প্রিয় ক্রিকেট ডটকমঃ আগামী ২১ নভেম্বর শুরু হবে ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ। এবারের ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। আসুন আসন্ন ফিফা কাতার বিশ্বকাপের চূড়ান্ত টিম ও গ্ৰুপ দেখে নিই।
কাতার বিশ্বকাপের চূড়ান্ত টিম
অবশেষে ফিফা কাতার বিশ্বকাপের ৩২ টিমের নাম চূড়ান্ত হয়েছে। আসন্ন ফিফা কাতার বিশ্বকাপের চূড়ান্ত ৩২ টিমের নাম দেখে নিন।
কাতার, নেদারল্যান্ডস,সেনেগাল, ইকুয়েডর, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র,ওয়েলস,ইরান, আর্জেন্টিনা,পোলান্ড, মেক্সিকো, সৌদি আরব,ফ্রান্স,ডেনমার্ক, তিউনিসিয়া, অষ্ট্রেলিয়া, জার্মানি,স্পেন, জাপান,কোষ্টারিকা, বেলজিয়াম,ক্রোয়েশিয়া,কানাডা,মরক্কো, ব্রাজিল, সুইজারল্যান্ড,সার্বিয়া,ক্যামেরুন, পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া,ঘানা।
কাতার বিশ্বকাপের গ্ৰুপ
২০২২ ফিফা কাতার বিশ্বকাপের গ্ৰুপ ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। কাতার বিশ্বকাপে কোন দেশ কোন গ্ৰুপে পড়েছে সেটি এখানে তুলে ধরছি।
গ্ৰুপ এ
কাতার, ইকুয়েডর,সেনেগাল, নেদারল্যান্ডস
গ্ৰুপ বি
ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র,ওয়েলস,ইরান
গ্ৰুপ সি
আর্জেন্টিনা, পোলান্ড, মেক্সিকো, সৌদি আরব
গ্ৰুপ ডি
ফ্রান্স,ডেনমার্ক, তিউনিসিয়া,অষ্ট্রেলিয়া
গ্ৰুপ ই
জার্মানি, স্পেন,জাপান,কোষ্টারিকা
গ্ৰুপ এফ
বেলজিয়াম, ক্রোয়েশিয়া ,কানাডা, মরক্কো
গ্ৰুপ জি
ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
গ্ৰুপ এইচ
পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন