প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি সাকিব আল হাসান এশিয়া কাপের প্রথম ম্যাচে নিজের শততম আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ফেললেন। উল্লেখ্য এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিব শততম আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়েন।এর আগে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে একশ ম্যাচ খেলার রেকর্ড গড়েন।
সাকিবের আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্যারিয়ার
আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। উল্লেখ্য সাকিব বাংলাদেশের হয়ে ইতোমধ্যে ১০১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২,০৪৫রান করেছেন। টিটুয়েন্টির আন্তর্জাতিক সংস্করণে সাকিবের সেরা ইনিংস ৮৪ রান। এছাড়া আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এই অলরাউন্ডারের ১০টি ফিফটিও রয়েছে। আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি চার (২০৬) মেরেছেন সাকিব।বল হাতে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ( ম্যাচে ১বার ৫উইকেটসহ)সাকিব ইতোমধ্যে ১২২টি উইকেট নিয়েছেন যা আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এই মুহূর্তে কোন বোলারের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।
বাংলাদেশের হয়ে যারা একশটির বেশি টিটুয়েন্টি খেলেছেন
সম্প্রতি সাকিব আল হাসান আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে নিজের একশ ম্যাচ খেলার রেকর্ড গড়েন।এবারের এশিয়া কাপে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে সাকিব একশ ম্যাচ খেলার রেকর্ড গড়েন। উল্লেখ্য এরফলে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে একশ ম্যাচ খেলা ক্রিকেটারের সংখ্যা এখন তিন। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে একশ বা এর বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন