WHAT'S NEW?
Loading...

এউইন মরগানের সেরা ইনিংস

                                                              
                                             ছবি: এউইন মরগান



প্রিয় ক্রিকেট ডটকমঃ আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের এক বিস্ময় এউইন মরগান।একই ক্যারিয়ারে দুটি দেশের হয়ে সফলভাবে  আন্তর্জাতিক খেলা এক অনন্য চরিত্র মরগান। এবং অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো মরগানের এক অনন্য রেকর্ড।আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসরে যাওয়া আইরিশ বংশোদ্ভূত এই ইংলিশ ব্যাটারের কিছু সেরা ইনিংস নিয়ে এখানে আলোচনা করছি।


অষ্ট্রেলিয়ার বিপক্ষে ১২১


এউইন মরগান আয়ারল্যান্ড ও পরবর্তীতে ইংল্যান্ডের হয়ে দারুণ সব ইনিংস খেলেছেন।তেমনি ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে অষ্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের এক ম্যাচে  মরগান ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন যা এই ব্যাটারের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস হিসেবে স্বীকৃত।


পাকিস্তানের বিপক্ষে ৬৬ 


মরগানের অসাধারণ নেতৃত্ব ও চমৎকার ব্যাটিংয়ের বদৌলতে ইংলিশরা বহুম্যাচ জিতেছে।তেমনি ২০২০ সালে ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে এক টিটুয়েন্টি ম্যাচে মরগান ৩৩ বলে ৬৬ রানের এক টর্নেডো ইনিংস খেলে ইংলিশদের জয়ের বন্দরে নিয়ে যান।এই ইনিংসটি মরগানের ক্যারিয়ারের অন্যতম সেরা এক ইনিংস হিসেবে স্বীকৃত।


নিউজিল্যান্ডের বিপক্ষে ৯১ 


মরগানকে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের এক বিস্ময়কর আবিষ্কার বললে ভুল হবে না। নিজের চৌকস নেতৃত্ব ও ধারাবাহিক উচ্চ স্টাইকরেটে ব্যাটিংয়ের মাধ্যমে মরগান  ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে রীতিমতো বাজিমাত করতে সক্ষম হন । মরগানের ক্যারিয়ারের সেরা এক ইনিংস হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়নে(২০১৯) ৪১ বলে ৯১ রান। উল্লেখ্য সেইম্যাচে ইংল্যালিশরা তাদের সর্বোচ্চ টিটুয়েন্টি দলীয় স্কোর (২৪২)করতে সক্ষম হয়।


পাকিস্তানের বিপক্ষে ১৩০ 


এউইন মরগান সবধরনের বোলিংয়ের বিপক্ষে তাঁর সহজাত ব্যাটিং শৈলী প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। তেমনি ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে মরগান ট্রেন্টব্রিজ টেষ্টে ১৩০ দারুণ এক ইনিংস খেলেন।সেইম্যাচে মরগান তাঁর চমৎকার ব্যাটিং প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হন।


নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৩ 


এউইন মরগান ইংল্যান্ডের ক্রিকেটে দারুণ নেতৃত্ব ও চমৎকার ব্যাটিং শৈলীর জন্য বিখ্যাত। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে মরগান তাঁর ক্যারিয়ারের সেরা এক ইনিংস খেলেন ।সেই ম্যাচে মরগান ৮২ বলে ১১৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।এই ইনিংস মরগানের ক্যারিয়ারের অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচিত।


আফগানিস্তানের বিপক্ষে ১৪৮ 


এই সময়ের সীমিত ওভার ক্রিকেটে আফগানিস্তানের বোলিং বেশ শক্তিশালী হিসেবে স্বীকৃত। শক্তিশালী আফগান বোলিংয়ের বিপক্ষেও মরগানের দারুণ একটি ইনিংস রয়েছে। মরগান ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের শক্তিশালী আফগান বোলিংয়ের বিপক্ষে ১৪৮ রানের এক টর্নেডো ইনিংস খেলেন যা তাঁর ক্যারিয়ারের সেরা এক ইনিংস হিসেবে স্বীকৃত।