প্রিয় ক্রিকেট ডটকমঃ একসময় ওয়ানডে ক্রিকেটে তিনশ' রানের দলীয় টোটাল পূর্ণ করতে দলগুলোকে বেগ পেতে হতো।তবে টিটুয়েন্টি ক্রিকেটের বদৌলতে ওয়ানডে ক্রিকেটে দলীয় টোটালের সীমা চারশ ছাড়িয়েছে বহুবার। এমনকি সম্প্রতি ইংল্যান্ড নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের একম্যাচে প্রায় পাঁচশ রানের (৪৯৮ রান) স্কোর করতে সক্ষম হয়। উল্লেখ্য ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সেরা ৫ দলীয় টোটালের প্রথম তিনটিই ইংল্যান্ডের দখলে। এখানে ওয়ানডে ক্রিকেটের শীর্ষ ৫ দলীয় টোটালের রেকর্ড তুলে ধরছি।
ইংল্যান্ড ৪৯৮/৪
ইংল্যান্ডের ব্যাটার জস বাটলার,জনি বেয়ারস্টো,জেসন রয় ,এউইন মরগান,বেন স্টোকস,লিয়াম লিভিংস্টোনদের এই সময়ের সবচেয়ে পাওয়ারফুল হিটার হিসেবে গণ্য করা হয়। আর দিনশেষে ইংল্যান্ডের সেরা সব ওয়ানডে টোটালের রূপকারও এরাই। এবং এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইংল্যান্ড নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের একম্যাচে ৪৯৮ রানের বিশাল দলীয় টোটাল পূর্ণ করতে সক্ষম হয়।একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের( ওয়ানডে) এযাবতকালের ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় ইনিংস। উল্লেখ্য এই ম্যাচে ইংল্যান্ডের গড় রানরেট ছিল ৯.৯৬।
ইংল্যান্ড ৪৮১/৬
ইংল্যান্ডের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের আরেক নজির স্থাপিত হয় ২০১৮ সালে।২০১৮ সালে অষ্ট্রেলিয়ার বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে ইংলিশরা ৪৮১ রানের বিশাল এক দলীয় টোটাল করতে সক্ষম হয় যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। উল্লেখ্য সেই ম্যাচে ইংল্যান্ডের গড় রানরেট ছিল ৯.৬২।
ইংল্যান্ড ৪৪৪/৩
ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের সেরা আবিষ্কার হিসেবে জস বাটলার,জনি বেয়ারস্টো,জেসন রয়, এউইন মরগান,লিয়াম লিভিংস্টোন,বেন স্টোকসদের নাম বিশেষভাবে উচ্চারিত হয়। এবং এদের হাত ধরে ইংল্যান্ডের অসাধারণ সব ওয়ানডে রেকর্ড হয়েছে। তেমনি ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের ৪৪৪ রানের দলীয় টোটাল এক অনন্য নজির।এটি ছিল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্ৰহ। উল্লেখ্য সেইম্যাচে ইংল্যান্ডের গড় রানরেট ছিল ৮.৮৮।
শ্রীলঙ্কা ৪৪৩/৯
ওয়ানডে ক্রিকেটের সেরা ব্যাটারদের অনেকেই শ্রীলঙ্কার হয়ে খেলেছেন।এক্ষেত্রে শ্রীলঙ্কার সেরা ওয়ানডে ব্যাটার হিসেবে অরবিন্দ ডি সিলভা,সনাথ জয়াসুরিয়া, কুমার সাঙ্গাকারা,মাহেলা জয়াবর্ধনে,তিলকেরত্নে দিলসানের নাম বিশেষভাবে বলতে হয়।ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার দারুণ সব রেকর্ড রয়েছে।তেমনি ওয়ানডে ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ দলীয় টোটালও শ্রীলঙ্কাই করে।২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে লংকানরা নির্ধারিত ৫০ ওভারে ৪৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়।সেই ম্যাচে লংকানদের গড় রানরেট ছিল ৮.৮৬।
দক্ষিণ আফ্রিকা ৪৩৯/২
ওয়ানডে ক্রিকেটের সেরা দলগুলোর একটি দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটারদের অনেকেই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন। এক্ষেত্রে হার্শেল গিবস,গ্ৰায়েম স্মিথ,গ্যারি কার্স্টেন,হাশিম আমলা,এবি ডিভিলিয়ার্স,কুইন্টন ডি কক,ডেভিড মিলারের নাম বিশেষভাবে বলতে হয়। উল্লেখ্য ওয়ানডে ক্রিকেটের সেরা পাঁচ দলীয় টোটালের পঞ্চম টোটালটি দক্ষিণ আফ্রিকার দখলে রয়েছে।২০১৫ সালে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়ারা নির্ধারিত ৫০ ওভারে(৮.৭৮ গড়ে) ৪৩৯ রানের বিশাল সংগ্রহ দাড় করায় যা ওয়ানডে ক্রিকেটের পঞ্চম সেরা দলীয় টোটাল।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন