প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি হয়ে গেল ২০২২ সিপিএলের প্লেয়ার ড্রাফট ।এবারও যথারীতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) টিমগুলো তারকাবহুল হয়েছে।প্রায় সবগুলো টিমেই পাওয়ারহিটারদের ছড়াছড়ি । এছাড়া এবারের সিপিএলের টিমগুলোতে বেশ ব্যালান্স রয়েছে। উল্লেখ্য এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ আগামী ৩১ আগষ্ট মাঠে গড়াবে।এখানে ২০২২ সিপিএলের ৬ স্কোয়াডের বিস্তারিত দেখে নিন।
জামাইকা তালাওয়াশ
যথারীতি এবারও সিপিএলের জনপ্রিয় টিম জামাইকা তালাওয়াশ ব্যালান্সড স্কোয়াড গড়েছে।এই টিমে রভম্যান পাওয়েল,ফেবিয়ান এলেন, কেনার লুইস,ইমাদ ওয়াসিম,মোঃ আমিরের মত তারকা প্লেয়াররা রয়েছেন ।
স্কোয়াড : রভম্যান পাওয়েল, ফেবিয়ান এলেন,স্বন্দিপ লামিচানে, মোঃ আমির,ব্রেন্ডন কিং,ইমাদ ওয়াসিম, কেনার লুইস,শামার ব্রুকস, মিগুয়েল প্রিটোরিয়াস,ক্রিস গ্ৰিন,রেমন রেইফার,জেমি মার্চেন্ট, শামার স্পিঙ্গার, আমির জাঙ্গু, নিকোলাস গর্ডন,কার্ক ম্যাকেঞ্জি,জসুয়া জেমস।
বার্বাডোজ রয়ালস
বার্বাডোজ রয়ালস এবারও বেশ তারকাবহুল স্কোয়াড করেছে।এই টিমে এবার ডিকক,জেসন হোল্ডার,ডেভিড মিলার,কাইল মায়ার্স,হেইডেন ওয়ালশ,ওশানে থমাসের মত বিশ্বসেরা টিটুয়েন্টি প্লেয়ার রয়েছেন।
স্কোয়াড : কুইন্টন ডি কক,জেসন হোল্ডার, ডেভিড মিলার, মুজিব উর রহমান,ওবেদ ম্যাকয়,কাইল মায়ার্স,আজম খান,হেইডেন ওয়ালশ,ওশানে থমাস,রাকিম কর্ণওয়াল,ডেভন থমাস,জশুয়া বিশপ,জাষ্টিন গ্ৰিভস,করভিন বস্ক,নিম ইয়ং,টেডি বিশপ,রেমন সিমন্ডস।
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্স
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্স এবার ডোয়াইন ব্রাভো,এভিন লুইস,ওয়ানিন্দু হাসারাঙ্গা,শেলডন কটরেল,আন্দ্রে ফ্লেচারের মত তারকা টিটুয়েন্টি প্লেয়ারদের টিমে ভিড়িয়েছে।
স্কোয়াড : ডোয়াইন ব্রাভো, এভিন লুইস,আন্দ্রে ফ্লেচার,ওয়ানিন্দু হাসারাঙ্গা,শেরফানে রাদারফোর্ড,ডোয়াইন প্রিটোরিয়াস,ডারেন ব্রাভো,শেলডন কটরেল,ডেয়াল্ড ব্রেভিস,ডমিনিক ড্রেকস,ইজহারুল হক নাভিদ,জশুয়া ডি সিলভা,জসরাস জাগেসার,কেসি কার্টি, কেলভিন পিটম্যান,জ্যাডেন কারমাইকেল,কাশিম আকরাম।
সেন্ট লুসিয়া কিংস
সেন্ট লুসিয়া কিংস যথারীতি এবারও শক্তিশালী স্কোয়াড করেছে।এই টিমে ফাফ ডু প্লেসিস,টিম ডেভিড,রুষ্টন চেজ,জনসন চার্লসের মত জনপ্রিয় টিটুয়েন্টি প্লেয়াররা রয়েছেন।
স্কোয়াড : ফাফ ডু প্লেসিস, টিম ডেভিড, রুষ্টন চেজ, জনসন চার্লস,ডেভিড উইসি,কেসরিক উইলিয়ামস,আলজারি জোসেফ,স্কট কুগলেইগ,মার্ক ডেয়াল,জেভর রয়াল,ম্যাথু ফুর্ড,লেয়র ল্যাগ,প্রেষ্টন ম্যাকসুইন,ল্যারি এডওয়ার্ডস,আকিম অগাস্ত,রিভালদো ক্লার্ক।
ত্রিনবাগো নাইট রাইডার্স
ত্রিনবাগো নাইট রাইডার্স এবারের সিপিএল ড্রাফটে একটি ব্যালান্সড স্কোয়াড গড়ার চেষ্টা করেছে এবং এই ফ্রাঞ্চাইজিটি দারুণ কিছু টিটুয়েন্টি প্লেয়ারকে টিমে ভিড়িয়েছে।এই টিমে এবার কিয়েরন পোলার্ড, সুনীল নারাইন, নিকোলাস পুরান,মাহিশ থিকসানার মত বিশ্বসেরা টিটুয়েন্টি প্লেয়ার রয়েছেন।
স্কোয়াড : কিয়েরন পোলার্ড,আন্দ্রে রাসেল, নিকোলাস পুরাণ, সুনীল নারাইন,কলিন মুনরো,আকিল হোসেন,টিম সেইফার্ট,মাহিশ থিকসানা,জেইডেন সিলস,সেকুগে প্রসন্ন,আলি খান,টিওন ওয়েবস্টার,ক্যারি পিয়েরে,অ্যান্ডারসন ফিলিপ,ট্রেন্স হিন্ডস,শ্যারন লুইস,লিওনার্দো জুলিয়েন।
গায়ানা আমাজন ওয়ারিয়র্স
গায়ানা আমাজন ওয়ারিয়র্স এবার একটি তারকাবহুল স্কোয়াড করতে সক্ষম হয়েছে।এই টিমে এবার চমৎকার কিছু টিটুয়েন্টি ব্যাটার ও বোলার রয়েছেন। এবার গায়ানা আমাজন ওয়ারিয়র্সের তারকা প্লেয়ারদের মধ্যে ইমরান তাহির,শিমরন হেটমায়ার,ওডিয়ান স্মিথ,তাবরিজ সামসি,সাই হোপ,পল স্টারলিংয়ের বিশেষভাবে বলতে হয়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন