WHAT'S NEW?
Loading...

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মিতালী রাজের অবসর

                                                              


প্রিয় ক্রিকেট ডটকমঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজ।এর ফলে দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই সফল নারী ক্রিকেটার। উল্লেখ্য ১৯৯৯ সালে ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে মিতালী রাজের অভিষেক হয়। মিতালী রাজের ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও রেকর্ড এখানে তুলে ধরছি।


 মিতালী রাজের ক্যারিয়ারচিত্র 

মিতালী রাজ ভারতীয় নারী ক্রিকেটের সবচেয়ে সফলদের মধ্যে অন্যতম। আসুন সফল এই নারী ক্রিকেটারের ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই।


টেস্ট ক্যারিয়ার 


মিতালী রাজের টেস্ট অভিষেক হয় ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে।মিতালী রাজ ভারতের নারী ক্রিকেট দলের হয়ে ১২টি টেস্ট খেলেছেন যেখানে তিনি ব্যাট হাতে ৬৯৯ করেন। মিতালী রাজের ১টি টেস্ট সেঞ্চুরি ও ৪টি টেস্ট হাফসেঞ্চুরি রয়েছে।


ওয়ানডে ক্যারিয়ার 


১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মিতালী রাজের ওয়ানডে অভিষেক হয় । তিনি ভারতের নারী ক্রিকেট দলের হয়ে ২৩২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন যেখানে তাঁর রানসংখ্যা(৭টি সেঞ্চুরি ও ৬৪টি হাফসেঞ্চুরিসহ) ৭,৮০৫। 


টিটুয়েন্টি ক্যারিয়ার 


আন্তর্জাতিক নারী টিটুয়েন্টি ক্রিকেটে মিতালী রাজের অভিষেক হয় ২০০৬ সালে (প্রতিপক্ষ ইংল্যান্ড)। এছাড়া মিতালী রাজ ভারতীয় নারী ক্রিকেট দলের হয়ে ৮৯টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেন যেখানে তিনি ব্যাট হাতে ১৭টি হাফসেঞ্চুরিসহ মোট  ২,৩৬৪ রান করেন।





মিতালী রাজের অজানা রেকর্ড 


ভারতের সর্বকালের অন্যতম সেরা নারী ক্রিকেটার হিসেবে মিতালী রাজের নামটিও উচ্চারিত হয়। আসুন এই সফল নারী ক্রিকেটারের ক্যারিয়ারের বিভিন্ন অজানা রেকর্ড জেনে নিই।


১. আন্তর্জাতিক  নারী ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক হাফসেঞ্চুরি মিতালী রাজের।


২. এই মুহূর্তে নারী ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক মিতালী রাজ।


৩. নারী ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ১৫৫ ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন মিতালী রাজ।


৪. ভারতের নারী ক্রিকেট দলকে দুবার বিশ্বকাপ ফাইনালে নেতৃত্বদানকারী একমাত্র ক্রিকেটার মিতালী রাজ।


৫. একমাত্র নারী ক্রিকেটার হিসেবে মিতালী রাজ টানা ৭টি ওয়ানডে ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন।