ওয়েস্ট ইন্ডিজের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
প্রিয় ক্রিকেট ডটকমঃ আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েষ্ট ইন্ডিজের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে । এবং এবার উইন্ডিজদের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে তরুণ পারফরমারদের প্রাধান্য দেয়া হয়েছে।অভিজ্ঞ প্লেয়ারদের অনেকেই এবার উইন্ডিজ স্কোয়াডে নেই। আন্দ্রে রাসেল, ফেবিয়ান এলেন, কিমো পল,ওশানে থমাস,সুনীল নারাইনের মতো অভিজ্ঞ টিটুয়েন্টি পারফরমাররা এবার বাদ পড়েছেন। এখানে ওয়েষ্ট ইন্ডিজের ২০২২ টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরছি।
শীর্ষ ৫ ব্যাটার
১. এভিন লুইস - ৫০ ম্যাচে ১৪২৩ রান।
২. নিকোলাস পুরাণ - ৬৭ ম্যাচে ১৩৯৮ রান।
৩. রভম্যান পাওয়েল - ৫০ ম্যাচে ৮২৬ রান।
৪. শিমরন হেটমায়ার - ৫০ ম্যাচে ৭৯৭ রান।
৫. জনসন চার্লস - ৩৪ ম্যাচে ৭২৪ রান।
শীর্ষ ৫ বোলার
১.শেলডন কটরেল - ৪১ ম্যাচে ৪৮ উইকেট।
২. জেসন হোল্ডার - ৪৪ ম্যাচে ৪৫ উইকেট।
৩. ওবেদ ম্যাকয় - ২৩ ম্যাচে ৩৫ উইকেট।
৪. আকিল হোসেন - ২৮ ম্যাচে ২৩ উইকেট।
৫. ওডিয়ান স্মিথ - ১৯ ম্যাচে ২০ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড
নিকোলাস পুরাণ (অধিনায়ক),রভম্যান পাওয়েল,জনসন চার্লস,ইয়ানিক ক্যারিয়াহ,শিমরন হেটমায়ার,শেলডন কটরেল,আকিল হোসেন, জেসন হোল্ডার,ব্রেন্ডন কিং,আলজারি জোসেফ,এভিন লুইস,কাইল মায়ের্স,রেমন রেইফার,ওডিয়ান স্মিথ,ওবেদ ম্যাকয়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন