প্রিয় ক্রিকেট ডটকমঃ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দৃষ্টিপাত করলে বেশকজন বিখ্যাত ব্যাটারের সন্ধান পাওয়া যায় যাদের রেকর্ড এখনো বিশেষভাবে উল্লেখযোগ্য।এক্ষেত্রে ওয়ানডে ক্রিকেটের বিখ্যাত ব্যাটারদের মধ্যে ভারতের শচিন টেন্ডুলকার,অষ্ট্রেলিয়ার রিকি পন্টিং, শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স, পাকিস্তানের সাঈদ আনোয়ারের নাম বিশেষভাবে উচ্চারিত হয়।আর এই সময়ের (গত দশক ও বর্তমান সময়) সেরা ওয়ানডে ব্যাটারদের কথা বলতে গেলে প্রথমেই ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা তারপর যথাক্রমে পাকিস্তানের বাবর আজম , দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, অষ্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের নাম আসে। আসুন ওয়ানডে সেঞ্চুরির পরিসংখ্যান বিবেচনায় এই সময়ের সেরা পাঁচ ওয়ানডে ব্যাটারের পরিসংখ্যান দেখে নিই।
বিরাট কোহলি
গত দশক ও বর্তমান সময়ের সেরা ওয়ানডে ব্যাটার হিসেবে বিরাট কোহলির নাম প্রথমেই উচ্চারিত হয়। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোহলি ইতোমধ্যে এক কিংবদন্তির স্বীকৃতি পেয়েছেন।ওয়ানডে ক্রিকেটে কোহলি ইতোমধ্যে ৪৩টি সেঞ্চুরি করেছেন যা এই ফরম্যাটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ(এছাড়া ৬৪টি হাফসেঞ্চুরি রয়েছে)। ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরির হিসেবে শুধুমাত্র শচিন টেন্ডুলকার(৪৯সেঞ্চুরি) তাঁর উপরে রয়েছেন।
রোহিত শর্মা
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে) গত দশক ও বর্তমান সময়ের বিবেচনায় সেরা এক ব্যাটার ভারতের রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে ইতোমধ্যে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই ডানহাতি ওপেনার। এছাড়া ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরিও(২৯টি) রোহিত শর্মার দখলে(৪৪টি হাফসেঞ্চুরিও রয়েছে)। বীরেন্দর শেবাগের পর রোহিতকে ভারতের সবচেয়ে মারকুটে ওয়ানডে ওপেনারের স্বীকৃতি দেয়া হয়।
বাবর আজম
পাকিস্তানের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ব্যাটার বাবর আজম। ক্যালকুলেটেড ব্যাটিংয়ের জন্য বিখ্যাত এই ডানহাতি ওপেনার গত দশক ও বর্তমান সময়ের ওয়ানডে ক্রিকেটের সেরা পাঁচ ব্যাটারের মধ্যে অন্যতম।বাবর আজম ইতোমধ্যে ওয়ানডে ক্রিকেটে ১৭টি সেঞ্চুরি করেছেন যা পাকিস্তানি হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ (প্রথম সাঈদ আনোয়ার যার ২০টি ওয়ানডে সেঞ্চুরি ছিল)। এছাড়া বাবর আজম ওয়ানডে ক্রিকেটে ১৯টি ফিফটি পূর্ণ করেছেন।
কুইন্টন ডি কক
দক্ষিণ আফ্রিকার গত দশক ও বর্তমান সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য ওয়ানডে ওপেনার হিসেবে কুইন্টন ডি ককের নাম উচ্চারিত হয়।গত দশক ও বর্তমান সময়ের ওয়ানডে ক্রিকেটের সেরা ব্যাটারদের মধ্যেও কুইন্টন ডি কক অন্যতম।পরিশ্রমী ব্যাটার হিসেবে পরিচিত ডি কক ইতোমধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি সেঞ্চুরি করেছেন যা দক্ষিণ আফ্রিকার ব্যাটার হিসেবে তৃতীয় সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড। এছাড়া ডি কক ওয়ানডে ক্রিকেটে ২৮টি ফিফটিও করেছেন।
অ্যারন ফিঞ্চ
অ্যারন ফিঞ্চ দীর্ঘদিন ধরে অষ্ট্রেলিয়ার ওয়ানডে ওপেনিংয়ে নির্ভরতার প্রতীক হয়ে রয়েছেন।ফিঞ্চ ওয়ানডে ক্রিকেটে সেরা এক ক্লিনহিটার হিসেবেও স্বীকৃত।গত দশক ও এই সময়ের ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটারদের মধ্যেও অষ্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ অন্যতম। এই ডানহাতি ওপেনার ইতোমধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি সেঞ্চুরি ও ২৯টি হাফসেঞ্চুরি করেছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন