প্রিয় ক্রিকেট ডটকমঃ আগামীকাল ( ৯জুন ) মাঠে গড়াবে ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টিটুয়েন্টি সিরিজ। এবারের ভারত-দক্ষিণ আফ্রিকা টিটুয়েন্টি সিরিজ হবে ভারতে। টিটুয়েন্টি ক্রিকেটের শক্তিশালী এই দুদলের মধ্যকার আসন্ন টিটুয়েন্টি সিরিজসূচি ও অন্যান্য রেকর্ড এখানে তুলে ধরা হলো।
ভারত-দক্ষিণ আফ্রিকা টিটুয়েন্টি সিরিজসূচি
এই সময়ের টিটুয়েন্টি ক্রিকেটের শক্তিশালী দুই টিম ভারত ও দক্ষিণ আফ্রিকা। এবারের ভারত-দক্ষিণ আফ্রিকা টিটুয়েন্টি সিরিজে মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসুন ভারত-দক্ষিণ আফ্রিকা টিটুয়েন্টি সিরিজসূচি বিস্তারিত দেখে নিই।
প্রথম টিটুয়েন্টি ,৯ জুন
ভেন্যু - অরুণ জেটলি স্টেডিয়াম,দিল্লি।
দ্বিতীয় টিটুয়েন্টি,১২ জুন
ভেন্যু - বরবতি স্টেডিয়াম, চুটাক।
তৃতীয় টিটুয়েন্টি ,১৪ জুন
ভেন্যু - রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম, বিশাখাপত্তম।
চতুর্থ টিটুয়েন্টি, ১৭ জুন
ভেন্যু - সৌরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়াম,রাজকূট।
পঞ্চম টিটুয়েন্টি, ১৯ জুন
ভেন্যু - এম চিন্নাস্বামী স্টেডিয়াম , ব্যাঙ্গালোর।
ভারত-দক্ষিণ আফ্রিকা টিটুয়েন্টি রেকর্ড
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ইতোমধ্যে ১৫টি টিটুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ৯টি ম্যাচে ভারত জয়লাভ করেছে এবং ৬টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন