ছবি: সনাথ জয়াসুরিয়া
প্রিয় ক্রিকেট ডটকমঃ এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ। শুরু থেকেই এশিয়া কাপ ক্রিকেট দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে।এরই ধারাবাহিকতায় এবারের এশিয়া কাপ সমাপ্ত হয়েছে। শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপের শিরোপা জিতেছে । এশিয়া কাপ ক্রিকেটের ইতিহাসে সেরা ১০ ব্যাটারের (সর্বোচ্চ রানকারী ) পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।
১. সনাথ জয়াসুরিয়া,১২২০ রান
শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি ওপেনার সনাথ জয়াসুরিয়া (২৫ ম্যাচে ১২২০ রান)এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন ।
২. কুমার সাঙ্গাকারা,১০৭৫ রান
এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক আরেক লংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা (২৪ ম্যাচে ১০৭৫ রান)।
৩. বিরাট কোহলি, ১০৪২ রান
এশিয়া কাপের তৃতীয় সর্বোচ্চ রান বিরাট কোহলির।কোহলি ইতোমধ্যে এশিয়া কাপে ২১ ম্যাচ খেলে ১,০৪২ রান করেছেন।
৪. রোহিত শর্মা, ১০১৬ রান
ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ইতোমধ্যে এশিয়া কাপে ৩১ ম্যাচ খেলে ১,০১৬ রান করেছেন যা এই টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান।
৫. শচিন টেন্ডুলকার,৯৭১ রান
ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকার (২৩ ম্যাচে ৯৭১ রান) এশিয়া কাপের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার।
৬. শোয়েব মালিক,৯০৭ রান
পাকিস্তানের ব্যাটার শোয়েব মালিক এশিয়া কাপে মোট ২১ ম্যাচ খেলে ৯০৭ রান করেছেন।
৭. মুশফিকুর রহিম,৭৪৪ রান
এশিয়া কাপের ইতিহাসে শীর্ষ ১০ ব্যাটারের তালিকায় বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিমের নামও রয়েছে। মুশফিক ইতোমধ্যে এশিয়া কাপে ২৮ ম্যাচে ৭৪৪ রান করেছেন।
৮. অর্জুনা রানাতুঙ্গা, ৭৪১ রান
সাবেক লংকান ব্যাটার অর্জুনা রানাতুঙ্গা এশিয়া কাপে ১৯ ম্যাচ খেলে ৭৪১ রান করেন যা এই টুর্নামেন্টে অষ্টম সর্বোচ্চ রান।
৯. এম এস ধোনি,৬৯০ রান
সাবেক ভারতীয় ব্যাটার এম এস ধোনি এশিয়া কাপে ২৪ ম্যাচ খেলে ৬৯০ রান করেন যা এই টুর্নামেন্টে নবম সর্বোচ্চ রান।
১০.মাহেলা জয়াবর্ধনে,৬৭৪ রান
সাবেক লংকান ব্যাটার মাহেলা জয়াবর্ধনে এশিয়া কাপে মোট ২৮ ম্যাচে ৬৭৪ রান করেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন