প্রিয় ক্রিকেট ডটকমঃ অনেকটা আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্ৰ্যান্ডহোম।ঘন ঘন ইনজুরির কারণে বার বার সমস্যায় পড়ছিলেন গ্ৰ্যান্ডহোম আর এরফলে শেষপর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন এই কিউই অলরাউন্ডার।কলিন ডি গ্ৰ্যান্ডহোমের ক্যারিয়ারের বিভিন্ন তথ্য এখানে তুলে ধরছি।
টেস্ট ক্যারিয়ার
২৯ টেস্ট ১৪৩২ রান।২টি সেঞ্চুরি ও ৮টি হাফসেঞ্চুরি। বল হাতে ৪৯টি উইকেট নিয়েছেন।
ওয়ানডে ক্যারিয়ার
৪৫ ম্যাচে ৭৪২ রান।৪টি হাফসেঞ্চুরি রয়েছে।বল হাতে ৩০টি উইকেট নিয়েছেন।
টিটুয়েন্টি ক্যারিয়ার
৪১ ম্যাচে ৫০৩ রান। ৩টি হাফসেঞ্চুরি। বল হাতে ১২টি উইকেট নিয়েছেন।
ফাষ্টক্লাস ক্যারিয়ার
ইতোমধ্যে ১২৬টি ফাষ্টক্লাস ম্যাচ খেলে ৬,৫৯২ রান করেছেন।১৫টি সেঞ্চুরি ও ৩৬টি হাফসেঞ্চুরি রয়েছে।বল হাতে নিয়েছেন ২০৫টি উইকেট।
অজানা তথ্য
কলিন ডি গ্ৰ্যান্ডহোম সম্পর্কে কিছু অজানা তথ্য এখানে তুলে ধরা হলো।
জন্ম ও শৈশব
কলিন ডি গ্ৰ্যান্ডহোম জিম্বাবুয়ের হারারেতে জন্মগ্ৰহন করেন। তবে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে নিউজিল্যান্ডের হয়ে।
জিম্বাবুয়ের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট
কলিন ডি গ্ৰ্যান্ডহোম ২০০৪ সালে জিম্বাবুয়ের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন।
২০০৬ সালে নিউজিল্যান্ডে গমন
কলিন ডি গ্ৰ্যান্ডহোম ২০০৬ নিউজিল্যান্ডে চলে যান এবং সেখানে ক্লাব ক্রিকেটে খেলা শুরু করেন।
নিউজিল্যান্ডের ইমার্জিং টিমে ডাক
নিউজিল্যান্ডের ডমেষ্টিক ক্রিকেটে ধারাবাহিক দারুণ পারফরম্যান্সের জন্য ২০০৯ সালে গ্ৰ্যান্ডহোম অষ্ট্রেলিয়া সফরের কিউই ইমার্জিং টিমে ডাক পান ।
জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক
২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কলিন ডি গ্ৰ্যান্ডহোমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন