প্রিয় ক্রিকেট ডটকমঃ আসন্ন ওয়েষ্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের পূর্ণাঙ্গ স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এছাড়া উইন্ডিজ ক্রিকেট বোর্ড টাইগারদের বিপক্ষে আসন্ন পূর্ণাঙ্গ সিরিজের সূচিও প্রকাশ করেছে। এবারের উইন্ডিজ সফরে বাংলাদেশ স্বাগতিকদের সাথে ২টি টেস্ট,৩টি টিটুয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে। আগামী ১৬জুন টেস্ট দিয়ে বাংলাদেশের এবারের উইন্ডিজ সফর শুরু হবে । বাংলাদেশের আসন্ন উইন্ডিজ সফরের বিস্তারিত সূচি ও দুদলের মধ্যকার বিভিন্ন রেকর্ড এখানে তুলে ধরছি।
১ম টেষ্ট ,১৬-২০ জুন
ভেন্যু - এন্টিগা
বাংলাদেশ সময় : রাত ৮টা।
২য় টেস্ট ,২৪-২৮ জুন
ভেন্যু - সেন্ট লুসিয়া।
বাংলাদেশ সময় : রাত ৮টা।
১ম টিটুয়েন্টি,২ জুলাই
ভেন্যু - ডমিনিকা ।
বাংলাদেশ সময় : রাত ১১.৩০ মি.।
২য় টিটুয়েন্টি,৩ জুলাই
ভেন্যু - ডমিনিকা।
বাংলাদেশ সময় : রাত ১১.৩০মি.।
৩য় টিটুয়েন্টি,৭ জুলাই
ভেন্যু - গায়ানা ।
বাংলাদেশ সময় : রাত ১১.৩০ মি.।
১ম ওয়ানডে,১০ জুলাই
ভেন্যু - গায়ানা।
বাংলাদেশ সময় : সন্ধ্যা ৭.৩০ মি.।
২য় ওয়ানডে,১৩ জুলাই
ভেন্যু - গায়ানা।
বাংলাদেশ সময় : সন্ধ্যা ৭.৩০ মি.
৩য় ওয়ানডে,১৬ জুলাই
ভেন্যু - গায়ানা ।
বাংলাদেশ সময় : সন্ধ্যা ৭.৩০ মি.।
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট রেকর্ড
ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ ইতোমধ্যে ১৮টি টেস্ট খেলেছে যেখানে ৪টিতে টাইগাররা জিতেছে এবং ১২টি টেষ্টে উইন্ডিজরা জিতেছে। এছাড়া এই দুদলের মধ্যকার ২টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে।
বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে রেকর্ড
বাংলাদেশ ইতোমধ্যে ওয়েষ্ট ইন্ডিজের সাথে ৪১টি ওয়ানডে ম্যাচ খেলেছে যেখানে ১৮টিতে টাইগাররা জয় পেয়েছে এবং ২১টিতে ওয়েষ্ট ইন্ডিজ জয়লাভ করেছে। এছাড়া এই দুদলের মধ্যকার ২টি ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ-উইন্ডিজ টিটুয়েন্টি রেকর্ড
বাংলাদেশ ও ওয়েষ্ট ইন্ডিজের মধ্যে ইতোমধ্যে ১৩টি টিটুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ৫টি ম্যাচে বাংলাদেশ জিতেছে এবং ৭টিতে উইন্ডিজরা জিতেছে। এছাড়া এই দুদলের মধ্যকার ১টি টিটুয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন