WHAT'S NEW?
Loading...

সাম্প্রতিক চাকরির খবর

                                                                



প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে জনবল নিয়োগসহ দেশের চাকরির বাজারে বেশকিছু পদে জনবল নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। এখানে সাম্প্রতিক কিছু নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তুলে ধরছি।


বিমানবাহিনীতে নিয়োগ 


বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে জনবল নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। এখানে বিমান বাহিনীর সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তুলে ধরছি।

পদ : গবেষণা সহকারী,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,স্টোরম্যান, অফিস সহায়ক,মিস্ত্রি  ক্লাস -১(ইঞ্জিন ফিটার) ,লস্কর , ফায়ার ফাইটার প্রভৃতি পদ।


পদসংখ্যা : ৩৭৪ 


যোগ্যতা : পদভেদে জেএসসি থেকে স্মাতক (সম্মান) ডিগ্ৰি।


বয়স : ১৮ থেকে ৩২ বছর । তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর।


প্রার্থীর ধরন : নারী ও পুরুষ।


কর্মস্থল : ঢাকা।


বেতন স্কেল : পদভেদে গ্ৰেড-১৪ থেকে গ্ৰেড-২০।


আবেদন প্রক্রিয়া: অনলাইন (ভিজিট https://joinairforce-civ.baf.mil.bd)।


আবেদন ফি : পদভেদে ৫০টাকা - ১০০টাকা।


আবেদনের শেষ তারিখ : ১৮ জুলাই,২০২২ (বিকাল ৫টা)।


সূত্র : ঢাকাপোষ্ট 




বাপেক্সে নিয়োগ 


বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) এ জনবল নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। এখানে বাপেক্সের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তুলে ধরছি।

পদ : সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব), সহকারী ড্রিলার, সহকারী কর্মকর্তা (প্রশাসন),স্টোরকিপার,ক্যাশিয়ার,ডেসপাস রাইডার,রিগম্যান, ইলেকট্রিশিয়ান প্রভৃতি পদ।



পদসংখ্যা : ১৪৪ ।



যোগ্যতা : পদভেদে অষ্টম শ্রেণী পাস থেকে স্মাতকোত্তর/ সংশ্লিষ্ট বিষয়ে স্মাতক ডিগ্রি।



বয়স : ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর।



বেতন স্কেল : পদভেদে গ্ৰেড-৯ থেকে গ্ৰেড-১৯ ।



আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট https://bapex.teletalk.com.bd)।



আবেদন ফি : পদভেদে ১১২টাকা থেকে ৫৬০ টাকা।



আবেদনের শেষ তারিখ : ১৪ জুলাই,২০২২ (বিকাল ৫টা)।



সূত্র : এডুডেইলি ২৪