WHAT'S NEW?
Loading...

সাম্প্রতিক চাকরির খবর

                                                             


প্রিয় ক্রিকেট ডটকমঃ ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তিসহ দেশের চাকরির বাজারের নতুন কিছু নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখে নিন।


ফায়ার সার্ভিসে নিয়োগ 

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তুলে ধরা হলো।


পদ : ডুবুরি, নার্সিং এটেনডেন্ট,ফায়ার ফাইটার (পুরুষ)।


পদসংখ্যা : মোট ৫৬৪টি ।


যোগ্যতা : এসএসসি পাস। 


শারীরিক যোগ্যতা : উচ্চতা ( ৫ ফুট ৬ ইঞ্চি)। বুক (৩২ ইঞ্চি)।


বয়স : ১৮-২০বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।


বেতনস্কেল : গ্ৰেগ-১৭।


আবেদন প্রক্রিয়া :  অনলাইন (ভিজিট http://fscd.teletalk.com.bd)।


আবেদন ফি : ৫৬টাকা।


আবেদনের শেষ তারিখ : ফায়ার ফাইটার (২১.০৯.২০২২) ও‌ ডুবুরি, নার্সিং এটেনডেন্ট (২৫.০৯.২০২২)।


সূত্র : প্রথম আলো অনলাইন।
আইএফআইসি ব্যাংকে নিয়োগ 


দেশের সুপরিচিত প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক 'আইএফআইসি ব্যাংক লিমিটেড' এ 'ট্রানজেকশন সার্ভিস অফিসার' পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আইএফআইসি ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখে নিন।


পদ : ট্রানজেকশন সার্ভিস অফিসার 


পদসংখ্যা : অনির্দিষ্ট 


যোগ্যতা : ন্যূনতম স্মাতক ডিগ্রি।


বয়স : সর্বোচ্চ ৩০ বছর।


বেতনস্কেল : ৩০,১৩০ টাকা ও অন্যান্য সুবিধা। এছাড়া ১ বছর প্রবেশন সময়কাল পরে মাসিক বেতন ৪১,৭৭০টাকা ও অন্যান্য সুবিধা।


কর্মস্থল : বাংলাদেশের যেকোন স্থান।


আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট https://hotjobs.bdjobs.com/jobs/ific/ific76.htm) ।আবেদনের শেষ তারিখ : ১৫.০৯.২০২২।


সূত্র : বিডিজবস ডটকম