ছবি: পিটার সিলার
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নেদারল্যান্ডসের সফল অধিনায়ক ও ব্যাটার পিটার সিলার।মূলত ঘন ঘন ইনজুরির কারণে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। উল্লেখ্য পিটার সিলার নেদারল্যান্ডসকে দ্বিতীয় সর্বোচ্চ (২০টি) আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া সিলারের অবসরের ফলে স্কট এডওয়ার্ডস ডাচদের নতুন ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছেন । এখানে নেদারল্যান্ডসের শীর্ষ ক্যাপ্টেনদের রেকর্ডচিত্র তুলে ধরার চেষ্টা করছি।
নেদারল্যান্ডসের শীর্ষ ক্যাপ্টেনদের রেকর্ডচিত্র
আন্তর্জাতিক ক্রিকেটের দুর্বল টিমগুলোর মধ্যে নেদারল্যান্ডস অন্যতম। যদিও নেদারল্যান্ডসে ক্রিকেটের শুরু হয়েছে বহুদিন আগে। নেদারল্যান্ডস ১৯৬৬ সাল থেকে আইসিসির সহযোগী সদস্যভুক্ত দেশ। তবে ডাচরা প্রথম আন্তর্জাতিক শিরোপা জয় করে ২০০১ সালে (আইসিসি ট্রফি জয়)। যদিও ডাচরা প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্ৰহন করে ১৯৯৬ সালে। আসুন নেদারল্যান্ডসের শীর্ষ ক্যাপ্টেনদের রেকর্ডচিত্র দেখে নিই।
পিটার বোরেন
আন্তর্জাতিক ক্রিকেটে নেদারল্যান্ডসকে সর্বাধিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন পিটার বোরেন (২০১০-১৪)।বোরেনের নেতৃত্বে ডাচরা ৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১০টিতে জয় পায় ও ১৯টি ম্যাচে পরাজিত হয় (বাকি ম্যাচগুলোর ফল নিষ্পত্তি হয়নি)।
পিটার সিলার
নেদারল্যান্ডসকে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সদ্য সাবেক ক্যাপ্টেন পিটার সিলার (২০টি)। পিটার সিলারের নেতৃত্বে ডাচরা ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬টিতে জয় ও ১৩টিতে পরাজয় বরণ করে (১টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি)।
জিরন স্মিটস
নেদারল্যান্ডসের শীর্ষ ক্যাপ্টেনদের মধ্যে জিরন স্মিটস অন্যতম। উল্লেখ্য জিরন স্মিটসের অধীনে ডাচরা সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ (১১টি) জিতেছে।।জিরন স্মিটস ১৭টি আন্তর্জাতিক ম্যাচে নেদারল্যান্ডসকে নেতৃত্ব দেন এবং তাঁর নেতৃত্বে ডাচরা ১১ম্যাচে জয় পায় ও ৫টিতে পরাজিত হয়(১টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি)।
লাক ভেন ট্রোষ্ট
লাক ভেন ট্রোষ্ট নেদারল্যান্ডসের শীর্ষ ক্যাপ্টেনদের মধ্যে অন্যতম।ট্রোষ্টের নেতৃত্বে ডাচরা ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭টিতে জয়ী হয় ও ৮টিতে পরাজয় বরণ করে (১টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি)।
রোলেন্ড ফিলিপ লেফেব্রে
নেদারল্যান্ডসকে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দানকারী ক্রিকেটারদের মধ্যে রোলেন্ড ফিলিপ লেফেব্রে অন্যতম।নেদারল্যান্ডসের শীর্ষ ক্যাপ্টেনদের মধ্যেও রোলেন্ড ফিলিপ লেফেব্রে অন্যতম। যদিও সাবেক এই অধিনায়কের নেতৃত্বে ডাচরা ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে সবগুলোতে পরাজয় বরণ করে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন