ছবি: ডেভ হার্টন
প্রিয় ক্রিকেট ডটকমঃ একসময় আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের ভালো অবস্থান থাকলেও গত দুই দশকে আফ্রিকার এই দেশটির ক্রিকেটে বাজে সময় যাচ্ছে। যদিও বেশকজন সেরা পারফরমার (ব্রেন্ডন টেলর,হ্যামিল্টন মাসাকাদজা,টেটেন্ডা টাইবু, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন প্রমুখ) গত দুই দশক ধরে জিম্বাবুয়ের হয়ে ভালো ক্রিকেট খেলছেন।সম্প্রতি জিম্বাবুয়ের হেডকোচের পদে পরিবর্তন করা হয়েছে।দেশটির সাবেক তারকা ব্যাটার ও সফল কোচ ডেভ হার্টন আবারও জিম্বাবুয়ের হেডকোচ মনোনিত হয়েছেন। আসুন জিম্বাবুয়ের শীর্ষ কোচদের পরিচিতি দেখে নিই।
ডেভ হার্টন
জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটারদের মধ্যে ডেভ হার্টনের নামটিও উচ্চারিত হয়।সম্প্রতি এই কিংবদন্তি জিম্বাবুয়ান ব্যাটারকে দ্বিতীয়বারের জন্য জিম্বাবুয়ের জাতীয় দলের হেডকোচের দায়িত্ব দেয়া হয়েছে। উল্লেখ্য ডেভ হার্টনের কোচিংয়ের অধীনে জিম্বাবুয়ে দল ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে সুপার সিক্সে উঠেছিল। উল্লেখ্য সাবেক এই জিম্বাবুয়ান ক্রিকেটার এর আগে ইংল্যান্ডের বিভিন্ন কাউন্টি দলের কোচ হিসেবেও কাজ করেছেন।
রবিন ব্রাউন
জিম্বাবুয়ের শীর্ষ কোচদের মধ্যে রবিন ব্রাউনের কথা বিশেষভাবে বলতে হয়। উল্লেখ্য রবিন ব্রাউন জিম্বাবুয়ের কোচ হিসেবে বেশকিছু সাফল্যও পেয়েছেন। রবিন ব্রাউন ২০০৭ সালে জিম্বাবুয়ের হেডকোচ মনোনিত হন। তাঁর সময়ে জিম্বাবুয়ে টিম ২০০৭ সালের টিটুয়েন্টি বিশ্বকাপে অষ্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হয়। যদিও রবিন ব্রাউন জিম্বাবুয়ের কোচ হিসেবে ১২ মাসের বেশি কাজ করার সুযোগ পাননি।
কেবিন কারেন
জিম্বাবুয়ের শীর্ষ কোচদের তালিকায় কেবিন কারেনের নামটিও উচ্চারিত হয়।কারেন ২০০৫ সালে জিম্বাবুয়ের হেডকোচ মনোনিত হন।কারেনের অধীনে জিম্বাবুয়ে টিম ৪০টি ওয়ানডে ম্যাচ খেলে ১০টিতে জয়লাভ করে।২০০৭ সাল পর্যন্ত কেবিন কারেন জিম্বাবুয়ের হেডকোচের দায়িত্ব পালন করেন।
ডেভ হোয়াটমোর
জিম্বাবুয়ের শীর্ষ কোচদের মধ্যে ডেভ হোয়াটমোরের নামটিও রয়েছে।হোয়াটমোর ২০১৪ সালে জিম্বাবুয়ের হেডকোচ মনোনিত হন। ২০১৬ সাল পর্যন্ত ডেভ হোয়াটমোর জিম্বাবুয়ের কোচের দায়িত্ব পালন করেন।
হিথ স্ট্রিক
জিম্বাবুয়ের শীর্ষ কোচদের মধ্যে হিথ স্ট্রিক অন্যতম।জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের সেরা পেসারদের তালিকায় হিথ স্ট্রিকের নামটিও উচ্চারিত হয়। সাবেক এই জিম্বাবুয়ান ক্রিকেটার ২০১৬ সালে জিম্বাবুয়ের হেডকোচ মনোনিত হন এবং ২০১৯ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। যদিও স্ট্রিকের অধীনে জিম্বাবুয়ে দল ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় ।
লালচাঁদ রাজপুত
সর্বশেষ সাবেক ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুত জিম্বাবুয়ের হেডকোচের দায়িত্ব পালন করেন । বর্তমান হেডকোচ ডেভ হার্টনের আগে লালচাঁদ রাজপুত ২০২২ সাল পর্যন্ত ভারতের হেডকোচের দায়িত্ব পালন করেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন