WHAT'S NEW?
Loading...

এই সময়ের ৩ আদর্শ তরুণ ওপেনার

                                                               
                                                      ছবি: লিটন দাস

                                
                                                                         


প্রিয় ক্রিকেট ডটকমঃ ওয়ানডে ক্রিকেটের গুরুত্বপূর্ণ একটি জায়গা ওপেনিং।কারণ ওয়ানডে ক্রিকেটে একজন ওপেনারকে অনেক দায়িত্ব পালন করতে হয়। এখানে সফলভাবে নতুন বল মোকাবেলা করতে হয় এবং সেইসাথে দলকে একটি ভালো ভিত গড়ে দেয়ার দায়িত্ব থাকে।ফলে সবকিছু মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে বিশেষ কিছু প্লেয়ারকে ওপেনার হিসেবে তৈরি করতে হয়।এই সময়ের ওয়ানডে ক্রিকেটে যেকজন তরুণ ওপেনার চমৎকার সফলতা দেখিয়েছেন তাদের মধ্যে বাংলাদেশের লিটন দাস, ভারতের শুভমান গিল ও পাকিস্তানের ইমাম-উল-হক সবচেয়ে এগিয়ে রয়েছেন।এই তিন  ব্যাটারকে আদর্শ তরুণ ওয়ানডে ওপেনার বলা যায়।  এই তিন তরুণ ওয়ানডে ওপেনারকে নিয়ে এখানে আলোচনা করছি।



লিটন দাস 


লিটন দাস বেশকবছর ধরে বাংলাদেশের সাদা বলের ওপেনার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন। এবং ক্রমশ এই ওপেনার নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন।লিটন দাসের ব্যাটিংয়ে একই সাথে ক্লাস ও স্ট্রোকপ্লের সমন্বয় দেখা যায় এবং এরফলে লিটনের ব্যাটিংয়ে একধরণের ধারাবাহিকতা ফুটে উঠে। এছাড়া এই ডানহাতি ওপেনার সবধরনের শট খেলতে পারেন যা তার একটি বিশেষ গুণ। উল্লেখ্য একজন আদর্শ ওপেনারের সবগুণই লিটন দাসের মধ্যে ফুটে উঠে।


গুভমান গিল 


শুভমান গিল বর্তমান সময়ের অন্যতম সেরা তরুণ ওয়ানডে ওপেনার হিসেবে স্বীকৃত। পাওয়ারফুল হিটার ও স্ট্রোকমেকার হিসেবে ইতোমধ্যে তাঁর একটি পরিচিতি তৈরি হয়েছে।গিলের ব্যাটিংয়ে চমৎকার ব্যালান্স চোখে পড়ে । এছাড়া সাদা বলের একজন আদর্শ ওপেনারের সবগুণই গিলের ব্যাটিংয়ে দেখা যায়।যেভাবে এখন খেলছেন সেটি ধরে রাখতে পারলে ধারণা করা হয় তরুণ এই ভারতীয় ব্যাটার ধীরে ধীরে সাদা বলের ক্রিকেটের এক সফল ও আদর্শ  ওপেনার হয়ে উঠবেন।



ইমাম-উল-হক 


এই সময়ের সেরা তরুণ ওয়ানডে ওপেনার হিসেবে পাকিস্তানের ইমাম উল হকের নামটিও বলতে হয়। চমৎকার শট খেলার সামর্থ্য এবং সেইসাথে ক্লাস মিলিয়ে ইমাম উল হক এই সময়ের সাদা বলের ক্রিকেটে সেরা এক ওপেনার হিসেবে স্বীকৃত।ইমাম উল হকের ব্যাটিংয়েও চমৎকার ব্যালান্স চোখে পড়ে যেখানে এই ওপেনার সবধরনের শট খেলতে অভ্যস্ত আবার পাওয়ারফুল হিটার হিসেবেও সফল।এই পাক ওপেনার একই সাথে নতুন বলে যেমন শট খেলতে পারেন তেমনি তাঁর মধ্যে দ্রুত উইকেটে সেট হওয়ার  দক্ষতা রয়েছে ।ফলে সবকিছু মিলিয়ে এই সময়ের ওয়ানডে তথা সাদা বলের ক্রিকেটে এক সেরা ও আদর্শ তরুণ ওপেনার হিসেবে ইমাম উল হকের নাম বলা যায়।


২০২২ সিপিএলের ৬ স্কোয়াড

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি হয়ে গেল ২০২২ সিপিএলের প্লেয়ার ড্রাফট ।এবারও যথারীতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) টিমগুলো তারকাবহুল হয়েছে।প্রায় সবগুলো টিমেই পাওয়ারহিটারদের ছড়াছড়ি । এছাড়া এবারের সিপিএলের টিমগুলোতে বেশ ব্যালান্স রয়েছে। উল্লেখ্য এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ আগামী ৩১ আগষ্ট মাঠে গড়াবে।এখানে ২০২২ সিপিএলের ৬ স্কোয়াডের বিস্তারিত দেখে নিন।


জামাইকা তালাওয়াশ 


যথারীতি এবারও সিপিএলের জনপ্রিয় টিম জামাইকা তালাওয়াশ ব্যালান্সড স্কোয়াড গড়েছে।এই টিমে রভম্যান পাওয়েল,ফেবিয়ান এলেন, কেনার লুইস,ইমাদ ওয়াসিম,মোঃ আমিরের মত তারকা প্লেয়াররা  রয়েছেন ।

স্কোয়াড : রভম্যান পাওয়েল, ফেবিয়ান এলেন,স্বন্দিপ লামিচানে, মোঃ আমির,ব্রেন্ডন কিং,ইমাদ ওয়াসিম, কেনার লুইস,শামার ব্রুকস, মিগুয়েল প্রিটোরিয়াস,ক্রিস গ্ৰিন,রেমন রেইফার,জেমি মার্চেন্ট, শামার স্পিঙ্গার, আমির জাঙ্গু, নিকোলাস গর্ডন,কার্ক ম্যাকেঞ্জি,জসুয়া জেমস।



বার্বাডোজ রয়ালস 


বার্বাডোজ রয়ালস এবারও বেশ তারকাবহুল স্কোয়াড করেছে।এই টিমে এবার ডিকক,জেসন হোল্ডার,ডেভিড মিলার,কাইল মায়ার্স,হেইডেন ওয়ালশ,ওশানে থমাসের মত বিশ্বসেরা টিটুয়েন্টি প্লেয়ার রয়েছেন।

স্কোয়াড : কুইন্টন ডি কক,জেসন হোল্ডার, ডেভিড মিলার, মুজিব উর রহমান,ওবেদ ম্যাকয়,কাইল মায়ার্স,আজম খান,হেইডেন ওয়ালশ,ওশানে থমাস,রাকিম কর্ণওয়াল,ডেভন থমাস,জশুয়া বিশপ,জাষ্টিন গ্ৰিভস,করভিন বস্ক,নিম ইয়ং,টেডি বিশপ,রেমন সিমন্ডস।



সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্স 


সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্স এবার ডোয়াইন ব্রাভো,এভিন লুইস,ওয়ানিন্দু হাসারাঙ্গা,শেলডন কটরেল,আন্দ্রে ফ্লেচারের মত তারকা টিটুয়েন্টি প্লেয়ারদের টিমে ভিড়িয়েছে।

স্কোয়াড : ডোয়াইন ব্রাভো, এভিন লুইস,আন্দ্রে ফ্লেচার,ওয়ানিন্দু হাসারাঙ্গা,শেরফানে রাদারফোর্ড,ডোয়াইন প্রিটোরিয়াস,ডারেন ব্রাভো,শেলডন কটরেল,ডেয়াল্ড ব্রেভিস,ডমিনিক ড্রেকস,ইজহারুল হক নাভিদ,জশুয়া ডি সিলভা,জসরাস জাগেসার,কেসি কার্টি, কেলভিন পিটম্যান,জ্যাডেন কারমাইকেল,কাশিম আকরাম।



সেন্ট লুসিয়া কিংস 


সেন্ট লুসিয়া কিংস যথারীতি এবারও শক্তিশালী স্কোয়াড করেছে।এই টিমে ফাফ ডু প্লেসিস,টিম ডেভিড,রুষ্টন চেজ,জনসন চার্লসের মত জনপ্রিয় টিটুয়েন্টি প্লেয়াররা রয়েছেন।

স্কোয়াড : ফাফ ডু প্লেসিস, টিম ডেভিড, রুষ্টন চেজ, জনসন চার্লস,ডেভিড উইসি,কেসরিক উইলিয়ামস,আলজারি জোসেফ,স্কট কুগলেইগ,মার্ক ডেয়াল,জেভর রয়াল,ম্যাথু ফুর্ড,লেয়র ল্যাগ,প্রেষ্টন ম্যাকসুইন,ল্যারি এডওয়ার্ডস,আকিম অগাস্ত,রিভালদো ক্লার্ক।


ত্রিনবাগো নাইট রাইডার্স 


ত্রিনবাগো নাইট রাইডার্স এবারের সিপিএল ড্রাফটে একটি ব্যালান্সড স্কোয়াড গড়ার চেষ্টা করেছে এবং এই ফ্রাঞ্চাইজিটি  দারুণ কিছু টিটুয়েন্টি প্লেয়ারকে টিমে ভিড়িয়েছে।এই টিমে এবার কিয়েরন পোলার্ড, সুনীল নারাইন, নিকোলাস পুরান,মাহিশ থিকসানার মত বিশ্বসেরা টিটুয়েন্টি প্লেয়ার রয়েছেন।

স্কোয়াড : কিয়েরন পোলার্ড,আন্দ্রে রাসেল, নিকোলাস পুরাণ, সুনীল নারাইন,কলিন মুনরো,আকিল হোসেন,টিম সেইফার্ট,মাহিশ থিকসানা,জেইডেন সিলস,সেকুগে প্রসন্ন,আলি খান,টিওন ওয়েবস্টার,ক্যারি পিয়েরে,অ্যান্ডারসন ফিলিপ,ট্রেন্স হিন্ডস,শ্যারন লুইস,লিওনার্দো জুলিয়েন।




গায়ানা আমাজন ওয়ারিয়র্স 


গায়ানা আমাজন ওয়ারিয়র্স এবার একটি তারকাবহুল স্কোয়াড করতে সক্ষম হয়েছে।এই টিমে এবার চমৎকার কিছু টিটুয়েন্টি ব্যাটার ও বোলার রয়েছেন। এবার গায়ানা আমাজন ওয়ারিয়র্সের তারকা প্লেয়ারদের মধ্যে ইমরান তাহির,শিমরন হেটমায়ার,ওডিয়ান স্মিথ,তাবরিজ সামসি,সাই হোপ,পল স্টারলিংয়ের বিশেষভাবে বলতে হয়।

স্কোয়াড : শিমরন হেটমায়ার,তাবরিজ সামসি, ইমরান তাহির,ওডিয়ান স্মিথ, রোমারিও শেফার্ড,কলিন ইনগ্ৰাম,চন্দরপল হেমরাজ,শাই হোপ,পল স্টারলিং, হেনরিখ ক্লাসেন,কিমো পল, জার্মেইন ব্লাকউড,গোদাকেশ মটি,ভেরেসামি পেরমল,রন্সফোর্ড বিটন,ম্যাথু নান্ডু,জুনিয়র সিনক্লেয়ার।



আন্তর্জাতিক টিটুয়েন্টির সর্বকনিষ্ঠ ৫ সেঞ্চুরিয়ান

                                                                
                                           ছবি: গুস্তাভ ম্যাকেওন


প্রিয় ক্রিকেট ডটকমঃ ফ্রান্সের ব্যাটার গুস্তাভ ম্যাকেওন এখন আন্তর্জাতিক টিটুয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ।সম্প্রতি সুইজারল্যান্ডের বিপক্ষে ২০২৪ টিটুয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয়ান উপ-আঞ্চলিক বাছাইপর্বের এক ম্যাচে  ম্যাকেওন(১৮ বছর ২৮০দিন বয়সে) সেঞ্চুরি করেন। উল্লেখ্য এটিই আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। আন্তর্জাতিক টিটুয়েন্টির সর্বকনিষ্ঠ ৫ সেঞ্চুরিয়ানের রেকর্ড এখানে তুলে ধরছি।


গুস্তাভ ম্যাকেওন 

ফ্রান্সের গুস্তাভ ম্যাকেওন সম্প্রতি সুইজারল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ২৮০ দিন বয়সে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করেন।এটি আন্তর্জাতিক টিটুয়েন্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।


হজরতউল্লা জাজাই 

আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানদের মধ্যে আফগান ব্যাটার হজরতউল্লা জাজাই (২০ বছর ৩৩৭ দিন বয়সে সেঞ্চুরি করেছেন) অন্যতম। উল্লেখ্য জাজাই ১৯৯৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন।


শিবকুমার পেরিয়ালওয়ার 


আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরিয়ানের মধ্যে অন্যতম হচ্ছেন রোমানিয়ার শিবকুমার পেরিয়ালওয়ার। শিবকুমার পেরিয়ালওয়ার ১৯৯৮ সালে তুরস্কের (বর্তমান তুর্কিয়ে) বিপক্ষে ২১ বছর ১৬১দিন বয়সে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করেন।


ওরচিড টুইচেঙ্গে 


আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরিয়ানের তালিকায় রুয়ান্ডার ব্যাটার ওরচিড টুইচেঙ্গের (টুইচেঙ্গে ২০২১ সালে সিচেলেসের বিপক্ষে ২১ বছর ১৯০দিন বয়সে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সেঞ্চুরি করেন) নামটিও রয়েছে।টু


দিপেন্দ্র সিং এইরি 

নেপালের ব্যাটার দিপেন্দ্র সিং এইরিও (এইরি  মালয়েশিয়ার বিপক্ষে ২০০০ সালে ২২বছর ৬৮দিন বয়সে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সেঞ্চুরি করেন) আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ ৫ সেঞ্চুরিয়ানের তালিকায় রয়েছেন।


বাংলাদেশের আসন্ন জিম্বাবুয়ে সফরসূচি ও স্কোয়াড

                                                           


প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশের আসন্ন জিম্বাবুয়ে সফরসূচি চূড়ান্ত হয়েছে। এবং ইতোমধ্যে বাংলাদেশের  ওয়ানডে ও টিটুয়েন্টি স্কোয়াডও ঘোষণা করা হয়েছে।  এবারের জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ টিমে বেশকিছু চমক রয়েছে।উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টিটুয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ।অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান আগেই ছুটি নিয়েছেন। এছাড়া অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এবার টিটুয়েন্টি টিমে নেই।এরফলে এবারের জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দল অনেকাংশে তারুণ্য নির্ভর।আসন্ন জিম্বাবুয়ে সফরের সূচি ও বাংলাদেশের  স্কোয়াড দেখে নিন।


সিরিজসূচি 


এবারের জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল তিনটি টিটুয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। বাংলাদেশ-জিম্বাবুয়ে  টিটুয়েন্টি ও ওয়ানডে সিরিজ সূচি দেখে নিন।


প্রথম টিটুয়েন্টি ,৩০ জুলাই 

ভেন্যু : হারারে 

বাংলাদেশ সময় : বিকাল ৫টা।



দ্বিতীয় টিটুয়েন্টি, ৩১ জুলাই 

ভেন্যু : হারারে

বাংলাদেশ সময় : বিকাল ৫টা।



তৃতীয় টিটুয়েন্টি , ২ আগষ্ট 

ভেন্যু : হারারে 

বাংলাদেশ সময় : বিকাল ৫টা।




প্রথম ওয়ানডে ,৫ আগষ্ট 

ভেন্যু : হারারে 

বাংলাদেশ সময় : দুপুর সোয়া ১টা।


দ্বিতীয় টিটুয়েন্টি, ৭ আগষ্ট 

ভেন্যু: হারারে 

বাংলাদেশ সময় : দুপুর সোয়া ১টা।



তৃতীয় টিটুয়েন্টি, ১০ আগষ্ট 

ভেন্যু : হারারে 

বাংলাদেশ সময় : দুপুর সোয়া ১টা।



বাংলাদেশ-জিম্বাবুয়ে টিটুয়েন্টি রেকর্ড 


বাংলাদেশ ইতোপূর্বে জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি (১৬টি)টিটুয়েন্টি ম্যাচ খেলেছে। এরমধ্যে ১১টিতে বাংলাদেশ জিতেছে ও ৫টিতে জিম্বাবুয়ে জিতেছে।


বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে রেকর্ড 


বাংলাদেশ সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচও(৭৮টি) জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছে।এর মধ্যে ৫০টিতে বাংলাদেশ জয় পেয়েছে ও ২৮টিতে জিম্বাবুয়ে জয়লাভ করেছে।


বাংলাদেশ টিটুয়েন্টি স্কোয়াড 


আসন্ন জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ টিটুয়েন্টি স্কোয়াড দেখে নিন।

নুরুল হাসান সোহান (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস,আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ,মুনিম শাহরিয়ার,শেখ মেহেদী হাসান,নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান,শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, পারভেজ ইমন, নাজমুল হোসেন শান্ত।


বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড 


আসন্ন জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড দেখে নিন।

 তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, ‍মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, আফিফ হোসেন , নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।



সদ্য অবসরে যাওয়া উইন্ডিজ ব্যাটার সিমন্সের ক্যারিয়ার ও অন্যান্য

                                                          
                                             ছবি: লেন্ডল সিমন্স


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার লেন্ডল সিমন্স।পাওয়ারফুল হিটার হিসেবে লেন্ডল সিমন্সের জনপ্রিয়তা রয়েছে।বিশেষত বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি টুনার্মেন্টের নিয়মিত মুখ সিমন্স। যদিও বেশ কয়েকবছর ধরে এই উইন্ডিজ ওপেনার জাতীয় দলের বাইরে রয়েছেন।লেন্ডল সিমন্সের ক্যারিয়ার ও বিভিন্ন অজানা তথ্য এখানে তুলে ধরছি।



টেস্ট ক্যারিয়ার 


লেন্ডল সিমন্স খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাননি।এই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮টি টেস্ট খেলেছেন যেখানে তাঁর মোট রানসংখ্যা ২৭৮।


ওয়ানডে ক্যারিয়ার 


লেন্ডল সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট রানসংখ্যা ১,৯৫৮। ওয়ানডে ক্রিকেটে সিমন্সের ২টি সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরি রয়েছে।


টিটুয়েন্টি ক্যারিয়ার 


লেন্ডল সিমন্স টিটুয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা ওপেনার হিসেবে স্বীকৃত।সিমন্স ওয়েষ্ট ইন্ডিজের হয়ে ৬৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট রানসংখ্যা ১,৫২৭।



লিন্ডন সিমন্সের বিভিন্ন অজানা তথ্য 


লেন্ডল সিমন্সের কিছু অজানা তথ্য এখানে তুলে ধরছি।


ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১২ ও ২০১৬ টিটুয়েন্টি বিশ্বকাপ জয়


লেন্ডল সিমন্স ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ সালের টিটুয়েন্টি বিশ্বকাপ জয়ী টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।


দুটি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন 


লেন্ডল সিমন্স দুটি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলা বিরল ক্রিকেটারদের একজন। লেন্ডল সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি(২০০২ ও ২০০৪) অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন।



ক্রিকেটে তিন ভূমিকা পালন 


লেন্ডল সিমন্স একাধারে মারকুটে ওপেনার আবার মাঝে মধ্যে মিডিয়াম পেস বোলিং করতে পারেন এবং এমনকি উইকেটরক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


আইপিএলে চমৎকার ব্যাটিং 


একসময় লেন্ডল সিমন্স  ওপেনার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে চমৎকার সফলতা পান।



ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি ক্রিকেটে সাফল্য 


লেন্ডল সিমন্স মারকুটে টিটুয়েন্টি ওপেনার হিসেবে জনপ্রিয়।লেন্ডল সিমন্স বিশ্বের সেরা সব ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি লিগের নিয়মিত মুখ। আইপিএল, সিপিএলসহ  সেরা সব ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি লিগে সিমন্সের দারুণ সফলতা রয়েছে।


ওয়ানডে থেকে সদ্য অবসরে যাওয়া স্টোকসের কিছু সেরা পারফরম্যান্স

                                                               
                                             ছবি: বেন স্টোকস


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয়ের নেপথ্য কারিগর বেন স্টোকস। উল্লেখ্য এন্ডু ফ্লিনটফের পর স্টোকসকে ইংল্যান্ডের সবচেয়ে সফল পেস অলরাউন্ডার হিসেবে  বিবেচনা করা হয়।বেন স্টোকস দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের ওয়ানডে টিমের টপঅর্ডার ও পেস অ্যাটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।তবে  বেন স্টোকসের ওয়ানডে ক্যারিয়ারের সেরা অর্জন  ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ শিরোপা জয়।বেন স্টোকসের ওয়ানডে ক্যারিয়ার ও কিছু সেরা পাফরম্যান্সচিত্র এখানে তুলে ধরছি।


স্টোকসের ওয়ানডে ক্যারিয়ার 


বেন স্টোকসকে ইংল্যান্ডের সর্বকালের সেরা ওয়ানডে অলরাউন্ডার বললে ভুল হবে না। এবং এই মেধাবী অলরাউন্ডার ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিজের সামর্থ্যের যথার্থ প্রমাণ রাখতে সমর্থ হন।মূলত স্টোকস ইংল্যান্ডের ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয়ের মূল কারিগর ছিলেন । উল্লেখ্য ২০১১ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত এই অলরাউন্ডার ১০৫টি ওয়ানডে খেলে ৩টি সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরিসহ মোট ২,৯২৪ রান করেন। এছাড়া স্টোকস ওয়ানডে ক্রিকেটে বল হাতে মোট ৭৪টি উইকেট নিয়েছেন। 


বেন স্টোকসের সেরা কিছু পারফরম্যান্স


বেন স্টোকসের ওয়ানডে ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু পারফরম্যান্স সম্পর্কে এখানে আলোচনা করছি।

২০১৯ বিশ্বকাপের নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রান 


বেন স্টোকসের ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর একটি হচ্ছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৮৪ রানের ইনিংস।এর উপর ভর করেই নিউজিল্যান্ড মূলত ফাইনালের জটিল (প্রথমে ম্যাচ টাই হয় তারপর সুপার ওভারে ইংল্যান্ড জয়ী হয়) পথ পাড়ি দিয়েছিল।



২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৯ রান 


বেন স্টোকসকে বলা হয় পারফেক্ট পেস অলরাউন্ডার। যদিও এরকম সফল পেস অলরাউন্ডার ক্রিকেটে খুব কম দেখা যায়।স্টোকসের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি পাফরম্যান্স হচ্ছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ৮৯ রান ,বল হাতে ২ উইকেট শিকার ও দুর্দান্ত ২টি ক্যাচ। বিশ্বকাপের প্রথম ম্যাচে স্টোকসের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে পরবর্তীতে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন হতে সহায়তা করেছে। 


ভারতের (২০২১) বিপক্ষে ৯৯ রান 


বেন স্টোকস তাঁর ক্যারিয়ারের সেরা ম্যাচগুলোর একটি  ২০২১ সালে ভারতের বিপক্ষে খেলেন।সেই ম্যাচে তাঁর ৯৯ রানের একটি ঝড়ো ইনিংসের উপর ভর করে ইংল্যান্ড ভারতের দেয়া ৩৩৭ রানের বিশাল টার্গেট অতিক্রম করে।


অষ্ট্রেলিয়ার(২০১৭) বিপক্ষে ১০২ 


২০১৭ সালে অষ্ট্রেলিয়ার বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে বেন স্টোকস তাঁর ক্যারিয়ারের সেরা একটি ইনিংস খেলেন।সেই ম্যাচে অষ্ট্রেলিয়ার ২৭৭ রান চেজ করতে নেমে একসময় ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয় ঘটে ।তবে শেষপর্যন্ত বেন স্টোকসের ১০২ রানের একটি অতিমানবীয় ইনিংস সেই ম্যাচে ইংল্যান্ডকে জয়ের পথে নিয়ে যায়।


২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৭১ রান 


বলা হয় ২০১৯ সালে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ের মূল রূপকার ছিলেন বেন স্টোকস।কারণ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের প্রায় প্রতিটি ম্যাচে বেন স্টোকসের অবদান ছিল।তেমনি স্টোকসের অপরাজিত ৭১ রানের উপর ভর করে পাকিস্তানের (২০১৯ বিশ্বকাপে) বিপক্ষে এক ম্যাচে ইংল্যান্ড ৩৪১ রান তাড়া করে জয়লাভ করে।




টিটুয়েন্টি থেকে তামিমের অবসর

                                                               
                                        ছবি: তামিম ইকবাল 


প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশের সফলতম ওপেনার তামিম ইকবাল সম্প্রতি আন্তর্জাতিক টিটুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ।এর ফলে এই অভিজ্ঞ ওপেনারের আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্যারিয়ার সমাপ্ত হলো।  ৭৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলা এই ওপেনার গত কিছুদিন যাবত আন্তর্জাতিক টিটুয়েন্টি থেকে দূরে ছিলেন। তামিম ইকবালের আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্যারিয়ার ও আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে তামিমের বিভিন্ন রেকর্ড  এখানে তুলে ধরছি।


আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্যারিয়ার 


তামিম ইকবাল দীর্ঘদিন ধরে বাংলাদেশের ওপেনিংয়ের এক নির্ভরতার প্রতীক হয়ে রয়েছেন। অবসরের ঘোষণা দেয়ার আগে বাংলাদেশের টিটুয়েন্টি  ওপেনার হিসেবেও তামিম ফাষ্টচয়েজ ছিলেন। আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেট থেকে অবসরের আগে তামিম ৭৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট রানসংখ্যা ১,৭৫৮। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এই বাঁহাতি ওপেনারের স্টাইকরেট ছিল ১১৬.৯৬। আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে তামিমের ১টি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরি রয়েছে।


আন্তর্জাতিক টিটুয়েন্টিতে দেশের প্রথম সেঞ্চুরিয়ান 


তামিম ইকবাল আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রথম ও একমাত্র সেঞ্চুরিয়ান। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টিটুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ওমানের বিপক্ষে তামিম সেঞ্চুরি করেন।


দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য ওপেনার 


তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ওপেনার হিসেবে স্বীকৃত। ভাই নাফিস ইকবাল ,জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার নাফিস, মোঃ আশরাফুল, জোনায়েদ সিদ্দিকী সহ আরও বেশকিছু ওপেনারকে সঙ্গী হিসেবে পেয়েছেন তামিম।তবে আর কোন‌ ওপেনার  তাঁর মত ধারাবাহিক ছিলেন না ।

শুরুর দিকে তামিম অচেনা ছিলেন 


একসময় বড় ভাই নাফিস ইকবালের সাথে ওপেন করলেও তাঁর মধ্যে অতিরিক্ত শট খেলার প্রবণতা ছিল এবং এর ফলে তাঁর (তামিম) আন্তর্জাতিক ক্যারিয়ার  নিয়ে অনেকে আশাবাদী ছিলেন না। যদিও পরবর্তীতে এই বাঁহাতি ব্যাটার বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনার হিসেবে প্রতীষ্ঠা পান ।

তামিম ইকবালের ভারতবধ 


নিজের পঞ্চম একদিনের আন্তর্জাতিক ম্যাচে (২০০৭সালের বিশ্বকাপে) ভারতের বিপক্ষে ৫১ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তামিম এবং এর উপর ভর করে সেই ম্যাচে বাংলাদেশ জয় পায়।মূলত এই হারের ফলে ভারত সেবার বিশ্বকাপ থেকে আগাম বিদায় নেয়। উল্লেখ্য তামিমের সেই ফিফটি দীর্ঘদিন  বাংলাদেশ ক্রিকেটের এক আলোচিত বিষয় ছিল।


ওপেনিংয়ে সর্বোচ্চ রান 


বাংলাদেশের এযাবতকালের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার হিসেবে তামিম ইকবালের নামটি উচ্চারিত হয়। জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশনে (ওপেনিং) তামিম বারবার তাঁর সফলতা ও ধারাবাহিকতা দেখিয়েছেন। উল্লেখ্য আন্তর্জাতিক টিটুয়েন্টিতে(ওপেনিংয়ে) বাংলাদেশের ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান  তামিম ইকবালের ১,৭০১।

বিদেশে বাংলাদেশের যত সিরিজ জয়

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হচ্ছে বিদেশে সিরিজ জয়। আর এশিয়ার ক্রিকেট প্লেয়িং দেশগুলোর জন্য  উপমহাদেশের বাইরে সিরিজ জয় আরও বেশি কঠিন কাজ। যদিও এশিয়ার দেশগুলোতে খেলতে এসে এশিয়ার বাইরের টিমগুলোও একই সমস্যায় পড়ে ।আর এক্ষেত্রে ভিন্ন কন্ডিশনই মূলত প্রধান বাধা হিসেবে কাজ করে। তবে কন্ডিশন কঠিন হলেও ভালো ক্রিকেট খেললে বিদেশেও ভালো করা যায় এমন উদাহরণ ক্রিকেটে রয়েছে। তেমনি  বাংলাদেশ সদ্যসমাপ্ত ওয়েষ্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে এক চমৎকার নজির স্থাপন করেছে। উল্লেখ্য বাংলাদেশ এর আগেও ওয়েষ্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিতেছে।আসুন বিদেশে বাংলাদেশের সিরিজ জয়ের রেকর্ডগুলো দেখে নিই।


২০০৬ সালে কেনিয়ায় সিরিজ জয় 


বাংলাদেশ প্রথম বিদেশের মাটিতে সিরিজ জয় করে ২০০৬ সালে কেনিয়ায়। কেনিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জেতে।এটি বাংলাদেশের প্রথম বিদেশের মাটিতে সিরিজ জয়ের রেকর্ড।



২০০৬/০৭ সালে জিম্বাবুয়েতে সিরিজ জয় 


বাংলাদেশ ২০০৬/০৭ সালে জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে (৩-১)  জয়লাভ করে।


২০০৬/০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয় 


বাংলাদেশ ২০০৬/০৭ সালে ওয়েষ্ট ইন্ডিজে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হয়।সেই সিরিজে অপর দুটি দল ছিল যথাক্রমে কানাডা ও বারমুডা।


২০০৯ সালে ওয়েষ্ট ইন্ডিজে সিরিজ জয় 


বাংলাদেশ ২০০৯ সালে ওয়েষ্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয়লাভ করে।


২০০৯ সালে জিম্বাবুয়েতে সিরিজ জয় 


২০০৯ সালে বাংলাদেশ জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে জয়লাভ করে।


২০১৮ সালে ওয়েষ্ট ইন্ডিজে সিরিজ জয় 


বাংলাদেশ ২০১৮ সালে ওয়েষ্ট ইন্ডিজের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে২-১ ব্যবধানে জয়লাভ করে।


২০১৯ সালে আয়ারল্যান্ডে সিরিজ জয় 


বাংলাদেশ ২০১৯ সালে আয়ারল্যান্ডের মাঠে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়।সেই সিরিজে অপর দুটি দল ছিল স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েষ্ট ইন্ডিজ।



২০২১ সালে জিম্বাবুয়েতে সিরিজ জয় 


২০২১ সালে বাংলাদেশ জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয়লাভ করে। 


২০২১/২২ সালে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় 


বাংলাদেশ ২০২১/২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করে।


২০২২ সালে ওয়েষ্ট ইন্ডিজে সিরিজ জয় 


সর্বশেষ বাংলাদেশ ওয়েষ্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয়লাভ করলো।


এউইন মরগানের সেরা ইনিংস

                                                              
                                             ছবি: এউইন মরগান



প্রিয় ক্রিকেট ডটকমঃ আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের এক বিস্ময় এউইন মরগান।একই ক্যারিয়ারে দুটি দেশের হয়ে সফলভাবে  আন্তর্জাতিক খেলা এক অনন্য চরিত্র মরগান। এবং অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো মরগানের এক অনন্য রেকর্ড।আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসরে যাওয়া আইরিশ বংশোদ্ভূত এই ইংলিশ ব্যাটারের কিছু সেরা ইনিংস নিয়ে এখানে আলোচনা করছি।


অষ্ট্রেলিয়ার বিপক্ষে ১২১


এউইন মরগান আয়ারল্যান্ড ও পরবর্তীতে ইংল্যান্ডের হয়ে দারুণ সব ইনিংস খেলেছেন।তেমনি ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে অষ্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের এক ম্যাচে  মরগান ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন যা এই ব্যাটারের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস হিসেবে স্বীকৃত।


পাকিস্তানের বিপক্ষে ৬৬ 


মরগানের অসাধারণ নেতৃত্ব ও চমৎকার ব্যাটিংয়ের বদৌলতে ইংলিশরা বহুম্যাচ জিতেছে।তেমনি ২০২০ সালে ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে এক টিটুয়েন্টি ম্যাচে মরগান ৩৩ বলে ৬৬ রানের এক টর্নেডো ইনিংস খেলে ইংলিশদের জয়ের বন্দরে নিয়ে যান।এই ইনিংসটি মরগানের ক্যারিয়ারের অন্যতম সেরা এক ইনিংস হিসেবে স্বীকৃত।


নিউজিল্যান্ডের বিপক্ষে ৯১ 


মরগানকে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের এক বিস্ময়কর আবিষ্কার বললে ভুল হবে না। নিজের চৌকস নেতৃত্ব ও ধারাবাহিক উচ্চ স্টাইকরেটে ব্যাটিংয়ের মাধ্যমে মরগান  ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে রীতিমতো বাজিমাত করতে সক্ষম হন । মরগানের ক্যারিয়ারের সেরা এক ইনিংস হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়নে(২০১৯) ৪১ বলে ৯১ রান। উল্লেখ্য সেইম্যাচে ইংল্যালিশরা তাদের সর্বোচ্চ টিটুয়েন্টি দলীয় স্কোর (২৪২)করতে সক্ষম হয়।


পাকিস্তানের বিপক্ষে ১৩০ 


এউইন মরগান সবধরনের বোলিংয়ের বিপক্ষে তাঁর সহজাত ব্যাটিং শৈলী প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। তেমনি ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে মরগান ট্রেন্টব্রিজ টেষ্টে ১৩০ দারুণ এক ইনিংস খেলেন।সেইম্যাচে মরগান তাঁর চমৎকার ব্যাটিং প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হন।


নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৩ 


এউইন মরগান ইংল্যান্ডের ক্রিকেটে দারুণ নেতৃত্ব ও চমৎকার ব্যাটিং শৈলীর জন্য বিখ্যাত। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে মরগান তাঁর ক্যারিয়ারের সেরা এক ইনিংস খেলেন ।সেই ম্যাচে মরগান ৮২ বলে ১১৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।এই ইনিংস মরগানের ক্যারিয়ারের অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচিত।


আফগানিস্তানের বিপক্ষে ১৪৮ 


এই সময়ের সীমিত ওভার ক্রিকেটে আফগানিস্তানের বোলিং বেশ শক্তিশালী হিসেবে স্বীকৃত। শক্তিশালী আফগান বোলিংয়ের বিপক্ষেও মরগানের দারুণ একটি ইনিংস রয়েছে। মরগান ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের শক্তিশালী আফগান বোলিংয়ের বিপক্ষে ১৪৮ রানের এক টর্নেডো ইনিংস খেলেন যা তাঁর ক্যারিয়ারের সেরা এক ইনিংস হিসেবে স্বীকৃত।


সাম্প্রতিক সাধারণ জ্ঞান

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ  সাম্প্রতিক সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলি দেখে নিন।




১. বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রথম নারী কমিশনার - ড. রুমানা ইসলাম।

২. বর্তমানে দেশে জিআই পণ্য - ১০টি।

৩. দেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় - ৫১টি।

৪. বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় - ২,৮২৪ মা:ড:।

৫. বর্তমানে দেশে জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫%।

৬. বাংলাদেশের দীর্ঘতম সেতু - পদ্মা বহুমুখী সেতু।

৭. পদ্মাসেতু উদ্বোধন করা হয় - ২৫ জুন,২০২২।

৮.' কলকাতায় বঙ্গবন্ধু' তথ্যচিত্রের নির্মাতা - গৌতম ঘোষ।

৯. 'বাঘাশাহী' হচ্ছে - একটি নতুন জাতের আম।

১০. ২০২২ সালে বিশ্বে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ - তৃতীয়।

১১. বর্তমানে যে জেলায় দারিদ্র্যের হার সর্বোচ্চ - কুড়িগ্রাম।

১২. বর্তমানে যে জেলায় দারিদ্র্যের হার সর্বনিম্ন - নারায়ণগঞ্জ।

১৩. বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা - ৪৪৮  ।

১৪. সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দেশে মোট প্রাকৃতিক গ্যাসের মজুদ - ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট।

১৫. বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি - মোহাম্মদ আব্দুল মুহিত।

১৬. দেশের প্রথম এক্সপ্রেসওয়ের নাম - জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে।

১৭. বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় - ৭টি।

১৮. ইলিশ মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ - প্রথম।

১৮. চাষের মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ - তৃতীয়।

১৯. বর্তমানে দেশে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)কয়টি - ৫টি।

২০. দেশের পঞ্চম ওয়াসা - সিলেট ওয়াসা।

২১. বর্তমানে দেশে নদীবন্দর - ৩৭টি।

২২. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার সময়কাল - ১৫-২১ জুন,২০২২।

২৩. পদ্মাসেতুর নিরাপত্তার জন্য যে নতুন সেনানিবাস  চালু হয়েছে - শেখ রাসেল সেনানিবাস।

২৪. বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম অবস্থিত - শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

২৫. বাংলাদেশের ৩৭তম নদীবন্দর - গাজীপুর নদীবন্দর।

২৬. ২০২২-২৩ সালের জাতীয় বাজেটের পরিমাণ - ৬ লাখ ৭৮হাজার ৬৪কোটি টাকা।

২৭. ২০২২-২৩ এর জাতীয় বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ - ২ লাখ ৪৬হাজার ৬৬কোটি টাকা।

২৮. ২০২২-২৩ জাতীয় বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে - ৭.৫%।

২৯. ২০২২-২৩ জাতীয় বাজেটে করমুক্ত আয়সীমা - ৩ লাখ টাকা।

৩০. শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী - রনিল বিক্রমাসিংহে।

৩১. হংকংয়ের নতুন প্রধান নির্বাহী - জন লি-কা চিউ।

৩২. পাকিস্তানের ৩৭তম পররাষ্ট্রমন্ত্রী - বিলাওয়াল ভুট্টো।

৩৩. প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ - রাশিয়া।

৩৪. বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ - চীন।

৩৫. গম রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ - রাশিয়া।

৩৬. এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের সদস্য - ৯১টি।

৩৭. চারদেশীয় জোট কোয়াডের সদস্য - ৪টি (যুক্তরাষ্ট্র, জাপান,ভারত ও অস্ট্রেলিয়া)।

৩৮. সম্প্রতি ন্যাটোতে যুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে যে দুই দেশ - ফিনল্যান্ড ও সুইডেন।

৩৯. আন্তর্জাতিক হাইড্রোগ্ৰাফিক সংস্থার বর্তমান সদস্যসংখ্যা - ৯৮।

৪০. সামরিক ব্যয়ে বর্তমানে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।

৪১. প্রবাসী আয়ে বর্তমানে শীর্ষ দেশ - ভারত।

৪২. ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ৩৫তম আসরে চ্যাম্পিয়ন হয় - শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

৪৩. টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রান করা প্রথম বাংলাদেশি ব্যাটার - মুশফিকুর রহিম।

৪৪. বুচা শহর যে দেশে অবস্থিত - ইউক্রেন।

৪৫. মার্কিন সুপ্রিমকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি - কেতানজিব্রাউন জ্যাকসন।

৪৬. মার্চ ২০২২ এ বাংলাদেশ পুলিশ যে সংস্থার পর্যবেক্ষকের মর্যাদা পায় - আসিয়ানাপোল।

৪৭. সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি(CTBT) অনুমোদন করেছে - ১৭২টি দেশ।

৪৮. ইষ্ট আফ্রিকান কমিউনিটির (EAC)বর্তমান সদস্য - ৭টি।

৪৯. ১৭তম জি২০ সম্মেলন অনুষ্ঠিত হবে - বালি, ইন্দোনেশিয়া।

৫০. ৯৪তম অস্কার আসরে সেরা চলচ্চিত্র - কোডা।

৫১. ২০২২ সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন - ডেনিস পারনেল সেলিভান।

৫২. বর্তমানে জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ - চীন।

৫৩. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা - ১৬.৭৯কোটি।

৫৪. ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে - আল বায়েত স্টেডিয়ামে।

৫৫. ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে - লুসাইল আইকনিক স্টেডিয়ামে।

৫৬. ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপের মাসকট - লায়েব।

৫৭. ২০২২ ফিফা কাতার বিশ্বকাপের বলের নাম - আল রিহলা।

৫৮. ১২তম নারী বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় - অষ্ট্রেলিয়া।

৫৯. তুরস্কের বর্তমান নাম - তুর্কিয়ে।

৬০. ভারতে প্রথমবারের মতো বেসরকারি ট্রেন চালু হয় - ১৪ জুন,২০২২।

৬১. বর্তমানে জাতিসংঘের অস্থায়ী সদস্য - ইকুয়েডর, জাপান,মালটা,মোজাম্বিক, সুইজারল্যান্ড।

৬২. সম্প্রতি যে দুটি দেশের মধ্যে সড়কসেতু চালু হয় - চীন-রাশিয়া।

৬৩. সম্প্রতি আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল - রিখটার স্কেলে ৬.১ মাত্রা।

৬৪. ২০২২ সালের পরিবেশ বিষয়ক সূচকে শীর্ষ দেশ - ডেনমার্ক।

৬৫. ২০২২ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর - হংকং।

৬৬. ২০২২ সালে ফ্রেঞ্চ ওপেনের পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন - রাফায়েল নাদাল (স্পেন) ও ইগা সিওনতেক(পোল্যান্ড)।

৬৭. ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোর - ইংল্যান্ডের ৪৯৮।




ওয়ানডের যে রেকর্ডের শীর্ষে ইংল্যান্ড

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ একসময় ওয়ানডে ক্রিকেটে তিনশ' রানের দলীয় টোটাল পূর্ণ করতে দলগুলোকে  বেগ পেতে হতো।তবে টিটুয়েন্টি ক্রিকেটের বদৌলতে ওয়ানডে ক্রিকেটে দলীয় টোটালের সীমা চারশ ছাড়িয়েছে বহুবার। এমনকি সম্প্রতি ইংল্যান্ড নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের একম্যাচে প্রায় পাঁচশ রানের (৪৯৮ রান)  স্কোর করতে সক্ষম হয়। উল্লেখ্য ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সেরা ৫ দলীয় টোটালের প্রথম তিনটিই ইংল্যান্ডের দখলে। এখানে ওয়ানডে ক্রিকেটের শীর্ষ ৫ দলীয় টোটালের রেকর্ড তুলে ধরছি।



ইংল্যান্ড ৪৯৮/৪ 


ইংল্যান্ডের ব্যাটার জস বাটলার,জনি বেয়ারস্টো,জেসন রয় ,এউইন মরগান,বেন স্টোকস,লিয়াম লিভিংস্টোনদের এই সময়ের সবচেয়ে পাওয়ারফুল হিটার হিসেবে গণ্য করা হয়। আর দিনশেষে ইংল্যান্ডের সেরা সব ওয়ানডে টোটালের রূপকারও এরাই। এবং এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইংল্যান্ড নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের একম্যাচে ৪৯৮ রানের বিশাল দলীয় টোটাল পূর্ণ করতে সক্ষম হয়।একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের( ওয়ানডে) এযাবতকালের ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় ইনিংস। উল্লেখ্য এই ম্যাচে ইংল্যান্ডের গড় রানরেট ছিল ৯.৯৬।



ইংল্যান্ড ৪৮১/৬ 


ইংল্যান্ডের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের আরেক নজির স্থাপিত হয় ২০১৮ সালে।২০১৮ সালে অষ্ট্রেলিয়ার বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে ইংলিশরা ৪৮১ রানের বিশাল এক দলীয় টোটাল করতে সক্ষম হয় যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। উল্লেখ্য সেই ম্যাচে ইংল্যান্ডের গড় রানরেট ছিল ৯.৬২।


ইংল্যান্ড ৪৪৪/৩ 


ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের সেরা আবিষ্কার হিসেবে জস বাটলার,জনি বেয়ারস্টো,জেসন রয়, এউইন মরগান,লিয়াম লিভিংস্টোন,বেন স্টোকসদের নাম বিশেষভাবে উচ্চারিত হয়। এবং এদের হাত ধরে ইংল্যান্ডের অসাধারণ সব ওয়ানডে রেকর্ড হয়েছে। তেমনি ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের ৪৪৪ রানের দলীয় টোটাল এক অনন্য নজির।এটি ছিল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্ৰহ। উল্লেখ্য সেইম্যাচে ইংল্যান্ডের গড় রানরেট ছিল ৮.৮৮।



শ্রীলঙ্কা ৪৪৩/৯ 


ওয়ানডে ক্রিকেটের সেরা ব্যাটারদের অনেকেই শ্রীলঙ্কার হয়ে খেলেছেন।এক্ষেত্রে শ্রীলঙ্কার সেরা ওয়ানডে ব্যাটার হিসেবে অরবিন্দ ডি সিলভা,সনাথ জয়াসুরিয়া, কুমার সাঙ্গাকারা,মাহেলা জয়াবর্ধনে,তিলকেরত্নে দিলসানের নাম বিশেষভাবে বলতে হয়।ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার দারুণ সব রেকর্ড রয়েছে।তেমনি ওয়ানডে ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ দলীয় টোটালও শ্রীলঙ্কাই করে।২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে লংকানরা নির্ধারিত ৫০ ওভারে ৪৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়।সেই ম্যাচে লংকানদের গড় রানরেট ছিল ৮.৮৬।


দক্ষিণ আফ্রিকা ৪৩৯/২ 


ওয়ানডে ক্রিকেটের সেরা দলগুলোর একটি দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটারদের অনেকেই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন। এক্ষেত্রে হার্শেল গিবস,গ্ৰায়েম স্মিথ,গ্যারি কার্স্টেন,হাশিম আমলা,এবি ডিভিলিয়ার্স,কুইন্টন ডি কক,ডেভিড মিলারের নাম বিশেষভাবে বলতে হয়। উল্লেখ্য ওয়ানডে ক্রিকেটের সেরা পাঁচ দলীয় টোটালের পঞ্চম টোটালটি দক্ষিণ আফ্রিকার দখলে রয়েছে।২০১৫ সালে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়ারা নির্ধারিত ৫০ ওভারে(৮.৭৮ গড়ে)  ৪৩৯ রানের বিশাল সংগ্রহ দাড় করায় যা ওয়ানডে ক্রিকেটের পঞ্চম সেরা দলীয় টোটাল।



ঈদের শুভেচ্ছা

                                                        


প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা।'প্রিয় ক্রিকেট ডটকম' এর পক্ষ থেকে সকল পাঠক ও শুভানুধ্যায়ীকে ঈদশুভেচ্ছা জানাচ্ছি।

সাকিবের নতুন রেকর্ড

                                                               
                                             ছবি: সাকিব আল হাসান


প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক ও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি টিটুয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। চলমান ওয়েষ্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টিটুয়েন্টি ম্যাচে সাকিব প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে ২হাজার রান ও ১০০টি উইকেট নেয়ার কীর্তি গড়েন। উল্লেখ্য এরফলে সাকিবের রেকর্ডবই আরও সমৃদ্ধ হল। এখানে সাকিব আল হাসানের ক্যারিয়ারের বিভিন্ন উল্লেখযোগ্য রেকর্ড তুলে ধরছি।


সাকিবের যত রেকর্ড 


বাংলাদেশ ক্রিকেটের এযাবতকালের সেরা এক আবিস্কার সাকিব আল হাসান। আপাদমস্তক ক্রিকেটারের এক অনন্য দৃষ্টান্ত সাকিব আল হাসান। এছাড়া ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা দেয়া এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের এক অনন্য অলরাউন্ডার হিসেবেও স্বীকৃত। আসুন সাকিব আল হাসানের ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেকর্ড সম্পর্কে জেনে নিই।


টিটুয়েন্টিতে প্রথম ২হাজার রান ও ১০০ উইকেট 


সাকিব আল হাসানের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেকর্ডগুলোর একটি হচ্ছে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ২হাজার রান ও ১০০ উইকেট শিকার।প্রথম  ক্রিকেটার হিসেবে সাকিব আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে একইসাথে ২হাজার রান ও ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন।


বিশ্বকাপে ১হাজার রান ও ৩০টির বেশি উইকেট শিকারি 


সাকিব আল হাসান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথম অলরাউন্ডার হিসেবে ১০০০এর বেশি রান ও ৩০টির বেশি উইকেট নিয়েছেন।


বিশ্বকাপে অনন্য নৈপুণ্য 


সাকিব আল হাসান ক্রিকেট বিশ্বকাপের এক আসরে ব্যাট হাতে ৪৭৬ রান ও বল হাতে ১০ উইকেট নেয়ার বিরল রেকর্ডের মালিক।


আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট


সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা বোলার হিসেবে স্বীকৃত । উল্লেখ্য ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের মোট উইকেটসংখ্যা ৬৩০ যা বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ।


সর্বাধিকবার ম্যাচে ৫ উইকেট 


আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব সর্বাধিক ২৩ বার ম্যাচে ৫ উইকেট নিয়েছেন।



সাদা বলে ইংল্যান্ডের শীর্ষ ক্যাপ্টেন

                                                                
                                                   ছবি: জস বাটলার


প্রিয় ক্রিকেট ডটকমঃ সাদা বলের (ওয়ানডে ও টিটুয়েন্টি) ক্রিকেটে ইংল্যান্ড বরাবরই একটি শক্তিশালী টিম। সম্প্রতি জস বাটলার ইংলিশদের সাদা বলের নেতৃত্ব পেয়েছেন। উল্লেখ্য ওয়ানডে ও টিটুয়েন্টি ক্রিকেটে ইংলিশরা  বেশকজন চৌকস অধিনায়ক পেয়েছে। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সেরা অধিনায়কদের মধ্যে সদ্য অবসরে যাওয়া এউইন মরগান, আলিষ্টার কুক, মাইকেল ভন,নাসের হোসেইন,পল কলিংউডের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে ইংল্যান্ডের সাদা বলের শীর্ষ ক্যাপ্টেনদের রেকর্ডচিত্র তুলে ধরছি।


এউইন মরগান 


এউইন মরগান  সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে স্বীকৃত।বলা হয় তাঁর নেতৃত্বে ইংলিশরা ওয়ানডে ও টিটুয়েন্টি ক্রিকেটে এক অনন্য টিমে পরিণত হয়। এবং মরগানের হাত ধরে ইংলিশরা ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। এছাড়া ইংল্যান্ডের টিটুয়েন্টি অধিনায়ক হিসেবেও মরগান সফল এক নাম। উল্লেখ্য মরগান ইতোমধ্যে ইংল্যান্ডকে সর্বাধিক ওয়ানডে (১২৬টি) ও টিটুয়েন্টি (৭২টি) ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।মরগানের নেতৃত্বে ইংলিশরা ৬৬টি ওয়ানডে ও ৪২টি টিটুয়েন্টি ম্যাচ জিতেছে। অধিনায়ক হিসেবে ওয়ানডে ও টিটুয়েন্টি  ক্রিকেটে মরগানের সাফল্যের হার যথাক্রমে ৬৬.২৫% ও ৬০.৫৬%।




আলিষ্টার কুক 


সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে) ইংল্যান্ডের সফল অধিনায়কদের মধ্যে আলিষ্টার কুক অন্যতম। সাবেক এই ইংলিশ ব্যাটারের নেতৃত্বে ইংলিশরা একটি টিটুয়েন্টি খেলেছে তবে সেটিতে তাদের হারতে হয়েছে।আলিষ্টার কুক ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক হিসেবে চমৎকার সফলতা  দেখাতে সক্ষম হন। কুকের নেতৃত্বে ইংলিশরা ৬৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৬টিতে জয়লাভ করে (সাফল্যের হার ৫৪.৪৭%)।



মাইকেল ভন 


সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সেরা অধিনায়কদের মধ্যে মাইকেল ভনের নামটিও বলতে হয়।ভন নিজে ব্যাট হাতে যেমন সফল ছিলেন তেমনি ওয়ানডে অধিনায়ক হিসেবেও তাঁর চমৎকার সফলতা রয়েছে। মাইকেল ভনের নেতৃত্বে ইংলিশরা ৬০টি ওয়ানডে ম্যাচ খেলে ৩২টিতে জয় পায় (সাফল্যের হার ৫৮.৯২%)।



নাসের হোসেইন 


সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের শীর্ষ ও সফল অধিনায়কদের তালিকায় নাসের হোসেইনের নামটিও উচ্চারিত হয়।নাসের হোসেইন ব্যাট হাতে নিজে যেমন সফল ছিলেন তেমনি ওয়ানডে নেতৃত্বেও তাঁর সফলতা রয়েছে। সাবেক এই ব্যাটারের নেতৃত্বে ইংলিশরা ৫৬টি ওয়ানডে ম্যাচ খেলে ২৮টিতে জয়লাভ করে (সাফল্যের হার ৫০.৯০%)।


পল কলিংউড 


সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সেরা অধিনায়কদের মধ্যে পল কলিংউড অন্যতম। উল্লেখ্য কলিংউড ইংলিশদের ওয়ানডে ও টিটুয়েন্টি দুধরনের ক্রিকেটেই নেতৃত্ব দিয়েছেন।পল কলিংউড নিজে দুর্দান্ত অলরাউন্ডার ছিলেন এবং একসময় সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডকে চমৎকার নেতৃত্ব দিয়েছেন।কলিংউডের নেতৃত্বে ইংলিশরা ৩০টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ১৭টিতে জয় পায় । এছাড়া সাবেক অলরাউন্ডারের নেতৃত্বে ইংলিশরা ২৫টি ওয়ানডে ম্যাচ খেলে ১১টিতে জয়লাভ করে।


সাম্প্রতিক চাকরির খবর

                                                                



প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে জনবল নিয়োগসহ দেশের চাকরির বাজারে বেশকিছু পদে জনবল নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। এখানে সাম্প্রতিক কিছু নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তুলে ধরছি।


বিমানবাহিনীতে নিয়োগ 


বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে জনবল নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। এখানে বিমান বাহিনীর সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তুলে ধরছি।

পদ : গবেষণা সহকারী,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,স্টোরম্যান, অফিস সহায়ক,মিস্ত্রি  ক্লাস -১(ইঞ্জিন ফিটার) ,লস্কর , ফায়ার ফাইটার প্রভৃতি পদ।


পদসংখ্যা : ৩৭৪ 


যোগ্যতা : পদভেদে জেএসসি থেকে স্মাতক (সম্মান) ডিগ্ৰি।


বয়স : ১৮ থেকে ৩২ বছর । তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর।


প্রার্থীর ধরন : নারী ও পুরুষ।


কর্মস্থল : ঢাকা।


বেতন স্কেল : পদভেদে গ্ৰেড-১৪ থেকে গ্ৰেড-২০।


আবেদন প্রক্রিয়া: অনলাইন (ভিজিট https://joinairforce-civ.baf.mil.bd)।


আবেদন ফি : পদভেদে ৫০টাকা - ১০০টাকা।


আবেদনের শেষ তারিখ : ১৮ জুলাই,২০২২ (বিকাল ৫টা)।


সূত্র : ঢাকাপোষ্ট 




বাপেক্সে নিয়োগ 


বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) এ জনবল নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। এখানে বাপেক্সের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তুলে ধরছি।

পদ : সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব), সহকারী ড্রিলার, সহকারী কর্মকর্তা (প্রশাসন),স্টোরকিপার,ক্যাশিয়ার,ডেসপাস রাইডার,রিগম্যান, ইলেকট্রিশিয়ান প্রভৃতি পদ।



পদসংখ্যা : ১৪৪ ।



যোগ্যতা : পদভেদে অষ্টম শ্রেণী পাস থেকে স্মাতকোত্তর/ সংশ্লিষ্ট বিষয়ে স্মাতক ডিগ্রি।



বয়স : ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর।



বেতন স্কেল : পদভেদে গ্ৰেড-৯ থেকে গ্ৰেড-১৯ ।



আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট https://bapex.teletalk.com.bd)।



আবেদন ফি : পদভেদে ১১২টাকা থেকে ৫৬০ টাকা।



আবেদনের শেষ তারিখ : ১৪ জুলাই,২০২২ (বিকাল ৫টা)।



সূত্র : এডুডেইলি ২৪