WHAT'S NEW?
Loading...

দক্ষিণ আফ্রিকার টিটুয়েন্টি পরিসংখ্যান

                                                                 


প্রিয় ক্রিকেট ডটকমঃ ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টিটুয়েন্টি সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। চলমান ইংল্যান্ড সফরের টিটুয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা চমৎকার ক্রিকেট উপহার দিয়ে সিরিজ জয় করে। এবং এরফলে আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার টিটুয়েন্টি শক্তিমত্তা আবারও ফুটে উঠল।উল্লেখ্য এবারের ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা পূর্ণশক্তির দল নিয়েই  অংশগ্রহণ করে। এখানে বিভিন্ন দেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টিটুয়েন্টি রেকর্ডচিত্র তুলে ধরা হলো।


দক্ষিণ আফ্রিকার টিটুয়েন্টি রেকর্ড 


দক্ষিণ আফ্রিকা টিটুয়েন্টি ক্রিকেটের শুরু থেকেই এই ফরম্যাটের শক্তিশালী টিম হিসেবে স্বীকৃত। দারুণ সব টিটুয়েন্টি ক্রিকেটার এই টিমে রয়েছেন। উল্লেখ্য দক্ষিণ আফ্রিকা টিম ইতোমধ্যে ১৫১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে  ৮৭টিতে জয় ও ৬২টি ম্যাচে পরাজয় রয়েছে (১টি ম্যাচ ড্র ও ১টির ফল নিষ্পত্তি হয়নি)। বিভিন্ন দেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টিটুয়েন্টি রেকর্ডচিত্র এখানে তুলে ধরছি।


প্রতিপক্ষ বাংলাদেশ 


মোট ৭ ম্যাচের মধ্যে ৬টিতে জয় ও ১টিতে পরাজয় রয়েছে।

প্রতিপক্ষ ভারত 


মোট ১৯ ম্যাচের মধ্যে ৮ টিতে জয় ও ১১ ম্যাচে পরাজয় রয়েছে।


প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া 

মোট ২২ ম্যাচের মধ্যে ৮ টিতে জয় ও ১৪টিতে পরাজয় রয়েছে।


প্রতিপক্ষ ওয়েষ্ট ইন্ডিজ 


মোট ১৬ ম্যাচের ১০ টিতে জয় ও ৬ টিতে পরাজয় রয়েছে।


প্রতিপক্ষ ইংল্যান্ড 


মোট ২২ ম্যাচের মধ্যে ১০টিতে জয় ও ১১ ম্যাচে পরাজয়(১টির ফল নিষ্পত্তি হয়নি) রয়েছে।


প্রতিপক্ষ পাকিস্তান 


মোট ২১ ম্যাচের মধ্যে ১০টিতে জয় ও ১১টিতে পরাজয় রয়েছে।


প্রতিপক্ষ নিউজিল্যান্ড 


মোট ১৫ ম্যাচের মধ্যে ১১টিতে জয় ও ৪টিতে পরাজয় রয়েছে।


প্রতিপক্ষ শ্রীলঙ্কা 


মোট ১৭ ম্যাচের মধ্যে ১১টিতে জয় ও ৫ ম্যাচে পরাজয় রয়েছে (১টি ফল নিষ্পত্তি হয়নি)।



প্রতিপক্ষ আফগানিস্তান 


মোট ২ ম্যাচ এবং ২টিতেই দক্ষিণ আফ্রিকার জয়ের রেকর্ড রয়েছে।


প্রতিপক্ষ জিম্বাবুয়ে 


মোট ৫ ম্যাচ এবং ৫টিতেই দক্ষিণ আফ্রিকা জয়ী হয়েছে।


প্রতিপক্ষ আয়ারল্যান্ড 


মোট ৩ ম্যাচ এবং ৩টিতেই দক্ষিণ আফ্রিকার জয়ের রেকর্ড রয়েছে।