ছবি: লাসিথ মালিঙ্গা
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট 'এশিয়া কাপ ক্রিকেট'এর ২০২২ সালের আসর শেষ হয়েছে। এবারের এশিয়া কাপে মোট ছয়টি দেশ মূল পর্বে খেলার সুযোগ পায় এবং ফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে । এশিয়া কাপ ক্রিকেটের ইতিহাসে সেরা ১০ বোলারের (সর্বোচ্চ উইকেট শিকারি) পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।
১. লাসিথ মালিঙ্গা,৩৩ উইকেট
সাবেক লংকান পেসার লাসিথ মালিঙ্গা এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল বোলার ।মালিঙ্গা এশিয়া কাপে ১৫ ইনিংসে ৩৩টি উইকেট শিকার করেন।
২. মুত্তিয়া মুরালিধরন,৩০ উইকেট
সাবেক লংকান স্পিনার মুত্তিয়া মুরালিধরন এশিয়া কাপের ইতিহাসে অন্যতম সফল বোলার। মুরালিধরন এশিয়া কাপে ২৪ ইনিংসে ৩০ উইকেট নেন।
৩. অজন্তা মেন্ডিস,২৬ উইকেট
লংকান স্পিনার অজন্তা মেন্ডিস এশিয়া কাপের অন্যতম সফল বোলার।এই স্পিনার এশিয়া কাপে ৮ ইনিংস থেকে ২৬ উইকেট নেন।
৪. সাকিব আল হাসান,২৬ উইকেট
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এশিয়া কাপের অন্যতম সফল বোলার। সাকিব ইতোমধ্যে এশিয়া কাপে ২০ ইনিংসে ২৬ উইকেট নিয়েছেন
৫. সাঈদ আজমল,২৫ উইকেট
সাবেক পাক পেসার সাঈদ আজমল এশিয়া কাপের সেরা ১০ বোলারের তালিকায় রয়েছেন।আজমল এশিয়া কাপে ১২ ইনিংসে বোলিং করে ২৪টি উইকেট শিকার করেন।
৬. চামিন্দা ভাস,২৩ উইকেট
সাবেক লংকান পেসার চামিন্দা ভাস এশিয়া কাপের অন্যতম সফল বোলার।ভাস এশিয়া কাপে ১৯ ইনিংসে ২৩ উইকেট নেন।
৭.রবীন্দ্র জাদেজা,২৩ উইকেট
ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজা এশিয়া কাপের শীর্ষ ১০ বোলারের তালিকায় রয়েছেন।জাদেজা ইতোমধ্যে এশিয়া কাপে ২০ ইনিংসে ২৩ উইকেট নিয়েছেন।
৮. মাশরাফি বিন মুর্তজা,২৩ উইকেট
বাংলাদেশের পেসার মাশরাফি বিন মুর্তজা এশিয়া কাপের শীর্ষ ১০ বোলারের মধ্যে অন্যতম। মাশরাফি এশিয়া কাপে ২৪ ইনিংসে ২৩ উইকেট নিয়েছেন।
৯. ইরফান পাঠান,২২ উইকেট
ভারতের সাবেক পেসার ইরফান পাঠান এশিয়া কাপের শীর্ষ ১০ বোলারের তালিকায় রয়েছেন। ইরফান পাঠান এশিয়া কাপে ১২ ইনিংসে ২২ উইকেট নেন।
১০. সনাথ জয়াসুরিয়া,২২ উইকেট
সাবেক লংকান ব্যাটার সনাথ জয়াসুরিয়া এশিয়া কাপে অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সফলতা দেখিয়েছেন। জয়াসুরিয়া এশিয়া কাপে মোট ২৫ ইনিংসে ২২ উইকেট নিয়েছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন