WHAT'S NEW?
Loading...

বাংলাদেশের শীর্ষ টেস্ট ক্যাপ্টেন‌

                                                        
                                       ছবি: সাকিব আল হাসান



প্রিয় ক্রিকেট ডটকমঃ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের  দুই দশকের বেশি পথচলায় দলীয় সাফল্যের হার কম হলেও ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় অবস্থান বেশ ভালো।এই সময়ে বাংলাদেশের টেস্ট নেতৃত্বে বেশকিছু মুখ দেখা গেছে। বাংলাদেশের শীর্ষ টেস্ট অধিনায়কদের মধ্যে হাবিবুল বাশার সুমন,সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোঃ আশরাফুল, মুমিনুল হক অন্যতম। উল্লেখ্য সম্প্রতি সাকিব আল হাসান দ্বিতীয় মেয়াদে আবার বাংলাদেশ টেস্ট টিমের নেতৃত্ব পেয়েছেন। এখানে বাংলাদেশের শীর্ষ (ম্যাচসংখ্যা বিবেচনায়) টেস্ট ক্যাপ্টেনদের রেকর্ডচিত্র তুলে ধরার চেষ্টা করছি।


মুশফিকুর রহিম


মুশফিকুর রহিম বাংলাদেশকে সর্বাধিক টেস্ট ম্যাচে(৩৪টি) নেতৃত্ব দিয়েছেন। মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ ৭টি টেস্ট জিতেছে ও ১৮টি টেস্ট হেরেছে। এছাড়া এই অভিজ্ঞ ব্যাটারের অধীনে বাংলাদেশ ৯টি টেস্ট ড্র করেছে।


হাবিবুল বাশার সুমন 


ম্যাচসংখ্যা বিবেচনায় বাংলাদেশের শীর্ষ টেস্ট অধিনায়কদের মধ্যে হাবিবুল বাশার সুমন অন্যতম। সুমনের অধীনে বাংলাদেশ ১৮টি টেস্ট ম্যাচ খেলে ১টি ম্যাচ জিতেছে ও ১৩টি ম্যাচে পরাজিত হয়েছে। এছাড়া হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে বাংলাদেশ ৪টি টেস্ট ড্র করেছে।


মুমিনুল হক 


বাংলাদেশকে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে নেতৃত্ব দানকারী ক্যাপ্টনদের মধ্যে মুমিনুল হক অন্যতম। মুমিনুলের অধীনে বাংলাদেশ ১৭টি টেস্ট খেলেছে যেখানে ৩টিতে জয় ও ১২টিতে পরাজয় রয়েছে। এছাড়া মুমিনুলের অধীনে বাংলাদেশ ২টি টেস্ট ড্র করেছে।


সাকিব আল হাসান 


বাংলাদেশের শীর্ষ টেস্ট অধিনায়কদের তালিকায় সাকিব আল হাসানের (বর্তমান টেস্ট অধিনায়ক)নামটিও উচ্চারিত হয়। সাকিবের অধীনে বাংলাদেশ ইতোমধ্যে ১৪টি টেস্ট খেলেছে যেখানে ৩টিতে জয় ও ১১ম্যাচে পরাজয়ের রেকর্ড রয়েছে।



মোঃ আশরাফুল 


বাংলাদেশের শীর্ষ টেস্ট অধিনায়কদের তালিকায় মোঃ আশরাফুলের নামটিও রয়েছে। যদিও আশরাফুলের অধীনে বাংলাদেশ কোন টেস্ট ম্যাচ জিততে পারেনি (১টি ড্র করেছিল)। আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ ১৩টি টেস্ট খেলেছে যেখানে ১২টি ম্যাচে বাংলাদেশ হেরেছে ও ১টি ম্যাচ ড্র করেছে।