ছবি: উইলিয়াম পোটারফিল্ড
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের সাবেক অধিনায়ক ও সফল ব্যাটার উইলিয়াম পোটারফিল্ড। এর ফলে এই আইরিশ ব্যাটার নিজের ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন। উল্লেখ্য উইলিয়াম পোটারফিল্ড আয়ারল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটে ১১টি সেঞ্চুরি ও ২০ ফিফটিসহ ৪৩৪৩ রান করেন। আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে তাঁর মোট রান ১০৭৯। তাঁর নেতৃত্বে আইরিশরা সর্বোচ্চ ৫০টি ওয়ানডে ম্যাচ জিতেছে। এছাড়া আইরিশদের প্রথম টেস্ট অধিনায়কও এই ব্যাটার। এখানে উইলিয়াম পোটারফিল্ডের বিভিন্ন অজানা রেকর্ড তুলে ধরার চেষ্টা করছি।
সর্বাধিক ওয়ানডে ম্যাচে নেতৃত্ব ও জয়
উইলিয়াম পোটারফিল্ড আয়ারল্যান্ডকে সর্বাধিক ১১৩টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তাঁর নেতৃত্বে আইরিশরা সর্বোচ্চ ৫০টি ওয়ানডে ম্যাচ জিতেছে।
সর্বাধিক টিটুয়েন্টি নেতৃত্ব ও জয়
উইলিয়াম পোটারফিল্ড আয়ারল্যান্ডের সফলতম টিটুয়েন্টি অধিনায়কও।এই ব্যাটারের নেতৃত্বে আইরিশরা ৫৬টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ২৬টিতে জয়লাভ করে যা আইরিশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচজয়।
সবচেয়ে অভিজ্ঞ অধিনায়ক
উইলিয়াম পোটারফিল্ডকে আয়ারল্যান্ডের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। তিনি একাধারে আইরিশ অনূর্ধ্ব ১৩ ও ১৯ দল এবং পরবর্তীতে জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন।
প্রথম আইরিশ ব্যাটার হিসেবে হিসেবে ১ হাজার রান
উইলিয়াম পোটারফিল্ড ২০০৮ সালে( গ্লষ্টারশায়ারের হয়ে ) প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে ডমেষ্টিক ক্রিকেটে ১হাজার করেন।
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ পার্টনারশিপ
২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে পোটারফিল্ড কেবিন ওব্রায়েনের সাথে ২২৭ রানের বিশাল পার্টনারশিপ গড়েন যা আইরিশ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ।
আইসিসি এসোসিয়েট প্লেয়ার অব দ্য ইয়ার ২০০৯
২০০৯ সাল পোটারফিল্ডের ক্যারিয়ারের এক বিশেষ অধ্যায় হিসেবে স্বীকৃত।২০০৯ সালে পোটারফিল্ড ৮ ম্যাচে(৫৯.১৪ গড়ে) ৪১৪ রান করেন এবং এজন্য আইসিসি সেই বছর তাকে এসোসিয়েট প্লেয়ার অব দ্য ইয়ার মনোনিত করে।
বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব
উইলিয়াম পোটারফিল্ড আয়ারল্যান্ডকে রেকর্ড দুটি ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তাঁর নেতৃত্বে আইরিশরা বিশ্বকাপে সর্বোচ্চ ১২টি ম্যাচ খেলেছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন