ছবি: সাকিব আল হাসান
প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ফরম্যাট টিটুয়েন্টি। এখনও ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র এই ফরম্যাটে বাংলাদেশ বড় কোন সাফল্য পায়নি।সম্প্রতি বাংলাদেশ জাতীয় টিটুয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে। এবারের এশিয়া কাপে সাকিবকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের টিটুয়েন্টি অধিনায়কের ভূমিকায় দেখা গেছে। বাংলাদেশের শীর্ষ টিটুয়েন্টি অধিনায়কদের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
মাহমুদুল্লাহ রিয়াদ
বাংলাদেশকে সবচেয়ে বেশি টিটুয়েন্টি ম্যাচে(৪৩ম্যাচ) নেতৃত্ব দিয়েছেন সদ্য সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের অধীনে বাংলাদেশ সবচেয়ে বেশি (১৬ম্যাচ) টিটুয়েন্টি ম্যাচ জিতেছে। উল্লেখ্য মাহমুদুল্লাহ রিয়াদের অধীনে বাংলাদেশ সর্বাধিক টিটুয়েন্টি ম্যাচে হেরেছেও(২৬ম্যাচ )। এছাড়া ১টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি।
মাশরাফি বিন মুর্তজা
বাংলাদেশের শীর্ষ টিটুয়েন্টি অধিনায়কদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা অন্যতম। মাশরাফি বাংলাদেশকে দ্বিতীয় সর্বোচ্চ ২৮টি টিটুয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। মাশরাফির অধীনে বাংলাদেশ দল ১০টি ম্যাচে জয় পায় ও ১৭টি ম্যাচে পরাজিত হয়(১টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি)।
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম বাংলাদেশের শীর্ষ টিটুয়েন্টি অধিনায়কের তালিকায় রয়েছেন। মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ ২৩টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৮টিতে জয় পায় ও ১৪টি ম্যাচে পরাজিত হয়(১টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি)।
সাকিব আল হাসান
সাকিব আল হাসান দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের টিটুয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। এশিয়া কাপ দিয়ে দ্বিতীয় মেয়াদে সাকিবের টিটুয়েন্টি অধিনায়কত্ব শুরু হয়েছে। উল্লেখ্য সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল ইতোমধ্যে ২৩টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে ৭ম্যাচে জয় ও ১৬টি ম্যাচে পরাজয়ের রেকর্ড রয়েছে ।
মোঃ আশরাফুল
একসময় মোঃ আশরাফুল বাংলাদেশকে টিটুয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন। যদিও আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ মোট ১১ ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করে ও ৯টিতে পরাজয় বরণ করে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন