WHAT'S NEW?
Loading...

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবস

                                                                  



                                                          

প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবস।প্রয়াণদিবসে 'প্রিয় ক্রিকেট ডটকম'এর পক্ষ থেকে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং সেইসাথে এখানে কবির জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করছি।


রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সৃষ্টিকর্মের বিভিন্ন তথ্যাবলি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সৃষ্টিকর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাবলি এখানে তুলে ধরছি।

১। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ঢাকায় আসেন - ১৮৯৮ সালে।

২। বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে (২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান-২য় (প্রথম – বঙ্গবন্ধু )।

৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন –-১৯২৬ সালে।

৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে রবীন্দ্রনাথের ১ম বক্তৃতার নাম - The Meaning of Art।

৫। রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়  ডি.লিট উপাধী দেয় -১৯৩৬ সালে।

৬। রবীন্দ্রনাথ ঠাকুরের  ছদ্মনাম ছিল- ৯টি ।

৭।প্রথম বাঙালি হিসেবে গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন - রবীন্দ্রনাথ ।

৮। ১৮৯২সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন যেটির নাম- সোনার তরী।

৯। রবীন্দ্রনাথের চৈনিক নাম-চু চেন তান।

১০। রবীন্দ্রনাথকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়  ডি.লিট উপাধী দেয় -১৯৪০ সালে।

১১। রবীন্দ্রনাথকে কলকাতা বিশ্ববিদ্যালয়  ডি.লিট উপাধী দেয় -১৯১৩ সালে।

১২। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন/ ব্রহ্মচর্যাশ্রম  প্রতিষ্ঠা করেন -১৯০১ সালে। 

১৩। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যসংকলনের নাম - সঞ্চয়িতা।

১৪। রবীন্দ্রনাথ কাজী নজরুলকে যে কাব্য উৎসর্গ করেন -বসন্ত (গীতিনাট্য)। 

১৫। রবীন্দ্রনাথ তাঁর যতগুলো নাটকে অভিনয় করেন - ১৩ টি।

১৬। রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম  ছিল -পিরালি ব্রাহ্মণ।

১৭। কবিগুরুর পারিবারিক উপাধী - কুশারী।

১৮। রবীন্দ্রনাথ ছিলেন তাঁর পিতা-মাতার -চতুর্দশ সন্তান ।

১৯। গীতাঞ্জলি প্রকাশিত হয় -১৯১০ সালে।

২০। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান -১৯১৩ সালে।

২১। ‘গীতাঞ্জলি‘- এর ভূমিকা লেখেন -ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।

২২। রবীন্দ্রনাথ নাইট উপাধি পান - ১৯১৫ সালে।

২৩। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন - ১৯১৯ সালে।

২৪।রবীন্দ্রনাথকে গুরুদেব উপাধি দেন - মহাত্মা গান্ধী।

২৫।রবীন্দ্রনাথকে কবিগুরু উপাধি দেন - ক্ষিতিমোহন সেন।

২৬।গীতাঞ্জলি যতগুলো গানের সংকলন - ১৫৭টি।

২৭। রবীন্দ্রনাথ যে চারটি পত্রিকা সম্পাদনা করেন-সাধনা,ভারতি,বঙ্গদর্শন,তত্ত্ববোধিনী।