WHAT'S NEW?
Loading...

ইংল্যান্ডের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                              



প্রিয় ক্রিকেট ডটকমঃ  আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ড চূড়ান্ত  স্কোয়াড ঘোষণা করেছে ।আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের ইংলিশ স্কোয়াডে কিছু চমক রয়েছে।জেসন রয় ও জোফরা আর্চার টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে নেই। এছাড়া জনি বেয়ারস্টোর ইনজুরির কারণে আলেক্স হেলস টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন। এখানে ইংল্যান্ডের আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও বিশ্বকাপ স্কোয়াডের শীর্ষ  ব্যাটার, বোলারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরছি।


শীর্ষ ব্যাটার 


জস বাটলার - ৯৪ ম্যাচে ২২২৭ রান।

আলেক্স হেলস - ৬৩ ম্যাচে ১৭২৮ রান।

ডেভিড মালান - ৪৫ ম্যাচে ১৪৪৫ রান।

মঈন আলি - ৫৯ ম্যাচে ৮৮২ রান।

বেন স্টোকস - ৩৪ ম্যাচে ৪৪২ রান।


শীর্ষ বোলার 


ক্রিস জর্ডান - ৮১ ম্যাচে ৯০ উইকেট।

আদিল রশিদ - ৮০ ম্যাচে ৮৭ উইকেট।

ডেভিড উইলি - ৩৮ ম্যাচে ৪৪ উইকেট।

মঈন আলি - ৫৯ ম্যাচে ৪০ উইকেট।

মার্ক উড - ২০ ম্যাচে ২৯ উইকেট।


ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড 


জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, আলেক্স হেলস, হ্যারি ব্রুক, স্যাম কারান, ডেভিড মালান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিচ টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড। স্ট্যান্ডবাই : টাইমাল মিলস, লিয়াম ডউসন ও রিচার্ড গ্লিসন।