ছবি: গুস্তাভ ম্যাকেওন
প্রিয় ক্রিকেট ডটকমঃ ফ্রান্সের ব্যাটার গুস্তাভ ম্যাকেওন এখন আন্তর্জাতিক টিটুয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ।সম্প্রতি সুইজারল্যান্ডের বিপক্ষে ২০২৪ টিটুয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয়ান উপ-আঞ্চলিক বাছাইপর্বের এক ম্যাচে ম্যাকেওন(১৮ বছর ২৮০দিন বয়সে) সেঞ্চুরি করেন। উল্লেখ্য এটিই আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। আন্তর্জাতিক টিটুয়েন্টির সর্বকনিষ্ঠ ৫ সেঞ্চুরিয়ানের রেকর্ড এখানে তুলে ধরছি।
গুস্তাভ ম্যাকেওন
ফ্রান্সের গুস্তাভ ম্যাকেওন সম্প্রতি সুইজারল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ২৮০ দিন বয়সে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করেন।এটি আন্তর্জাতিক টিটুয়েন্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।
হজরতউল্লা জাজাই
আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানদের মধ্যে আফগান ব্যাটার হজরতউল্লা জাজাই (২০ বছর ৩৩৭ দিন বয়সে সেঞ্চুরি করেছেন) অন্যতম। উল্লেখ্য জাজাই ১৯৯৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন।
শিবকুমার পেরিয়ালওয়ার
আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরিয়ানের মধ্যে অন্যতম হচ্ছেন রোমানিয়ার শিবকুমার পেরিয়ালওয়ার। শিবকুমার পেরিয়ালওয়ার ১৯৯৮ সালে তুরস্কের (বর্তমান তুর্কিয়ে) বিপক্ষে ২১ বছর ১৬১দিন বয়সে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করেন।
ওরচিড টুইচেঙ্গে
আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরিয়ানের তালিকায় রুয়ান্ডার ব্যাটার ওরচিড টুইচেঙ্গের (টুইচেঙ্গে ২০২১ সালে সিচেলেসের বিপক্ষে ২১ বছর ১৯০দিন বয়সে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সেঞ্চুরি করেন) নামটিও রয়েছে।টু
দিপেন্দ্র সিং এইরি
নেপালের ব্যাটার দিপেন্দ্র সিং এইরিও (এইরি মালয়েশিয়ার বিপক্ষে ২০০০ সালে ২২বছর ৬৮দিন বয়সে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সেঞ্চুরি করেন) আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ ৫ সেঞ্চুরিয়ানের তালিকায় রয়েছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন