ছবি: তামিম ইকবাল
প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশের সফলতম ওপেনার তামিম ইকবাল সম্প্রতি আন্তর্জাতিক টিটুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ।এর ফলে এই অভিজ্ঞ ওপেনারের আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্যারিয়ার সমাপ্ত হলো। ৭৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলা এই ওপেনার গত কিছুদিন যাবত আন্তর্জাতিক টিটুয়েন্টি থেকে দূরে ছিলেন। তামিম ইকবালের আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্যারিয়ার ও আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে তামিমের বিভিন্ন রেকর্ড এখানে তুলে ধরছি।
আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্যারিয়ার
তামিম ইকবাল দীর্ঘদিন ধরে বাংলাদেশের ওপেনিংয়ের এক নির্ভরতার প্রতীক হয়ে রয়েছেন। অবসরের ঘোষণা দেয়ার আগে বাংলাদেশের টিটুয়েন্টি ওপেনার হিসেবেও তামিম ফাষ্টচয়েজ ছিলেন। আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেট থেকে অবসরের আগে তামিম ৭৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট রানসংখ্যা ১,৭৫৮। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এই বাঁহাতি ওপেনারের স্টাইকরেট ছিল ১১৬.৯৬। আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে তামিমের ১টি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরি রয়েছে।
আন্তর্জাতিক টিটুয়েন্টিতে দেশের প্রথম সেঞ্চুরিয়ান
তামিম ইকবাল আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রথম ও একমাত্র সেঞ্চুরিয়ান। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টিটুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ওমানের বিপক্ষে তামিম সেঞ্চুরি করেন।
দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য ওপেনার
তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ওপেনার হিসেবে স্বীকৃত। ভাই নাফিস ইকবাল ,জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার নাফিস, মোঃ আশরাফুল, জোনায়েদ সিদ্দিকী সহ আরও বেশকিছু ওপেনারকে সঙ্গী হিসেবে পেয়েছেন তামিম।তবে আর কোন ওপেনার তাঁর মত ধারাবাহিক ছিলেন না ।
শুরুর দিকে তামিম অচেনা ছিলেন
একসময় বড় ভাই নাফিস ইকবালের সাথে ওপেন করলেও তাঁর মধ্যে অতিরিক্ত শট খেলার প্রবণতা ছিল এবং এর ফলে তাঁর (তামিম) আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেকে আশাবাদী ছিলেন না। যদিও পরবর্তীতে এই বাঁহাতি ব্যাটার বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনার হিসেবে প্রতীষ্ঠা পান ।
তামিম ইকবালের ভারতবধ
নিজের পঞ্চম একদিনের আন্তর্জাতিক ম্যাচে (২০০৭সালের বিশ্বকাপে) ভারতের বিপক্ষে ৫১ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তামিম এবং এর উপর ভর করে সেই ম্যাচে বাংলাদেশ জয় পায়।মূলত এই হারের ফলে ভারত সেবার বিশ্বকাপ থেকে আগাম বিদায় নেয়। উল্লেখ্য তামিমের সেই ফিফটি দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের এক আলোচিত বিষয় ছিল।
ওপেনিংয়ে সর্বোচ্চ রান
বাংলাদেশের এযাবতকালের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার হিসেবে তামিম ইকবালের নামটি উচ্চারিত হয়। জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশনে (ওপেনিং) তামিম বারবার তাঁর সফলতা ও ধারাবাহিকতা দেখিয়েছেন। উল্লেখ্য আন্তর্জাতিক টিটুয়েন্টিতে(ওপেনিংয়ে) বাংলাদেশের ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান তামিম ইকবালের ১,৭০১।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন