WHAT'S NEW?
Loading...

আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও অন্যান্য

                                                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ আগামী ১৬ অক্টোবর ২০২২ তারিখে এবারের আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। এছাড়া আগামী ১৩ নভেম্বর এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।  ইতোমধ্যে সবগুলো টিম আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ অষ্ট্রেলিয়া। ইতোমধ্যে বিশ্বকাপের ভেন্যু ও ম্যাচসূচি প্রকাশ করা হয়েছে। এখানে আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু ও ম্যাচসূচি তুলে ধরা হলো।


টিটুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু 


এবারের আইসিসি টিটুয়েন্টি বিশ্বকাপ আগামী ১৬ অক্টোবর শুরু হবে। এবং ১৩ নভেম্বর এবারের আইসিসি টিটুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য এবারের আইসিসি টিটুয়েন্টি বিশ্বকাপে মোট ১৬টি দেশ অংশগ্রহণ করবে এবং টিটুয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো অষ্ট্রেলিয়ার ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু তালিকা দেখে নিন।


১. সিডনি ক্রিকেট গ্রাউন্ড 

২. মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড 

৩. অ্যাডিলেড ওভাল 

৪. পার্থ স্টেডিয়াম 

৫.ব্রিজবেনের  দ্য গ্যাবা 

৬. হোবার্টের বেলেরিভ ওভাল

৭. কার্দিনিয়া পার্ক 


টিটুয়েন্টি বিশ্বকাপে কোন গ্ৰুপে কে 


আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬টি দেশ চূড়ান্ত হয়েছে। উল্লেখ্য বাংলাদেশসহ ৮টি দেশ সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে । এছাড়া টিটুয়েন্টি বিশ্বকাপের গ্ৰুপও নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে প্রথম পর্বে  ৮টি দেশ খেলবে এবং সেখান থেকে ৪টি দেশ সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে। আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে কোন দেশ কোন গ্ৰুপে সেই তালিকা এখানে তুলে ধরছি।

প্রথম পর্ব : গ্ৰুপ এ - শ্রীলঙ্কা, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস।


প্রথম পর্ব : গ্ৰুপ বি - ওয়েষ্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড,স্কটল্যান্ড।


সুপার টুয়েলভ : গ্ৰুপ ১ - অষ্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, নিউজিল্যান্ড, গ্ৰুপ এ-১,গ্ৰুপ বি-২।


সুপার টুয়েলভ: গ্ৰুপ ২: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা,গ্ৰুপ বি-১,গ্ৰুপ এ-২।



টিটুয়েন্টি বিশ্বকাপের ম্যাচসূচি 


আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে মোট ১৬টি দেশ অংশ নেবে। ইতোমধ্যে আইসিসি আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের  সূচিও প্রকাশ করেছে। আগামী ১৬ অক্টোবর এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের খেলা শুরু হবে। এছাড়া এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা আগামী ২২ অক্টোবর শুরু হবে। এখানে আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ম্যাচসূচি তুলে ধরা হলো।