WHAT'S NEW?
Loading...

এসএসসি (২০২২)পরীক্ষার নতুন সময়সূচি

                                                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ অবশেষে ২০২২ সালের স্থগিত এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী এবারের এসএসসি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর ,২০২২ তারিখে শুরু হবে। সেইসাথে এবারের এসএসসি পরীক্ষা সকাল ১১ঘটিকায় শুরু হবে । উল্লেখ্য পুরাতন সময়সূচি অনুযায়ী এবারের এসএসসি পরীক্ষা গত ১৯ জুন,২০২২ তারিখে শুরু হবার কথা ছিল তবে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এখানে ২০২২ সালের এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি ও নম্বরবন্টন তুলে ধরা হলো।

                                                            

২০২২ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ও নম্বরবন্টন 


আগামী ১৫ সেপ্টেম্বর,২০২২ তারিখে এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে । এবার এসএসসি পরীক্ষায় ৪টি বিষয় ছাড়া বাকি সব বিষয়ে পরীক্ষা নেয়া হবে।২০২২ সালের এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও বিজ্ঞান বিষয় থাকছে না।এসব বিষয়ের মূল্যায়ন সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে করা হবে।


পরীক্ষার সময়সূচি 


এবারের এসএসসি পরীক্ষায় মোট দুই ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।  সেইসাথে এবারের এসএসসি পরীক্ষা সকাল ১১ ঘটিকায় শুরু হবে। ২০ মিনিট সময় থাকবে নৈব্যক্তিক অংশের জন্য ও ১ ঘন্টা ৪০ মিনিট সময় থাকবে রচনামূলক অংশের জন্য।


নম্বরবন্টন


এবারের এসএসসি পরীক্ষায় প্রতিটি বিষয় ও পত্রের পূর্ণমান হবে ব্যবহারিকছাড়া ৫৫ নম্বর ও ব্যবহারিক রয়েছে এমন বিষয়ে ৪৫ নম্বর।


২০২২ সালের এসএসসি পরীক্ষার নম্বরবন্টন 


২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এখানে এবারের এসএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য বিভিন্ন বিষয়ে কত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তা দেখে নিন।


বাংলা ১ম পত্র - (রচনামূলক ৪০ + নৈব্যক্তিক ১৫) ।

বাংলা ২য় পত্র - ( রচনামূলক ৪০ + নৈব্যক্তিক ১৫) ।

ইংরেজি ১ম পত্র - রচনামূলক ৫০ নম্বর ।

ইংরেজি ২য় পত্র - রচনামূলক ৫০ নম্বর।

গণিত - (রচনামূলক ৪০ + নৈব্যক্তিক ১৫)।

পদার্থ বিজ্ঞান - (রচনামূলক ৩০+ নৈব্যক্তিক ১৫) ।

রসায়ন বিজ্ঞান - ( রচনামূলক ৩০+ নৈব্যক্তিক ১৫)।

জীব বিজ্ঞান - ( রচনামূলক ৩০ + নৈব্যক্তিক ১৫)।

উচ্চতর গণিত - ( রচনামূলক ৩০ + নৈব্যক্তিক ১৫) ।

হিসাববিজ্ঞান - (রচনামূলক ৪০ + নৈব্যক্তিক ১৫)।

ব্যবসায় উদ্যোগ - ( রচনামূলক ৪০+ নৈব্যক্তিক ১৫) ।

ফিনান্স ও ব্যাংকিং - (রচনামূলক ৪০+ নৈব্যক্তিক ১৫)।

বাংলাদেশের ইতিহাস ওবিশ্বসভ্যতা - ( রচনামূলক ৪০+ নৈব্যক্তিক ১৫)।

ভূগোল ও পরিবেশ - (রচনামূলক ৪০+নৈব্যক্তিক ১৫)।

পৌরনীতি ও নাগরিকতা - (রচনামূলক ৪০+ নৈব্যক্তিক ১৫)।

অর্থনীতি - (রচনামূলক ৪০+ নৈব্যক্তিক ১৫)।

গার্হস্থ্য বিজ্ঞান - (রচনামূলক ৩০+ নৈব্যক্তিক ১৫)।

কৃষি শিক্ষা - (রচনামূলক ৩০+নৈব্যক্তিক ১৫)।


২০২২ সালের এসএসসি পরীক্ষার( রুটিন ) সময়সূচি 


২০২২ সালের এসএসসি পরীক্ষার নতুন( রুটিন) সময়সূচি দেখে নিন। উল্লেখ্য এবারের এসএসসি পরীক্ষা সকাল ১১ঘটিকায় শুরু হবে।