WHAT'S NEW?
Loading...

অষ্ট্রেলিয়ার টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                              


প্রিয় ক্রিকেট ডটকমঃ আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে অষ্ট্রেলিয়া।অষ্ট্রেলিয়ার আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে চমক রয়েছে। সিঙ্গাপুরের হয়ে খেলা টিম ডেভিড এবারের অষ্ট্রেলিয়ার টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন। উল্লেখ্য আগামী ১৬ অক্টোবর,২০২২ তারিখে এবারের আইসিসি টিটুয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এখানে অষ্ট্রেলিয়ার আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ ব্যাটার ও বোলারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরা হলো।


শীর্ষ ব্যাটার 


অ্যারন ফিন্স - ৯৪ ম্যাচে ২৯০৮ রান।

ডেভিড ওয়ার্নার - ৯১ ম্যাচে ২৬৮৪ রান।

গ্লেন ম্যাক্সওয়েল - ৮৯ ম্যাচে ২০১৮ রান।

স্টিভ স্মিথ          -   ৫৯ ম্যাচে ৯৭১ রান।

ম্যাথু ওয়েড         - ৬৫ ম্যাচে ৯১৬ রান।



শীর্ষ বোলার 


এডাম জাম্পা - ৬৪ ম্যাচে ৭৪ উইকেট।

মিশেল স্টার্ক  - ৫১ ম্যাচে ৬৩ উইকেট।

জস হার্জেলউড - ৩২ ম্যাচে ৪৮ উইকেট।

অ্যাষ্টন অ্যাগার  -   ৪৬ ম্যাচে ৪৭ উইকেট।

প্যাট কামিন্স       -   ৪১ ম্যাচে ৪৫ উইকেট।





অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড 


অ্যারন ফিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, জশ ইংলিশ (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, টিম ডেভিড, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, কেন রিচার্ডসন।