প্রিয় ক্রিকেট ডটকমঃ ২০২২ সালের টিটুয়েন্টি বিশ্বকাপ আর খুব বেশি দূরে নয়। আসুন কোন টিমগুলো আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে তা দেখে নিই।আগেই ৮টি টিম সুপার টুয়েলভ নিশ্চিত করেছিল এবং সেখানে বাংলাদেশও রয়েছে। পরবর্তীতে আরও ৮টি টিম টিটুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত টিকিট পেয়েছে। সর্বশেষ জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। উল্লেখ্য এর ফলে জিম্বাবুয়ে ২০১৬ সালের পর কোন বিশ্বকাপে খেলার সুযোগ পেল।আগামী ১৬ অক্টোবর ২০২২ সালের টিটুয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ অষ্ট্রেলিয়া।আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত টিমগুলোর তালিকা ও সর্বশেষ টিটুয়েন্টি রেঙ্কিং দেখে নিন।
ভারত
রেঙ্কিং- ১, রেটিং - ২৬৮ ।
ইংল্যান্ড
রেঙ্কিং -২, রেটিং - ২৬২।
দক্ষিণ আফ্রিকা
রেঙ্কিং - ৩, রেটিং - ২৫৮।
পাকিস্তান
রেঙ্কিং -৪, রেটিং - ২৫৮।
নিউজিল্যান্ড
রেঙ্কিং - ৫, রেটিং - ২৫২।
অষ্ট্রেলিয়া
রেঙ্কিং - ৬, রেটিং - ২৫০।
ওয়েস্ট ইন্ডিজ
রেঙ্কিং - ৭, রেটিং - ২৪১।
শ্রীলঙ্কা
রেঙ্কিং - ৮, রেটিং - ২৩৭।
বাংলাদেশ
রেঙ্কিং - ৯, রেটিং - ২২৩।
আফগানিস্তান
রেঙ্কিং - ১০, রেটিং - ২১৯।
জিম্বাবুয়ে
রেঙ্কিং - ১১, রেটিং - ১৯৪।
আয়ারল্যান্ড
রেঙ্কিং - ১২, রেটিং -১৮৭।
সংযুক্ত আরব আমিরাত
রেঙ্কিং -১৩, রেটিং -১৮৫।
নামিবিয়া
রেঙ্কিং - ১৪, রেটিং -১৮৩।
স্কটল্যান্ড
রেঙ্কিং - ১৫, রেটিং - ১৮২।
নেদারল্যান্ডস
রেঙ্কিং - ১৮, রেটিং - ১৬৮।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন