WHAT'S NEW?
Loading...

সদ্য অবসরে যাওয়া উইন্ডিজ ব্যাটার সিমন্সের ক্যারিয়ার ও অন্যান্য

                                                          
                                             ছবি: লেন্ডল সিমন্স


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার লেন্ডল সিমন্স।পাওয়ারফুল হিটার হিসেবে লেন্ডল সিমন্সের জনপ্রিয়তা রয়েছে।বিশেষত বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি টুনার্মেন্টের নিয়মিত মুখ সিমন্স। যদিও বেশ কয়েকবছর ধরে এই উইন্ডিজ ওপেনার জাতীয় দলের বাইরে রয়েছেন।লেন্ডল সিমন্সের ক্যারিয়ার ও বিভিন্ন অজানা তথ্য এখানে তুলে ধরছি।



টেস্ট ক্যারিয়ার 


লেন্ডল সিমন্স খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাননি।এই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮টি টেস্ট খেলেছেন যেখানে তাঁর মোট রানসংখ্যা ২৭৮।


ওয়ানডে ক্যারিয়ার 


লেন্ডল সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট রানসংখ্যা ১,৯৫৮। ওয়ানডে ক্রিকেটে সিমন্সের ২টি সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরি রয়েছে।


টিটুয়েন্টি ক্যারিয়ার 


লেন্ডল সিমন্স টিটুয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা ওপেনার হিসেবে স্বীকৃত।সিমন্স ওয়েষ্ট ইন্ডিজের হয়ে ৬৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট রানসংখ্যা ১,৫২৭।



লিন্ডন সিমন্সের বিভিন্ন অজানা তথ্য 


লেন্ডল সিমন্সের কিছু অজানা তথ্য এখানে তুলে ধরছি।


ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১২ ও ২০১৬ টিটুয়েন্টি বিশ্বকাপ জয়


লেন্ডল সিমন্স ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ সালের টিটুয়েন্টি বিশ্বকাপ জয়ী টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।


দুটি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন 


লেন্ডল সিমন্স দুটি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলা বিরল ক্রিকেটারদের একজন। লেন্ডল সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি(২০০২ ও ২০০৪) অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন।



ক্রিকেটে তিন ভূমিকা পালন 


লেন্ডল সিমন্স একাধারে মারকুটে ওপেনার আবার মাঝে মধ্যে মিডিয়াম পেস বোলিং করতে পারেন এবং এমনকি উইকেটরক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


আইপিএলে চমৎকার ব্যাটিং 


একসময় লেন্ডল সিমন্স  ওপেনার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে চমৎকার সফলতা পান।



ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি ক্রিকেটে সাফল্য 


লেন্ডল সিমন্স মারকুটে টিটুয়েন্টি ওপেনার হিসেবে জনপ্রিয়।লেন্ডল সিমন্স বিশ্বের সেরা সব ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি লিগের নিয়মিত মুখ। আইপিএল, সিপিএলসহ  সেরা সব ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি লিগে সিমন্সের দারুণ সফলতা রয়েছে।