WHAT'S NEW?
Loading...

সাদা বলে ইংল্যান্ডের শীর্ষ ক্যাপ্টেন

                                                                
                                                   ছবি: জস বাটলার


প্রিয় ক্রিকেট ডটকমঃ সাদা বলের (ওয়ানডে ও টিটুয়েন্টি) ক্রিকেটে ইংল্যান্ড বরাবরই একটি শক্তিশালী টিম। সম্প্রতি জস বাটলার ইংলিশদের সাদা বলের নেতৃত্ব পেয়েছেন। উল্লেখ্য ওয়ানডে ও টিটুয়েন্টি ক্রিকেটে ইংলিশরা  বেশকজন চৌকস অধিনায়ক পেয়েছে। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সেরা অধিনায়কদের মধ্যে সদ্য অবসরে যাওয়া এউইন মরগান, আলিষ্টার কুক, মাইকেল ভন,নাসের হোসেইন,পল কলিংউডের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে ইংল্যান্ডের সাদা বলের শীর্ষ ক্যাপ্টেনদের রেকর্ডচিত্র তুলে ধরছি।


এউইন মরগান 


এউইন মরগান  সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে স্বীকৃত।বলা হয় তাঁর নেতৃত্বে ইংলিশরা ওয়ানডে ও টিটুয়েন্টি ক্রিকেটে এক অনন্য টিমে পরিণত হয়। এবং মরগানের হাত ধরে ইংলিশরা ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। এছাড়া ইংল্যান্ডের টিটুয়েন্টি অধিনায়ক হিসেবেও মরগান সফল এক নাম। উল্লেখ্য মরগান ইতোমধ্যে ইংল্যান্ডকে সর্বাধিক ওয়ানডে (১২৬টি) ও টিটুয়েন্টি (৭২টি) ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।মরগানের নেতৃত্বে ইংলিশরা ৬৬টি ওয়ানডে ও ৪২টি টিটুয়েন্টি ম্যাচ জিতেছে। অধিনায়ক হিসেবে ওয়ানডে ও টিটুয়েন্টি  ক্রিকেটে মরগানের সাফল্যের হার যথাক্রমে ৬৬.২৫% ও ৬০.৫৬%।




আলিষ্টার কুক 


সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে) ইংল্যান্ডের সফল অধিনায়কদের মধ্যে আলিষ্টার কুক অন্যতম। সাবেক এই ইংলিশ ব্যাটারের নেতৃত্বে ইংলিশরা একটি টিটুয়েন্টি খেলেছে তবে সেটিতে তাদের হারতে হয়েছে।আলিষ্টার কুক ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক হিসেবে চমৎকার সফলতা  দেখাতে সক্ষম হন। কুকের নেতৃত্বে ইংলিশরা ৬৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৬টিতে জয়লাভ করে (সাফল্যের হার ৫৪.৪৭%)।



মাইকেল ভন 


সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সেরা অধিনায়কদের মধ্যে মাইকেল ভনের নামটিও বলতে হয়।ভন নিজে ব্যাট হাতে যেমন সফল ছিলেন তেমনি ওয়ানডে অধিনায়ক হিসেবেও তাঁর চমৎকার সফলতা রয়েছে। মাইকেল ভনের নেতৃত্বে ইংলিশরা ৬০টি ওয়ানডে ম্যাচ খেলে ৩২টিতে জয় পায় (সাফল্যের হার ৫৮.৯২%)।



নাসের হোসেইন 


সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের শীর্ষ ও সফল অধিনায়কদের তালিকায় নাসের হোসেইনের নামটিও উচ্চারিত হয়।নাসের হোসেইন ব্যাট হাতে নিজে যেমন সফল ছিলেন তেমনি ওয়ানডে নেতৃত্বেও তাঁর সফলতা রয়েছে। সাবেক এই ব্যাটারের নেতৃত্বে ইংলিশরা ৫৬টি ওয়ানডে ম্যাচ খেলে ২৮টিতে জয়লাভ করে (সাফল্যের হার ৫০.৯০%)।


পল কলিংউড 


সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সেরা অধিনায়কদের মধ্যে পল কলিংউড অন্যতম। উল্লেখ্য কলিংউড ইংলিশদের ওয়ানডে ও টিটুয়েন্টি দুধরনের ক্রিকেটেই নেতৃত্ব দিয়েছেন।পল কলিংউড নিজে দুর্দান্ত অলরাউন্ডার ছিলেন এবং একসময় সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডকে চমৎকার নেতৃত্ব দিয়েছেন।কলিংউডের নেতৃত্বে ইংলিশরা ৩০টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ১৭টিতে জয় পায় । এছাড়া সাবেক অলরাউন্ডারের নেতৃত্বে ইংলিশরা ২৫টি ওয়ানডে ম্যাচ খেলে ১১টিতে জয়লাভ করে।