প্রিয় ক্রিকেট ডটকমঃ ২০২২ সালের এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতল শ্রীলঙ্কা। গতকাল (১১ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে লংকানরা এশিয়ার ক্রিকেটের সবচেয়ে তাৎপর্যপূর্ণ টুর্নামেন্টের(এশিয়া কাপ ২০২২) শিরোপা জিতে নেয়।২০২২ এশিয়া কাপের সেরা ১০ পারফর্মারের(ব্যাটার ও বোলার) পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।
২০২২ এশিয়া কাপের সেরা ৫ ব্যাটার
শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপের শিরোপা জয় করেছে । এছাড়া রানার্সআপ পাকিস্তান, সুপার ফোরে খেলা ভারত, আফগানিস্তানও ভালো ক্রিকেট খেলেছে।তবে এবারের এশিয়া কাপে বাংলাদেশ ও হংকং সুবিধা করতে পারেনি।
মোঃ রিজওয়ান
পাকিস্তানের ব্যাটার মোঃ রিজওয়ান এবারের এশিয়া কাপে সর্বাধিক রান করেছেন । রিজওয়ান এবার এশিয়া কাপে ৬ ম্যাচ খেলে ২৮১ রান করেছেন যা টুর্নামেন্টে সর্বোচ্চ রান।
বিরাট কোহলি
ভারত এবার এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হলেও বিরাট কোহলি ব্যাট হাতে চমৎকার সফলতা দেখিয়েছেন। কোহলি এবারের এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান (৫ ম্যাচে ২৭৬ রান) করেছেন।
ইব্রাহিম জাদরান
আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান এবারের এশিয়া কাপে দারুণ ব্যাটিং করেছেন।জাদরান ৫ ম্যাচে ১৯৬ রান করেছেন যা টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান।
ভানুকা রাজাপাকসে
শ্রীলঙ্কার এবারের এশিয়া কাপে শিরোপা জয়ের নেপথ্য কারিগর ছিলেন ভানুকা রাজাপাকসে।ভানুকা রাজাপাকসে এই এশিয়া কাপে ৬ ম্যাচ খেলে ১৯১ রান করেন যা টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ রান।
পাথুন নিশাঙ্কা
এবারের এশিয়া কাপে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পাথুন নিশাঙ্কা।নিশাঙ্কা এবারের এশিয়া কাপে ৬ ম্যাচ খেলে ১৭৩ রান করেন।
২০২২ এশিয়া কাপের সেরা ৫ বোলার
এবারের এশিয়া কাপে বল হাতে পেসার ও স্পিনার উভয় ধরনের বোলারই সফলতা দেখিয়েছেন। ভারতের পেসার ভুবনেশ্বর কুমার ২০২২ এশিয়া কাপে বল হাতে সবচেয়ে সফল ছিলেন । এছাড়া শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বোলাররাও ভালো করেছেন।
ভুবনেশ্বর কুমার
ভারতের পেসার ভুবনেশ্বর কুমার এবারের এশিয়া কাপে সর্বাধিক উইকেট নিয়েছেন। ভুবনেশ্বর কুমার ৫ ম্যাচ খেলে ১১টি উইকেট নেন।
ওয়ানিন্দু হাসারাঙ্গা
শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ২০২২ এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। এছাড়া এই লংকান স্পিনার ফাইনালে ব্যাট হাতে দারুণ একটি ইনিংস খেলেন। উল্লেখ্য হাসারাঙ্গা এবার এশিয়া কাপে ৬ ম্যাচ খেলে ৯টি উইকেট নেন।
মোহাম্মদ নেওয়াজ
পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নেওয়াজ এবারের এশিয়া কাপে চমৎকার বোলিং করেছেন। নেওয়াজ ৬ ম্যাচ খেলে ৮টি উইকেট নেন যা টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকার।
শাদাব খান
পাকিস্তানের শাদাব খান এবারের এশিয়া কাপে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ।এই স্পিনার ৫ ম্যাচ খেলে ৮টি উইকেট নেন।
হারিস রউফ
পাকিস্তানের পেসার হারিস রউফ এবারের এশিয়া কাপে চমৎকার বোলিং করেছেন।রউফ ৬ ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন যা টুর্নামেন্টে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকার।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন