংলাদেশের এখনো বড় কোন দলীয় অর্জন নেই তবে ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশের একটি অর্জন রয়েছে।ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের  সবচেয়ে সফল বোলার(সর্বোচ্চ উইকেট শিকারি)  বাংলাদেশের সাকিব আল হাসান(৩৩ ম্যাচে ৪৪উইকেট)। উল্লেখ্য ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি যথাক্রমে পাকিস্তানের শহিদ আফ্রিদি(৩৯উইকেট) ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা(৩৮উইকেট)। আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ১০ সফল  বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।


সাকিব আল হাসান 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি সাকিব আল হাসান। সাকিব ইতোমধ্যে ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে মোট ৩৩ ম্যাচ খেলে ৪৪টি উইকেট নিয়েছেন ।

শহিদ আফ্রিদি 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যান অনুযায়ী দ্বিতীয় সফল বোলার পাকিস্তানের শহিদ আফ্রিদি।আফ্রিদি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ৩৪ ম্যাচ খেলে ৩৯টি উইকেট নেন।

লাসিথ মালিঙ্গা 


লাসিথ মালিঙ্গা আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল বোলার।মালিঙ্গা ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে মোট ৩১ম্যাচ খেলে ৩৮ উইকেট শিকার করেন।

সাঈদ আজমল 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ বোলারের তালিকায় পাকিস্তানের সাঈদ আজমলও রয়েছেন।আজমল ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ২৩ ম্যাচ খেলে ৩৬ উইকেট শিকার করেন।


অজন্তা মেন্ডিস 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ১০ বোলারের মধ্যে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস অন্যতম।মেন্ডিস ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ২১ম্যাচ খেলে ৩৫টি উইকেট নেন।


উমর গুল 


পাকিস্তানের সাবেক পেসার উমর গুল (২৪ম্যাচে ৩৪ উইকেট) আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ১০ বোলারের তালিকায় রয়েছেন।


ডেল স্টেইন 


সাবেক প্রোটিয়া পেসার ডেল স্টেইন আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল ১০ বোলারের তালিকায় রয়েছেন। স্টেইন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ২৩ম্যাচ খেলে ৩০টি উইকেট শিকার করেন।


স্টুয়ার্ট ব্রড 


ইংল্যান্ডের পেসার স্টুয়াড ব্রড আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ বোলারের তালিকায় রয়েছেন।ব্রড ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ২৬ ম্যাচ খেলে ৩০টি উইকেট নেন।


রবিচন্দন অশ্বিন 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ১০ বোলারের তালিকায় একমাত্র ভারতীয় বোলার হিসেবে রয়েছেন রবিচন্দন অশ্বিন।অশ্বিন ইতোমধ্যে আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ২০ম্যাচ খেলে ২৮টি উইকেট নিয়েছেন।


ডোয়াইন ব্রাভো 


সাবেক উইন্ডিজ পেসার ডোয়াইন ব্রাভো আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ১০ বোলারের তালিকায় রয়েছেন।ব্রাভো ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ৩৪ ম্যাচ খেলে ২৭টি উইকেট নেন।


২০২৩ বিপিএলের সময়সূচি ও অন্যান্য

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃসম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ২০২৩ বিপিএলের সময়সূচি,ভেন্যু,প্লেয়ার প্রাইজমানি ইত্যাদি ঘোষণা করেছে।আগামী  বিপিএল ২০২৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এবং আগামী বিপিএলের ভেন্যু থাকবে তিনটি (ঢাকা,চট্রগ্ৰাম ও সিলেট)। এখানে আগামী বিপিএলের সময়সূচি, ভেন্যু ও প্লেয়ার প্রাইজমানি ইত্যাদির বিস্তারিত তুলে ধরা হলো।


বিপিএলের সময়সূচি 


২০২৩ সালের বিপিএল আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে। আগামী বিপিএল ২০২৩ সালের ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।সম্প্রতি  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)  এসব তথ্য জানিয়েছে। এছাড়া বিপিএলের ফ্র্যাঞ্চাইজি, ভেন্যু ইত্যাদি চূড়ান্ত হয়েছে।


বিপিএলের ভেন্যু 


আগামী বিপিএলের ভেন্যু  থাকছে তিনটি। অর্থাৎ আগামী বিপিএলের ম্যাচগুলো দেশের তিনটি ভেন্যু -  ঢাকা,চট্টগ্ৰাম ও সিলেটে অনুষ্ঠিত হবে।


ফ্রাঞ্চাইজি 


২০২৩ সালের বিপিএলে মোট সাতটি ফ্রাঞ্চাইজি অংশগ্ৰহন করবে। ২০২৩ বিপিএলের সাত ফ্রাঞ্চাইজির নাম দেখে নিন।

১.ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল)

২. ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট)

৩. মাইন্ডট্রি লিমিটেড (খুলনা) 

৪. কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা) 

৫. প্রগতি গ্ৰিন অটো রাইসমিলস লিমিটেড (ঢাকা)

৬. টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ) (রংপুর)

৭. ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্ৰাম) 


ম্যাচসংখ্যা 


২০২৩ সালের বিপিএলে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।



প্লেয়ার ক্যাটাগরি 


২০২৩ সালের বিপিএলে ৭টি ক্যাটাগরিতে প্লেয়ারড্রাফট হবে।তবে বিদেশি প্লেয়ারদের জন্য থাকবে ৫টি ক্যাটাগরি।২০২৩ বিপিএলে কোন ক্যাটাগরির প্লেয়ার কত টাকা পাবেন সেটি এখানে তুলে ধরা হলো।

১.ক্যাটাগরি 'এ' 

৮০ লাখ টাকা (দেশি)
৮০ হাজার ডলার ( বিদেশি) 

২. ক্যাটাগরি 'বি' 

৫০ লাখ টাকা (দেশি)
৬০ হাজার ডলার (বিদেশি)

৩.ক্যাটাগরি 'সি'

৩০ লাখ টাকা (দেশি)
৪০ হাজার ডলার (বিদেশি)

৪. ক্যাটাগরি 'ডি' 

২০ লাখ টাকা (দেশি)
৩০ হাজার ডলার (বিদেশি) 

৫. ক্যাটাগরি 'ই' 

১৫ লাখ টাকা (দেশি)
২০ হাজার ডলার (বিদেশি)

৬. ক্যাটাগরি 'এফ' 

১০ লাখ টাকা (দেশি)

৭. ক্যাটাগরি 'জি' 

৫ লাখ টাকা (দেশি)

শীতের জীবনযাপন টিপস

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ এসে গেছে শীতকাল।আর শীতকালে শরীর ও মনকে সুস্থ রাখতে কিছু প্রস্তুতি প্রয়োজন।কারণ বছরের অন্য সময়ের থেকে শীত কিছুটা ভিন্ন হয়ে থাকে।তাই শীতকালে নিজেকে সুস্থ ও সবল রাখার জন্য লাইফস্টাইল বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন।  বিভিন্ন  লাইফস্টাইল বিশেষজ্ঞের মতের আলোকে এখানে শীতের জীবনযাপন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস তুলে ধরা হলো।




শীতের পোশাক 


শীতকাল আসার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শীতপোশাকের ব্যবস্থা করা।যদি পুরনো শীতপোশাক ঘরে থাকে তাহলে সেগুলো পরিস্কার করতে হবে। এছাড়া অনেকে শীতে নতুন পোশাকও কিনে থাকেন। মনে রাখবেন শীতের প্রস্তুতির সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে শীতপোশাক  । আর তাই শীতকে ভালোভাবে উপভোগ করতে চাইলে শীত আসার আগেই পুরনো শীতপোশাকগুলো বের করে পরিস্কার করে নিন। সেইসাথে যাদের পুরনো শীতপোশাক নেই তাদের আগেভাগেই নতুন পোশাক কিনে ফেলা উচিত।


ত্বকের যত্ন নিতে হবে 


শীতে যদিও বছরের অন্য সময়ের চেয়ে তাপমাত্রা কম থাকে ফলে অনেকে এই ঋতুতে অলস জীবনযাপন করে থাকেন।এরফলে ত্বকের যত্ন নিতে অনেকে ভুলে যান।তবে লাইফস্টাইল বিশেষজ্ঞরা বলেন শীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে ত্বকের যত্ন নেয়া।কারণ এই সময়ে ত্বক ফেটে যায় । শীতে ঠোঁটও ফেটে যায়।তাই শীত আসার আগেই ত্বকের যত্ন নিয়ে ভাবতে হবে এবং প্রয়োজনীয় প্রসাধনী হাতের কাছে রাখতে হবে। 


নিয়মিত ব্যায়াম


শীতকাল এলে অনেকেই অলস জীবনযাপন করে থাকেন এবং এরফলে খাওয়া-দাওয়া ,ঘুম ইত্যাদি বেড়ে যায়।আর এভাবে অলস জীবনযাপনের কারণে শরীরের ওজন বেড়ে যেতে পারে এবং এরফলে বিশেষত বয়স্কদের কোলেষ্টেরল, সুগার ইত্যাদি বেড়ে যায়। এছাড়া শীতের অনিয়ন্ত্রিত জীবনযাপন আমাদের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে।আর এসব কিছু বিবেচনা করে লাইফস্টাইল বিশেষজ্ঞরা শীতে নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দেন। এক্ষেত্রে প্রতিদিন ৩০-৪০ মিনিট দৌড়াতে পারেন বা দ্রুত হাঁটার অভ্যাস করতে পারেন।



শীতে অসুখ নিয়ে সচেতন থাকুন 


শীতকাল এলে বিভিন্ন মৌসুমী রোগবালাই শরীরে বাসা বাঁধতে পারে। শীতে ঠান্ডাজনিত জ্বর, সর্দিকাশি, টনসিলের সমস্যা ইত্যাদি বেড়ে যায়।এরফলে শীতের আনন্দ ম্লান হয়ে যেতে পারে।তাই শীত আসার আগেই এসব মৌসুমী রোগবালাই সম্পর্কে সচেতন থাকতে হবে। শীতে অসময়ে স্নান করা উচিত নয়। অতিরিক্ত ঠান্ডায় কাজ করতে গেলে অবশ্যই প্রয়োজনীয় শীত পোশাক সাথে রাখুন। বাইরে যাতায়াতের সময় শীত পোশাক সাথে রাখুন।



ঘর পরিষ্কার রাখুন 


শীতে ঘরের মধ্যে ধুলোবালি জমে যায় ফলে ঘর সহজে অপরিস্কার হয়ে উঠে।তাই শীত আসার আগেই ঘর পরিষ্কার করতে হবে।ঘরে যেন অতিরিক্ত ধুলোবালি প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখুন। এছাড়া শীতে ঘরের মধ্যে ধুলোবালির মাধ্যমে বিভিন্ন ধরনের জীবাণুও প্রবেশ করতে পারে।আর সেইসব জীবাণু থেকে হতে পারে বিভিন্ন মৌসুমী রোগবালাই।তাই শীত আসার আগেই ঘরের আসবাবপত্র,কাপড় নিয়মিত পরিষ্কার রাখুন।দরজা-জানালায় পর্দা ব্যবহার করতে পারেন।



শিশুদের প্রতি বিশেষ যত্ন নিন 


শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হয়।কারণ বছরের এই সময়ে শিশুরা বিভিন্ন মৌসুমী জ্বর,সর্দি প্রভৃতি রোগে আক্রান্ত হয়ে থাকে।আর শিশুরা শীতকালীন মৌসুমী জ্বর,সর্দিতে আক্রান্ত হলে বড়দেরও বেশ ভোগান্তি পোহাতে হয়। তাই শীতে শিশুদের অতিরিক্ত ঠান্ডা থেকে মুক্ত রাখতে হবে। এজন্য শিশুদের জন্য যর্থার্থ শীত পোশাকের ব্যবস্থা করতে হবে।



ফিফা কাতার বিশ্বকাপের সূচি ও অন্যান্য

                                                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ ২০২২ ফিফা কাতার ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়েছে। এছাড়া বিশ্বকাপের চূড়ান্ত ৩২টি টিমের নামও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।ফিফা কাতার ফুটবল বিশ্বকাপের সূচি ও শীর্ষ টিমগুলোর ম্যাচ সিডিউল এখানে তুলে ধরার চেষ্টা করছি (ম্যাচশিডিউল  প্যাভিলিয়ন ডটকম থেকে নেয়া হয়েছে)।


ফিফা কাতার বিশ্বকাপের সূচি 

আগামী ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে ফিফা কাতার বিশ্বকাপ।২০২২ ফিফা কাতার ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি দেখে নিন।

                                                                
 



শীর্ষ টিমগুলোর ম্যাচ সিডিউল 


এবারের ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের( জনপ্রিয়তা বিবেচনায়) শীর্ষ টিমগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আর্জেন্টিনা,ব্রাজিল, ইংল্যান্ড,ফ্রান্স,স্পেন,জার্মানি, বেলজিয়াম, পর্তুগাল,ক্রোয়েশিয়া, উরুগুয়ে, জাপান। আসুন এই টিমগুলোর গ্ৰুপপর্বের ম্যাচ সিডিউল দেখে নিই।


আর্জেন্টিনা


প্রথম ম্যাচ - ২২ নভেম্বর- প্রতিপক্ষ সৌদি আরব ।

দ্বিতীয় ম্যাচ- ২৭ নভেম্বর- প্রতিপক্ষ মেক্সিকো ।

তৃতীয় ম্যাচ - ১ ডিসেম্বর - প্রতিপক্ষ পোল্যান্ড।



ব্রাজিল 


প্রথম ম্যাচ - ২৫নভেম্বর - প্রতিপক্ষ সার্বিয়া ।

দ্বিতীয় ম্যাচ - ২৮ নভেম্বর - প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

তৃতীয় ম্যাচ - ৩ ডিসেম্বর - প্রতিপক্ষ ক্যামেরুন।



ইংল্যান্ড


প্রথম ম্যাচ - ২১ নভেম্বর- প্রতিপক্ষ ইরান।

দ্বিতীয় ম্যাচ- ২৬ নভেম্বর- প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

তৃতীয় ম্যাচ - ৩০ নভেম্বর - প্রতিপক্ষ ওয়েলস।




ফ্রান্স 


প্রথম ম্যাচ - ২৩ নভেম্বর - প্রতিপক্ষ ডেনমার্ক।

দ্বিতীয় ম্যাচ - ২৬ নভেম্বর- প্রতিপক্ষ ডেনমার্ক।

তৃতীয় ম্যাচ -৩০ নভেম্বর - প্রতিপক্ষ তিউনিসিয়া।




স্পেন 


প্রথম ম্যাচ - ২৩ নভেম্বর - প্রতিপক্ষ কোষ্টারিকা।

দ্বিতীয় ম্যাচ -২৮ নভেম্বর - প্রতিপক্ষ জার্মানি।

তৃতীয় ম্যাচ - ২ ডিসেম্বর - প্রতিপক্ষ জাপান।



জার্মানি 


প্রথম ম্যাচ - ২৩ নভেম্বর - প্রতিপক্ষ জাপান।

দ্বিতীয় ম্যাচ- ২৮ নভেম্বর- প্রতিপক্ষ স্পেন।

তৃতীয় ম্যাচ - ২ ডিসেম্বর- প্রতিপক্ষ কোষ্টারিকা।

 



বেলজিয়াম 


প্রথম ম্যাচ -২৪ নভেম্বর - প্রতিপক্ষ কানাডা।

দ্বিতীয় ম্যাচ - ২৭ নভেম্বর- প্রতিপক্ষ মরক্কো।

তৃতীয় ম্যাচ - ১ ডিসেম্বর - প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।


পর্তুগাল 


প্রথম ম্যাচ -২৪ নভেম্বর - প্রতিপক্ষ ঘানা।

দ্বিতীয় ম্যাচ - ২৯ নভেম্বর- প্রতিপক্ষ উরুগুয়ে।

তৃতীয় ম্যাচ - ২ ডিসেম্বর - প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।


ক্রোয়েশিয়া 


প্রথম ম্যাচ -২৩ নভেম্বর - প্রতিপক্ষ মরক্কো।

দ্বিতীয় ম্যাচ - ২৭ নভেম্বর-প্রতিপক্ষ কানাডা।

তৃতীয় ম্যাচ - ১ ডিসেম্বর - প্রতিপক্ষ বেলজিয়াম।


উরুগুয়ে 


প্রথম ম্যাচ - ২৪ নভেম্বর- প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

দ্বিতীয় ম্যাচ - ২৯ নভেম্বর- প্রতিপক্ষ পর্তুগাল।

তৃতীয় ম্যাচ - ২ ডিসেম্বর - প্রতিপক্ষ ঘানা।



জাপান 


প্রথম ম্যাচ-২৩ নভেম্বর - প্রতিপক্ষ জার্মানি।

দ্বিতীয় ম্যাচ- ২৭ নভেম্বর - প্রতিপক্ষ কোষ্টারিকা।

তৃতীয় ম্যাচ- ২ ডিসেম্বর - প্রতিপক্ষ স্পেন।






অষ্ট্রেলিয়ার শীর্ষ ৫ ওয়ানডে অধিনায়ক

                                                                
                                                ছবি: প্যাট কামিন্স


প্রিয় ক্রিকেট ডটকমঃ পেসার প্যাট কামিন্সকে  অষ্ট্রেলিয়ার নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।অ্যারন ফিন্স ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ায় অষ্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়কের পদটি কিছুদিন ধরে শূন্য ছিল। যদিও কামিন্সকে নেতৃত্ব দেয়ার আগে কে হচ্ছেন অজিদের নতুন ওয়ানডে অধিনায়ক সেটি নিয়ে ক্রিকেট বিশ্বে বেশ আলোচনা চলছিল।তবে শেষপর্যন্ত  বর্তমান টেষ্টক্যাপ্টেন কামিন্সকে অষ্ট্রেলিয়ার ওয়ানডে দলেরও নেতৃত্ব দেয়া হলো। এখানে  অষ্ট্রেলিয়ার শীর্ষ ৫ ওয়ানডে অধিনায়কের (সর্বাধিক ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দানকারী) রেকর্ডচিত্র তুলে ধরা হলো।


অষ্ট্রেলিয়ার শীর্ষ ৫ ওয়ানডে অধিনায়ক 


বলা হয় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি হচ্ছে অষ্ট্রেলিয়ার অধিনায়কত্ব করা।আর আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা এই ওয়ানডে টিমের নেতৃত্ব নিয়ে তাই সবসময় ক্রিকেট বিশ্বে  আলোচনা ও আগ্ৰহ দেখা যায়।অষ্ট্রেলিয়ার শীর্ষ ৫ ওয়ানডে অধিনায়কের রেকর্ডচিত্র দেখে নিন।


রিকি পন্টিং 


অষ্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল  অধিনায়কদের মধ্যে রিকি পন্টিং অন্যতম। রিকি পন্টিং অষ্ট্রেলিয়াকে সর্বাধিক ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এবং পন্টিংয়ের নেতৃত্বে অষ্ট্রেলিয়া সবচেয়ে বেশি ওয়ানডে জিতেছে। উল্লেখ্য রিকি পন্টিং অষ্ট্রেলিয়াকে ২২৯টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন যেখানে অজিরা ১৬৪টি ম্যাচে জয় পেয়েছে ও ৫১টি ম্যাচে পরাজিত হয়েছে  (১৪টি ম্যাচে ফল নিষ্পত্তি হয়নি)।


এলান বোর্ডার 


এলান বোর্ডার অষ্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।বোর্ডারের নেতৃত্বে অজিরা  ১৭৮ টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে   ১০৭টিতে জয় পায় ও  ৬৭টি ম্যাচে পরাজিত হয় (৪টি ম্যাচে ফল নিষ্পত্তি হয়নি) ।


স্টিভ ওয়াহ 


অষ্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে স্টিভ ওয়াহ অন্যতম। দারুণ নেতৃত্বের জন্য অষ্ট্রেলিয়ার ক্রিকেটে  দৃষ্টান্ত হয়ে রয়েছেন স্টিভ ওয়াহ।স্টিভ ওয়াহর নেতৃত্বে অজিরা ১০৬টি ওয়ানডে খেলে যা অষ্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে তৃতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড। উল্লেখ্য স্টিভ ওয়াহর নেতৃত্বে অজিরা ৬৭টি ওয়ানডে ম্যাচে জয় পায় ও ৩৫টি ম্যাচে পরাজিত হয় (৪টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি)।




মাইকেল ক্লার্ক 


অষ্ট্রেলিয়ার শীর্ষ ওয়ানডে অধিনায়কদের মধ্যে মাইকেল ক্লার্ক অন্যতম।ক্লার্কের নেতৃত্বে অজিরা ৭৪টি ওয়ানডে খেলে যা অষ্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে চতুর্থ সর্বোচ্চ ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দানের রেকর্ড। উল্লেখ্য ক্লার্কের নেতৃত্বে অজিরা ৫০টি ওয়ানডে ম্যাচে জয়লাভ করে ও ২১টি ম্যাচে পরাজিত হয় (৩টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি)।




মার্ক টেলর 


একসময় অষ্ট্রেলিয়ার অন্যতম সেরা ওয়ানডে অধিনায়ক হিসেবে মার্ক টেলরের নাম উচ্চারিত হতো। উল্লেখ্য মার্ক টেলর অষ্ট্রেলিয়াকে পঞ্চম সর্বোচ্চ ওয়ানডে ম্যাচে (৬৭টি) নেতৃত্ব দিয়েছেন। টেলরের নেতৃত্বে অজিরা ৩৬টি ওয়ানডে ম্যাচে জয় পায় ও ৩০টিতে পরাজিত হয় (১টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি)।






নারী এশিয়াকাপের সেরা ১০ পারফরমার

                                                                
                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ অষ্টম নারী এশিয়াকাপ ক্রিকেটের পর্দা নামলো । ভারতের নারী ক্রিকেট দল এবারের নারী এশিয়াকাপের শিরোপা জিতেছে । ফাইনালে ভারতের নারী ক্রিকেট দল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।উল্লেখ্য ভারতের নারী ক্রিকেট দল এই নিয়ে সপ্তমবারের মতো নারী এশিয়াকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো। এবারের নারী এশিয়াকাপের আয়োজক ছিল বাংলাদেশ। সেইসাথে নারী এশিয়াকাপের সবগুলো ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হয়।২০২২ নারী এশিয়াকাপ ক্রিকেটের সেরা ১০ পারফরমারের (শীর্ষ ৫ ব্যাটার ও শীর্ষ ৫ বোলার)পরিসংখ্যান এখানে তুলে ধরছি।


সেরা ৫ ব্যাটার 


এবারের নারী এশিয়াকাপ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী সেরা ৫ ব্যাটারের পরিসংখ্যান দেখে নিন।

১.জেমিমাহ  রদ্রিগেজ (ভারত) - ৮ ম্যাচে  ২১৭ রান ।

২. হার্শিতা মাধবী (শ্রীলঙ্কা)    - ৮ ম্যাচে ২০২ রান।

৩. শেফালী ভার্মা (ভারত) - ৬ ম্যাচে ১৬৬ রান।

৪. সিদ্রা আমিন (পাকিস্তান) - ৭ ম্যাচে ১৫৮ রান।

৫. নিদা দার (পাকিস্তান) -৭ ম্যাচে ১৪৫ রান।




সেরা ৫ বোলার 


এবারের নারী এশিয়াকাপ ক্রিকেটের সর্বাধিক উইকেট শিকারি ৫ বোলারের পরিসংখ্যান দেখে নিন।


১. দীপ্তি শর্মা (ভারত) - ৮ ম্যাচে ১৩ উইকেট।

২. ইনোকা রানাওয়েরা (শ্রীলঙ্কা) - ৮ ম্যাচে ১৩ উইকেট।

৩. রুমানা আহমেদ (বাংলাদেশ) - ৫ ম্যাচে ১০ উইকেট।

৪. ওমাইমা শোহাহেল (পাকিস্তান) - ৭ ম্যাচে ১০ উইকেট।

৫. রাজেশ্বরী গায়কোয়াড (ভারত) - ৭ ম্যাচে ৯ উইকেট।



আফগানিস্তানের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                       


প্রিয় ক্রিকেট ডটকমঃ  আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের শক্তিশালী টিমগুলোর তালিকায় আফগানিস্তানের নামও হচ্ছে।কারণ আফগানদের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে দারুণ কিছু ক্রিকেটার রয়েছেন যারা বিশ্বকাপে যেকোন প্রতিপক্ষকে চমকে দিতে পারেন। উল্লেখ্য আগামীকাল (১৬ অক্টোবর,২০২২) এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে। এখানে আফগানিস্তানের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরা হলো।



শীর্ষ ৫ ব্যাটার 


১. মোহাম্মদ নবী - ১০১ ম্যাচে ১৬৬৯ রান।

২. নাজিবুল্লাহ জাদরান - ৮৩ ম্যাচে ১৫৫৯ রান।

৩. হজরতুল্লাহ জাজাই - ৩৩ ম্যাচে ৯৬০ রান।

৪. রহমতুল্লাহ গুরবাজ - ৩২ ম্যাচে ৮২৮ রান।

৫. উসমান গনি - ৩০ ম্যাচে ৭০৫ রান।


শীর্ষ ৫ বোলার 


১. রশিদ খান - ৭০ ম্যাচে ১১৬ উইকেট।

২. মোহাম্মদ নবী - ১০১ ম্যাচে ৮৩ উইকেট।

৩. মুজিব উর রহমান - ৩৩ ম্যাচে ৪৫ উইকেট।

৪. ফরিদ আহমেদ - ২০ ম্যাচে ২৯ উইকেট।

৫. নাভিন উল হক - ২১ ম্যাচে ২৮ উইকেট।


আফগানিস্তানের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 

মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান,নাজিবুল্লাহ জাদরান, রহমতুল্লাহ গুরবাজ,আজমতুল্লাহ ওমরজাই,ফরিদ আহমেদ মালিক,দারউইশ রাসুলি,ফজল হক ফারুকী,হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান,মুজিব উর রহমান,নাভিন উল হক,কোয়াইস আহমেদ,সালিম শফি,উসমান গনি।

স্ট্যান্ডবাই: আফসার জাজাই,রহমত শাহ,শরাফুদ্দিন আশরাফ,গুলবদিন নাহিব।

ভারতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                                



 


প্রিয় ক্রিকেট ডটকমঃ আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য  ভারতের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ভারতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে খুব বেশি চমক নেই। এক্ষেত্রে  এশিয়া কাপ স্কোয়াডকে প্রাধান্য দেয়া হয়েছে ।  ব্যাটার শিকর ধাওয়ান ও শুভমান গিল  ভারতের টিটুয়েন্টি  বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাননি। এছাড়া অলরাউন্ডার শার্দুল ঠাকুর মূল স্কোয়াডে জায়গা পাননি। উল্লেখ্য  পেসার জাসপ্রিত বুমরাও ইনজুরির কারণে ভারতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফলে স্টান্ডবাই তালিকায় থাকা পেসার মোহাম্মদ শামি মূল বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হয়েছেন । এছাড়া স্টাইবাই তালিকায় মোহাম্মদ সিরাজকে যুক্ত করা হয়েছে। এখানে ভারতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফর্মারদের পরিসংখ্যান তুলে ধরছি।


শীর্ষ ৫ ব্যাটার 


১. রোহিত শর্মা - ১৪২ ম্যাচে ৩৭৩৭ রান।

২. বিরাট কোহলি - ১০৯ ম্যাচে ৩৭১২ রান।

৩. কে এল রাহুল - ৬৬ ম্যাচে ২১৩৭ রান।

৪. সূর্যকুমার যাদব - ৩৪ ম্যাচে ১০৪৫ রান।

৫. হ্নাদিক পান্ডিয়া - ৭৩ ম্যাচে ৯৮৯ রান।



শীর্ষ ৫ বোলার 


১. ভুবনেশ্বর কুমার - ৭৯ ম্যাচে ৮৫ উইকেট।

২. যুজবেন্দ্র চাহাল - ৬৯ ম্যাচে ৮৫ উইকেট।

৩. রবিচন্দ্রন অশ্বিন - ৫৯ ম্যাচে ৬৬ উইকেট।

৪. হ্নাদিক পান্ডিয়া - ৭৩ ম্যাচে ৫৪ উইকেট।

৫. অক্ষয় প্যাটেল - ৩২ ম্যাচে ৩১ উইকেট।



ভারতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 


রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহঅধিনায়ক),বিরাট কোহলি,সূর্যকুমার যাদব, রিসভ পন্ত, দীনেশ কার্তিক,দীপক হুদা,হ্নাদিক পান্ডিয়া,যুজবেন্দ্র চাহাল, রবিচন্দন অশ্বিন, মোহাম্মদ শামি, হার্শাল প্যাটেল,অক্ষয় প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অশ্বদ্বীপ সিং।


স্ট্যান্ডবাই : মোহাম্মদ সিরাজ,শ্রেয়াশ আয়ার,রবি বিষ্ণো, শার্দুল ঠাকুর।



আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচি ও নম্বরবন্টন

                                                          


প্রিয় ক্রিকেট ডটকমঃ আসন্ন উচ্চমাধ্যমিক(এইচএসসি) ও সমমান পরীক্ষার রুটিন ও নম্বরবন্টন প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য এবারের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর,২০২২ তারিখে শুরু হবে। এখানে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন ও নম্বরবন্টন তুলে ধরার চেষ্টা করছি।


এইচএসসি পরীক্ষার সময়সূচি ও নম্বরবন্টন 


আগামী মাসের ৬ তারিখে (৬নভেম্বর,২০২২) শুরু হচ্ছে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ও নম্বরবন্টন ইত্যাদি এখানে দেখে নিন।

প্রশ্নের ধরন - সৃজনশীল ও নৈব্যক্তিক 


সময় - ২ ঘন্টা। সৃজনশীল ১ ঘন্টা ৪০ মিনিট ও নৈব্যক্তিক ২০ মিনিট।


পরীক্ষা শুরু : সকাল ১১টা ও দুপুর ২টা।



যেসব বিষয়ের পরীক্ষা হবে 


এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গ্ৰুপ(বিভাগ ভিত্তিক) নৈর্বাচনিক ৩টি বিষয় ও চতুর্থ বিষয় অর্থাৎ ৬টি বিষয় ও ১২টি পত্রের পরীক্ষা নেওয়া হবে।


যেসব বিষয়ের পরীক্ষা হবে না 


এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা হবে না। পূর্ববর্তী পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে এই বিষয়ে নম্বর দেয়া হবে।



প্রশ্নের নম্বরবন্টন 


আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় ব্যবহারিক বিষয় ছাড়া বাকি বিষয়গুলোর প্রশ্নপত্রের পূর্ণমান হবে ৫৫ এবং সৃজনশীল অংশে থাকবে ৪০ নম্বরের প্রশ্ন ও নৈব্যক্তিক অংশে থাকবে ১৫ নম্বরের প্রশ্ন। এছাড়া এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে ৫০ নম্বর ও ইংরেজি দুই পত্রে ৫০ নম্বর করে থাকবে।


ব্যবহারিক পরীক্ষার নম্বরবন্টন 


এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষার নৈব্যক্তিক অংশের জন্য থাকবে ১৫ নম্বরের প্রশ্ন (সময় ২০ মিনিট) ও সৃজনশীল অংশের জন্য থাকবে ৩০ নম্বরের প্রশ্ন (সময় ১ ঘন্টা ৪০ মিনিট)।


আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন 

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন (পিডিএফ) এখানে দেখে নিন।
                                                                 



নিউজিল্যান্ডের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে খুব বেশি চমক নেই। ওপেনার গাপটিল টানা সপ্তমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন।তবে পেসার কাইল জেমিসন টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি। কিউইদের অধিনায়ক হিসেবে এবারও কেন উইলিয়ামসনকে দায়িত্ব দেয়া হয়েছে। এখানে নিউজিল্যান্ডের আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা  করছি।


শীর্ষ ৫ ব্যাটার 


১. মার্টিন গাপটিল - ১২২ ম্যাচে ৩৫৩১ রান।

২. কেন উইলিয়ামসন - ৮০ ম্যাচে ২১৬৬ রান।

৩. গ্লেন ফিলিপস - ৪৮ ম্যাচে ১০৬৫ রান।

৪. ডেভন কনওয়ে - ২৭ ম্যাচে ৯২৭ রান।

৫. ডারেল মিচেল - ৩৫ ম্যাচে ৬৫৭ রান।




শীর্ষ ৫ বোলার 


১. টিম সাউদি - ৯৯ ম্যাচে ১২১ উইকেট।

২. ইশ সোধি - ৮০ ম্যাচে ১০২ উইকেট।

৩. মিশেল স্যান্টনার - ৭৩ ম্যাচে ৮০ উইকেট।

৪. ট্রেন্ট বোল্ট - ৪৯ ম্যাচে ৬৬ উইকেট।

৫. লুক ফার্গুসন - ২১ ম্যাচে ৩২ উইকেট।


কিউই টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 


কেন উইলিয়ামসন(অধিনায়ক), মার্টিন গাপটিল,টিম সাউদি,ইশ সোধি,গ্লেন ফিলিপস,মিশেল স্যান্টনার,ডারেল মিচেল,জিমি নিশাম,এডাম মিলনে,লুক  ফার্গুসন,ডেভন কনওয়ে,মাইকেল ব্রেসওয়েল,মার্ক চাপম্যান,ট্রেন্ট বোল্ট,ফিন এলেন।



সাম্প্রতিক চাকরির খবর

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারের কিছু বাছাইকরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এখানে তুলে ধরা হলো।



ডিএমটিসিএলে নিয়োগ 


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর অধীনে ঢাকা মেট্রোরেলে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


পদ : সহকারী ব্যবস্থাপক (রাজস্ব), সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং),ট্রেন অপারেটর, কাষ্টমার রিলেশন অ্যাসিষ্ট্যান্ট প্রভৃতি পদ।


পদ সংখ্যা : ৩৩০ 


যোগ্যতা : পদভেদে এইচএসসি পাস থেকে স্মাতকোত্তর ডিগ্ৰি।


বয়স : প্রার্থীদের বয়স  ২৫ মার্চ ২০২০ তারিখে  ১৮ থেকে ৩০ বছর হতে হবে।তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।


বেতনস্কেল : পদভেদে ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড  কোম্পানির বেতনস্কেল অনুযায়ী ।


আবেদন প্রক্রিয়া : ডাকযোগে ।‌ এই ওয়েবসাইট (www.dmtcl.gov.bd) থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন।


আবেদন ফি : পদভেদে ৫০০ টাকা - ১০০০টাকা।


আবেদনের শেষ তারিখ : ৩১ অক্টোবর,২০২২ ।


সূত্র : বাংলা ট্রিবিউন 




ব্র্যাকে নিয়োগ 


দেশের শীর্ষস্থানীয় এনজিও ব্র্যাকে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদ : ম্যানেজমেন্ট ট্রেইনি ( মাইক্রোফাইন্যান্স) 


পদ সংখ্যা : অনির্দিষ্ট 


যোগ্যতা : স্মাতক ডিগ্রি।


বেতন : আলোচনা সাপেক্ষে।


কর্মক্ষেত্র : বাংলাদেশের যেকোন স্থান।


আবেদন প্রক্রিয়া : অনলাইন ( ভিজিট https://brac.net/jobs/management-trainee-microfinance-646)।


আবেদনের শেষ তারিখ : ২২ অক্টোবর,২০২২।


সূত্র : বিডিজবস ডটকম।

স্কটল্যান্ডের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                              


প্রিয় ক্রিকেট ডটকমঃ আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের তুলনামূলকভাবে দুর্বল টিমগুলোর মধ্যে স্কটল্যান্ড অন্যতম।যদিও স্কটল্যান্ড টিমে রিচি বেরিংটন,সাফোয়ান শেরিফসহ বেশকজন মেধাবী টিটুয়েন্টি প্লেয়ার রয়েছেন। এখানে স্কটল্যান্ডের আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরা হলো।


শীর্ষ ৫ ব্যাটার 


১. রিচি বেরিংটন  - ৭৬ ম্যাচে ১৭১৮ রান।

২. জর্জ মানশি - ৫৩ ম্যাচে ১৩১৭ রান।

৩. ক্যালাম ম্যাকলিড - ৬১ ম্যাচে ১১৯০ রান।

৪. ম্যাথু ক্রস - ৫৮ ম্যাচে ৯৬১ রান।

৫. মিখায়েল লিকস - ৪৫ ম্যাচে ৪৫৪ রান। 



শীর্ষ ৫ বোলার 



১. সাফোয়ান শেরিফ - ৫৪ ম্যাচে ৬১ উইকেট।

২. মার্ক ওয়াট - ৪৯ ম্যাচে ৫৭ উইকেট।

৩. জস ডেভি - ২৮ ম্যাচে ৩৪ উইকেট।

৪. রিচি বেরিংটন - ৭৬ ম্যাচে ২৮ উইকেট।

৫. মিখায়েল লিকস - ৪৬ ম্যাচে ২৬ উইকেট।



স্কটল্যান্ডের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 


রিচার্ড বেরিংটন (অধিনায়ক),জর্জ মানশি,ব্রেডলি উইল,ক্রিস সোল, মিখায়েল লিকস,ক্রিস গ্ৰেভস,সাফোয়ান শেরিফ,জস ডেভি,ম্যাথু ক্রস,ক্যালাম ম্যাকলিড,হামজা তাহির,মার্ক ওয়াট,ব্রেন্ডন ম্যাকমুলেন,ক্রেইগ ওয়ালেশ,মাইকেল জোন্স।

সংযুক্ত আরব আমিরাতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                              


প্রিয় ক্রিকেট ডটকমঃ সংযুক্ত আরব আমিরাত এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের অন্যতম টিম। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এখানে সংযুক্ত আরব আমিরাতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের পরিসংখ্যান তুলে ধরা হলো।


শীর্ষ ৫ ব্যাটার 


১. চিরাগ সুরি - ২৯ ম্যাচে ৭৯১ রান।

২. মোহাম্মদ ওয়াসিম - ১৭ ম্যাচে ৬৫০ রান।

৩. ভ্রিটা অরবিন্দ - ২২ ম্যাচে ৪৮৮ রান।

৪. বাসিল হামিদ - ২১ ম্যাচে ২৫৪ রান।

৫. চানডাঙ্গাপল  রিজওয়ান - ১২ ম্যাচে ২১৮ রান।


শীর্ষ ৫ বোলার 


১. আহমেদ রাজা - ৫১ ম্যাচে ৬৩ উইকেট।

২. জহুর খান - ৩৪ ম্যাচে ৫৯ উইকেট।

৩. বাসিল হামিদ - ২৫ ম্যাচে ৩০ উইকেট।

৪. জোনায়েদ সিদ্দিক - ১৯ ম্যাচে ৩০ উইকেট।

৫. কাসিফ দাউদ - ১৯ ম্যাচে ১৬ উইকেট।


সংযুক্ত আরব আমিরাতের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড


চানডাঙ্গাপল রিজওয়ান (অধিনায়ক),ভ্রিটা অরবিন্দ,চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম,বাসিল হামিদ,আরিয়ান লাকরা,জাওয়ার ফরিদ,কাসিফ দাউদ,কার্তিক মাহাপান,জহুর খান,জোনায়েদ সিদ্দিক,আইয়ান খান,আলিসান শারাফু,সাবিদ আলী, আহমেদ রাজা।

স্ট্যান্ডবাই : সুলতান আহমেদ,ফায়াদ নওয়াজ,বিষ্ণু সুকুমারান,আদিত্য শেটি,সঞ্চিত শর্মা।



নামিবিয়ার টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                                




প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য নামিবিয়ার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নামিবিয়া তুলনামূলকভাবে কিছুটা দুর্বল টিম হলেও দলটিতে   ডেভিড উইজি,গেরাড ইরাসমাস,জে জে স্মিটের মতো মেধাবী টিটুয়েন্টি প্লেয়াররা রয়েছেন। এখানে নামিবিয়ার ২০২২ টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরা হলো।


শীর্ষ ৫ ব্যাটার 


১. গেরাড ইরাসমাস - ৩৮ ম্যাচে ৯২৭ রান।

২.ক্রেইগ উইলিয়ামস - ৩৫ ম্যাচে ৮০৫ রান।

৩. স্টিফেন বার্ড - ২৫ ম্যাচে ৬৬৫ রান ।

৪. জে জে স্মিট - ২৯ ম্যাচে ৫২৫ রান।

৫. ডেভিড উইজি - ১৬ ম্যাচে ২৯৫ রান।


শীর্ষ ৫ বোলার 


১. জেন ফ্রাইলিংক - ৩৫ ম্যাচে ৫১ উইকেট।

২. বার্নাড স্কলজ - ৩৫ ম্যাচে ৩৯ উইকেট।

৩. জে জে স্মিট - ২৯ ম্যাচে ৩১ উইকেট।

৪. গেরাড ইরাসমাস - ৩৮ ম্যাচে ১৯ উইকেট।

৫. বেন শিকংগো  - ১৯ ম্যাচে ১৪ উইকেট।





নামিবিয়ার টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 


গেরাড ইরাসমাস (অধিনায়ক),জে জে স্মিট,স্টিফেন বার্ড,ডিভান লা কক,নিকোল লপটি ইটন,জেন ফ্রাইলিংক,ডেভিড উইজি,রোবেন ট্রাম্পেলম্যান, কার্ল বির্কেনস্টক,জেন গ্ৰিন,বার্নাড স্কলজ,লোহান লরেঞ্চ,হিলায়ো ইয়াফ্রান্স,টাঙ্গেনি লাঙ্গামেনি, মিখায়েল ভান লিংগেন,বেন শিকংগো।

২০২২ সিপিএলের সেরা পারফরমার

                                                              
                                          ছবি: জামাইকা তালাওয়াশ


প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের(২০২২) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতেছে জামাইকা তালাওয়াশ। গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত (১ অক্টোবর) ফাইনালে জামাইকা তালাওয়াশ বার্বাডোজ রয়ালসকে ৮ উইকেটে হারিয়ে এবারের সিপিএলে চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য এর আগে জামাইকা তালাওয়াশ আরও দু'বার (২০১৩ ও ২০১৬ )সিপিএলের শিরোপা জয় করে। এখানে সদ্যসমাপ্ত সিপিএলের সেরা পারফরমারদের (শীর্ষ ৫ ব্যাটার ও শীর্ষ ৫ বোলার)  পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করছি।


২০২২ সিপিএলের শীর্ষ ৫ ব্যাটার 


২০২২ সিপিএলের শীর্ষ ৫ ব্যাটারের (সর্বোচ্চ রানকারী) পরিসংখ্যান দেখে নিন।


১. ব্রেন্ডন কিং (জামাইকা তালাওয়াশ) 

১২ ম্যাচে  ৪২২ রান।


২.কাইল মায়ের্স (বার্বাডোজ রয়ালস) 

১২ ম্যাচে ৩৬৬ রান ।


৩. জনসন চালর্স (সেন্ট লুসিয়া কিংস) 

৯ ম্যাচে ৩৪৫ রান।


৪. ফাফ ডু প্লেসিস ( সেন্ট লুসিয়া কিংস) 

৯ ম্যাচে ৩৩২ রান।


৫. রভম্যান পাওয়েল ( জামাইকা তালাওয়াশ)

১২ ম্যাচে ২৮১ রান।




২০২২ সিপিএলের শীর্ষ ৫ বোলার 


সদ্যসমাপ্ত ২০২২ সিপিএলের শীর্ষ ৫ বোলারের(সর্বোচ্চ উইকেট শিকারি) পরিসংখ্যান দেখে নিন।


১. আলজারি জোসেফ (সেন্ট লুসিয়া কিংস) 

১১ ম্যাচে ১৮ উইকেট।


২. জেসন হোল্ডার (বার্বাডোজ রয়ালস) 

১২ ম্যাচে ১৭ উইকেট।


৩. ইমাদ ওয়াসিম (জামাইকা তালাওয়াশ) 

১৩ ম্যাচে ১৭ উইকেট।


৪. মোহাম্মদ আমির ( জামাইকা তালাওয়াশ) 

১২ ম্যাচে ১৬ উইকেট।


৫. ওবেদ ম্যাকয় (বার্বাডোজ রয়ালস) 

১১ ম্যাচে ১৫ উইকেট।



আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা পেস অ্যাটাক

                                                               
                                              ছবি: মুস্তাফিজুর রহমান


প্রিয় ক্রিকেট ডটকমঃ এসে গেছে আরেকটি টিটুয়েন্টি বিশ্বকাপ। এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপ এ মাসের ১৬ তারিখে (১৬ অক্টোবর) শুরু হবে । আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপে পেসাররা বিশেষ ভূমিকা পালন করতে পারেন।কারণ ধারণা করা হচ্ছে এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের (অষ্ট্রেলিয়া) উইকেট পেসারদের কিছু বাড়তি সুবিধা দিতে পারে। যদিও স্মরণযোগ্য যে আইসিসির ইভেন্টগুলোতে স্পোটিং উইকেট তৈরির চেষ্টা থাকে। আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা পেস অ্যাটাক নিয়ে একটি বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছি।


টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা পেস অ্যাটাক 


সাম্প্রতিক আন্তর্জাতিক টিটুয়েন্টি পরিসংখ্যান এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্স ইত্যাদি বিবেচনায়  এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ৮টি পেস অ্যাটাককে সেরা হিসেবে ধরা যায়। এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা ৮ পেস অ্যাটাকের তালিকায় যথাক্রমে দক্ষিণ আফ্রিকা,অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড,ভারত, পাকিস্তান,ওয়েষ্ট ইন্ডিজ ও বাংলাদেশের পেস অ্যাটাককে রাখতে হচ্ছে।  আসুন আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা ৮ পেস অ্যাটাকের ভেতর বাহির দেখে নিই।



দক্ষিণ আফ্রিকা 


দক্ষিণ আফ্রিকা নিঃসন্দেহে এই সময়ের সেরা পেস অ্যাটাকের অধিকারী।আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপেও দলটি যথারীতি সেরা পেস অ্যাটাক নিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাকের নেতৃত্বে রয়েছেন কাগিছো রাবাদা(৪৯টি টি২০ ম্যাচে ৫৪ উইকেট শিকারি)। এছাড়া প্রোটিয়াদের পেস অ্যাটাকে আরও রয়েছেন এনরিক নরকিয়া,লোঙ্গি এনগিদি,ওয়েন পার্নেল যারা এই সময়ের শীর্ষ টিটুয়েন্টি বোলার।



অষ্ট্রেলিয়া 


অষ্ট্রেলিয়ার পেস অ্যাটাক যথারীতি এই টিটুয়েন্টি বিশ্বকাপেও যথেষ্ট শক্তিশালী দেখাচ্ছে। এছাড়া স্বাগতিক দেশ হিসেবে অজি পেসাররা এমনিতেই কিছু বাড়তি সুবিধা পাবেন এটি আগাম ধারণা করা যায়। আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে অষ্ট্রেলিয়ার পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মিশেল স্ট্রার্ক( ৫৩টি টি২০ ম্যাচে ৬৯ উইকেট শিকারি)। সেইসাথে অজিদের পেস অ্যাটাকে প্যাট কামিন্স,জস হার্জেলউড,কেইন রিচার্ডসনের মতো বিশ্বসেরা পেসাররা রয়েছেন।



নিউজিল্যান্ড 


আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা পেস অ্যাটাকগুলোর মধ্যে নিউজিল্যান্ডের পেস অ্যাটাক অন্যতম। এছাড়া কন্ডিশন(অষ্ট্রেলিয়া) বিবেচনায় নিউজিল্যান্ডের পেসাররা এবার কিছু বাড়তি সুবিধা পেতে পারেন।অভিজ্ঞ বোলার টিম সাউদি (৯৬টি টি২০ ম্যাচে ১১৫ উইকেট শিকারি) এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে কিউই পেস অ্যাটাকের নেতৃত্বে থাকবেন। এছাড়া কিউইদের  পেস অ্যাটাকে ট্রেন্ট বোল্ট,এডাম মিলনে,লুক ফার্গুসনের  মতো বিশ্বসেরা টিটুয়েন্টি পেসাররা রয়েছেন।


ইংল্যান্ড 



এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা পেস অ্যাটাক ইংল্যান্ডের। এবং ইংল্যান্ডের পেস অ্যাটাকের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ বোলার ক্রিস জর্ডান(৮১টি টি২০ ম্যাচে ৯০ উইকেট শিকারি)। এছাড়া ইংলিশদের পেস অ্যাটাকে বেন স্টোকস,ক্রিস ওকস,মার্ক উড,সাম কারেনের মতো সেরা পেসাররা রয়েছেন। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বলা যায় আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের পেসাররা প্রতিপক্ষ ব্যাটারদের ভালো পরীক্ষা নেবেন।



ভারত 



ভারতের পেস অ্যাটাকে যদিও  এবার জাসপ্রিত বুমরা নেই তবু সাম্প্রতিক টিটুয়েন্টি পরিসংখ্যান ও আইপিএলের রেকর্ড বিবেচনায় দলটির পেস অ্যাটাককে সেরার তালিকায় রাখতে হচ্ছে। এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ভারতের পেস অ্যাটাকের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমার (৭৯টি টি২০ ম্যাচে ৮৫উইকেট শিকারি)। সেই সাথে ভারতের আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে হার্শাল প্যাটেল,হ্নাদিক পান্ডিয়া,অশ্বদীপ সিংয়ের মতো বিশ্বসেরা টিটুয়েন্টি পেসাররা রয়েছেন।




পাকিস্তান 



বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে পাকিস্তানের পেস অ্যাটাক বরাবরই শক্তিশালী হয়ে থাকে এবং এবারো এর ব্যতয় হয়নি। যদিও পাকিস্তানের পেস অ্যাটাকে এবার অভিজ্ঞ শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি অনুপস্থিত।আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পেস অ্যাটাকের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ বোলার হারিস রউফ(৪৯টি টি২০ ম্যাচে ৬২ উইকেট শিকারি)। এছাড়া পাকদের এবারের  টিটুয়েন্টি বিশ্বকাপ পেস অ্যাটাকে মোঃ হাসনাইন,নাসিম শাহ, মোঃ ওয়াসিম জুনিয়রের মতো মেধাবী পেসাররা রয়েছেন।



ওয়েষ্ট ইন্ডিজ 



ওয়েষ্ট ইন্ডিজ এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা পেস অ্যাটাকসমৃদ্ধ টিম। এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজ পেসাররা চমক দেখাতে পারেন।অষ্ট্রেলিয়ার উইকেটে উইন্ডিজ পেসাররা এবার দারুণ কার্যকর হয়ে উঠতে পারেন। বাঁহাতি সীমার শেলডন কটরেল (৪২টি টি২০ ম্যাচে ৫০ উইকেট শিকারি) আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজ পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন । এছাড়াও উইন্ডিজ পেস অ্যাটাকে এবার জেসন হোল্ডার,আলজারি জোসেফ,ওবেদ ম্যাকয়,ওডিয়ান স্মিথের মতো বিশ্বসেরা টিটুয়েন্টি পেসাররা রয়েছেন।


বাংলাদেশ 



আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেট ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশের পেস অ্যাটাককেও এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা পেস অ্যাটাকের তালিকায় রাখতে হচ্ছে।বিশেষত বর্তমান আন্তর্জাতিক টিটুয়েন্টি পরিসংখ্যান বিবেচনায় বিশ্বের অন্যতম সেরা টিটুয়েন্টি পেসার মুস্তাফিজুর রহমান(৭৩টি টি২০ ম্যাচে ৯৪ উইকেট শিকারি) এবার বাংলাদেশের পেস অ্যাটাককের নেতৃত্ব দেবেন। সেইসাথে বাংলাদেশের পেস অ্যাটাকে তাসকিন আহমেদ,ইবাদত হোসেন, মোঃ সাইফুদ্দিন, হাসান মাহমুদের মতো চৌকস পেসাররা রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের পেস অ্যাটাক এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে চমক দেখাতে পারে।



আয়ারল্যান্ডের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                              


প্রিয় ক্রিকেট ডটকম : আয়ারল্যান্ড এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের অন্যতম শীর্ষ টিম। কারণ টিটুয়েন্টি ক্রিকেটে বরাবরই দলটি শক্তিশালী প্রতিপক্ষ। এছাড়া আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের উইকেট বিবেচনায়ও আয়ারল্যান্ডকে  এগিয়ে রাখতে হবে। এখানে আয়ারল্যান্ডের আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরা হলো।



শীর্ষ ৫ ব্যাটার 


১. পল স্টারলিং -১১৪ ম্যাচে ৩০১১ রান।

২. এন্ডু বালর্বীর্নী - ৭৯ ম্যাচে ১৬৫৭ রান।

৩. হ্যারি টেক্টর - ৪৪ ম্যাচে ৭৬৮ রান।

৪. গ্যারেথ ডিলানি - ৪৯ ম্যাচে ৭৩৩ রান।

৫. জর্জ ডকরেল - ১০৫ ম্যাচে ৬৯৫ রান।




শীর্ষ ৫ বোলার 


১. জর্জ ডকরেল - ১০৫ ম্যাচে ৮০ উইকেট।

২. মার্ক এডাইর  -  ৫১ ম্যাচে ৭২ উইকেট।

৩. ক্রে ইয়ং   - ৫৩ ম্যাচে ৫৫ উইকেট।

৪. জস লিটল - ৪৬ ম্যাচে ৫১ উইকেট।

৫. সিমি সিং   - ৪৯ ম্যাচে ৪১ উইকেট।


আয়ারল্যান্ডের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 


এন্ডু বালর্বীর্নী (অধিনায়ক),পল স্টারলিং,মার্ক এডাইর,গ্যারেথ ডিলানি,কার্টিস কেম্পার,জর্জ ডকরেল,স্টিফেন ডোহেনি,জস লিটল,ফিয়ন হ্যান্ড,বেরি ম্যাকার্থী,কনর ওলফার্ট,সিমি সিং,হ্যারি টেক্টর,লরকান ট্যাকার,ক্রে ইয়ং।

নেদারল্যান্ডসের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                               


প্রিয় ক্রিকেট ডটকম: আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যে সবগুলো টিমই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডসও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।  ধারণা করা হচ্ছে ( অষ্ট্রেলিয়ার উইকেটে) এবারের টিটুয়েন্টি বিশ্বকাপ আসরে দলটি  চমক দেখাতে পারে। এখানে নেদারল্যান্ডসের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরা হলো।



শীর্ষ ৫ ব্যাটার 


১. ম্যাক্স ওডুয়াড - ৫০ ম্যাচ ১৩৪৭ রান।

২. স্টিফেন মাইবার্গ - ৪২ ম্যাচে ৮৬৪ রান।

৩. টম কুপার - ২৫ ম্যাচে ৫৫২ রান।

৪. স্কট এডওয়ার্ডস - ৪৩ ম্যাচে ৫২৩ রান।

৫. বাচ ডি লিডি - ২৩ ম্যাচে ৫১৭ রান।




শীর্ষ ৫ বোলার 


১. পল ভান মিকিরিন - ৫০ ম্যাচে ৫৩ উইকেট।

২. টিম ভান ভার গাগটেন    -   ৪০ ম্যাচে ৪১ উইকেট।

৩. রলফ ভান ডার মেরউই - ৩৩ ম্যাচে ৪০ উইকেট।

৪. ফ্রেডরিক ক্লাসেন - ২৯ ম্যাচে ৩২ উইকেট।

৫. ব্রেন্ডন গ্লবার - ২১ ম্যাচে ৩০ উইকেট।





নেদারল্যান্ডসের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 


স্কট এডওয়ার্ডস (অধিনায়ক),কলিন একারম্যান,লঘান ভান বিক,সিরাজ আহমেদ,টম কুপার,ব্রেন্ডন গ্লবার,ফ্রেডরিক ক্লাসেন,টিম ভান ভার গাগটেন,বাচ ডি লিডি,রলফ ভান ভার মেরউই,পল ভান মিকিরিন,স্টিফেন মাইবার্গ,ম্যাক্স ওডুয়াড,টেজা নিদামানুরু,টিম প্রিঙ্গল,বিক্রম সিং।


জিম্বাবুয়ের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের উইকেট (অষ্ট্রেলিয়ার) বিবেচনায় জিম্বাবুয়েকে  কিছুটা এগিয়ে রাখতে হচ্ছে। এখানে জিম্বাবুয়ের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরা হলো।



শীর্ষ ৫ ব্যাটার 


১. শেন উইলিয়ামস - ৫৮ ম্যাচে ১২৭৪ রান।

২. সিকান্দার রাজা -  ১০৪০ রান।

৩. ক্রেইগ আরভিন - ৪৯ ম্যাচে ১০২০ রান।

৪. ওয়েসলি মেধেভেরে - ৩৬ ম্যাচে ৭৯৫ রান।

৫. রায়ান বার্লে - ৪৭ ম্যাচে ৭২৮ রান।




শীর্ষ ৫ বোলার 


১. লুক জোঙ্গি - ৩৮ ম্যাচে ৪৮ উইকেট।

২. টেন্ডাই চাতারা - ৪০ ম্যাচে ৪৭ উইকেট।

৩. শেন উইলিয়ামস - ৫৮ ম্যাচে ৩৮ উইকেট।

৪. রায়ান বার্লে - ৪৭ ম্যাচে ৩২ উইকেট।

৫. ওয়েলিংটন মাসাকাদজা - ৩৫ ম্যাচে ৩১ উইকেট।





জিম্বাবুয়ের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 


ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্লে,ওয়েসলি মেধেভেরে,রেগিছ চাকাভা, সিকান্দার রাজা,টেন্ডাই চাতারা,শেন উইলিয়ামস,ব্রাডলি ইভান্স,লুক জোঙ্গি, ক্লাইভ মেডান্ডে, ওয়েলিংটন মাসাকাদজা,ব্লেজিং মুজারাবানি,রিচার্ড এঙ্গারাবা,মিল্টন সোম্বা,টনি মুনোঙ্গা।

স্ট্যান্ডবাই : টানাকা চিবাঙ্গা,ইনোসেন্ট কায়া,কেভিন কাসুভা,টেডিআনসে মারুমানি,ভিক্টর নায়াউচি।



শ্রীলঙ্কার টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। লংকানদের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে খুব বেশি চমক নেই। লংকানরা এবার প্রত্যাশিত স্কোয়াড নিয়েই বিশ্বকাপে যাচ্ছে। এখানে শ্রীলঙ্কার টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করছি।


শীর্ষ ৫ ব্যাটার 


১. দাসুন শানাকা - ৭৪ ম্যাচে ১১২৬ রান।

২.দীনেশ চান্দিমাল - ৬৮ ম্যাচে ১০৬২ রান।

৩. কুশল মেন্ডিস - ৪১ ম্যাচে ৮৩৬ রান।

৪. পাতুন নিশাঙ্কা - ২৯ ম্যাচে ৮০১ রান।

৫. ধানুশকা গুনাতিলকে - ৪৫ ম্যাচে ৭৪১ রান।



শীর্ষ ৫ বোলার 


১. ওয়ানিন্দু হাসারাঙ্গা - ৪৪ ম্যাচে ৭১ উইকেট।

২. দুশমন্ত চামিরা - ৫০ ম্যাচে ৪৮ উইকেট।

৩. লাহিরু কুমারা - ১৯ ম্যাচে ২৩ উইকেট।

৪. মাহিশ থিকসানা - ২৪ ম্যাচে ২২ উইকেট।

৫. দাশুন শানাকা - ৭৪ ম্যাচে ২০ উইকেট।




শ্রীলঙ্কার টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 


দাশুন শানাকা (অধিনায়ক), ধানুশকা গুণাতিলকে,কুশল মেন্ডিস,পাতুন নিশাঙ্কা,ভানুকা রাজাপাকসে,চারিথ আসালাঙ্কা,ওয়ানিন্দু হাসারাঙ্গা,ধনঞ্জয়া ডি সিলভা,মাহিশ থিকসানা,জেফরি ভেন্ডারসে,চামিকা করুণারত্নে,দুশমন্ত চামিরা,লাহিরু কুমারা,প্রমোদ মাধুশান, দিলশান মাধুশঙ্কা।


স্ট্যান্ডবাই : আশিন বান্দারা,প্রবীণ জয়াবিক্রমা,দীনেশ চান্দিমাল,নুয়ানিন্দু ফার্নান্দো।




পাকিস্তানের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। পেসার শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র পাকিস্তানের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন। এছাড়া ফখর জামান , মোহাম্মদ হারিস ও শাহনেওয়াজ ধাহানী রয়েছেন স্ট্যান্ডবাই । এছাড়া শান মাসুদ মূল স্কোয়াডে ফিরেছেন। এখানে পাকিস্তানের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরছি।



শীর্ষ ৫ ব্যাটার 

১. বাবর আজম - ৮৬ ম্যাচে ৩০৩৫ রান।

২. মোঃ রিজওয়ান - ৬৭ ম্যাচে ২২৫৮ রান।

৩. ফখর জামান - ৭১ ম্যাচে ১৩৪৯ রান।

৪. আসীফ আলী - ৪৮ ম্যাচে ৫০৩ রান।

৫. ইফতেখার আহমেদ - ৩০ ম্যাচে ৪৫৬ রান।



শীর্ষ ৫ বোলার 

১.শাদাব খান - ৭১ ম্যাচে ৮৪ উইকেট।

২. হারিস রউফ - ৪৬ ম্যাচে ৫৮ উইকেট।

৩. শাহিন শাহ আফ্রিদি - ৪০ ম্যাচে ৪৭ উইকেট।

৪. মোহাম্মদ নেওয়াজ - ৪২ ম্যাচে ৩৮ উইকেট।

৫. উসমান কাদির - ২৩ ম্যাচে ২৯ উইকেট।


পাকিস্তানের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড


বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), মোঃ রিজওয়ান, হায়দার আলী, আসিফ আলী,হারিস রউফ,খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র,শান মাসুদ,উসমান কাদির, শাহিন শাহ আফ্রিদি।


রিজার্ভ : ফখর জামান,মোহাম্মদ হারিস, শাহনেওয়াজ ধাহানী।