ছবি: মুস্তাফিজুর রহমান
প্রিয় ক্রিকেট ডটকমঃ এই সময়ের ওয়ানডে ক্রিকেট বোলারদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং।কারণ টিটুয়েন্টি ক্রিকেটের এই যুগে ব্যাটারদের হাতে আগের চেয়ে বেশি শট থাকে। এছাড়া এখন হরহামেশা ওয়ানডে ক্রিকেটে তিনশপ্লাস রান হচ্ছে।আর এসবকিছু মিলিয়ে এখনকার ওয়ানডে ক্রিকেট বোলারদের জন্য কঠিন এক জায়গা।তবু সব চ্যালেঞ্জ মোকাবেলা করেও এই সময়ের (গত দশক ও বর্তমান) ওয়ানডে ক্রিকেটে যে বোলাররা সর্বোচ্চ সফলতা পেয়েছেন তাদের মধ্য থেকে সেরা পাঁচ জনের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
এই সময়ের সেরা পাঁচ ওয়ানডে বোলার
টিটুয়েন্টি ক্রিকেটের এই যুগে ওয়ানডে ক্রিকেটে বোলারদের বাড়তি চ্যালেঞ্জ নিয়ে খেলতে হয়।এই সময়ের ওয়ানডে ক্রিকেটের সেরা বোলারদের তালিকায় বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, পাকিস্তানের হাসান আলী, আফগানিস্তানের রশিদ খান,অষ্ট্রেলিয়ার জস হার্জেলউড ও ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচের নাম বিশেষভাবে উচ্চারিত হয়। এছাড়া এই সময়ের ওয়ানডে ক্রিকেটের সেরা বোলারদের (ম্যাচে পাঁচ উইকেট বিবেচনায়) মধ্যে ওমানের বিলাল খানের কথাও বলতে হয় যদিও এই বোলার তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সফলতা পেয়েছেন। এই সময়ের সেরা পাঁচ (সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার ও প্রতিপক্ষ বিবেচনায়) ওয়ানডে বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
মুস্তাফিজুর রহমান
গত দশক ও এই সময়ের ওয়ানডে ক্রিকেটের সেরা পাঁচ বোলারের তালিকায় বাংলাদেশের কাটারমাষ্টার মুস্তাফিজুর রহমানের নামটি বিশেষভাবে উচ্চারিত হয়। এই সময়ের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার বিবেচনায় শীর্ষ সেরা বোলার এখন মুস্তাফিজুর রহমান। উল্লেখ্য মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে ৭৪টি ওয়ানডে ম্যাচ খেলে ১৩১টি উইকেট নিয়েছেন যেখানে ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন ৫বার।
হাসান আলী
দীর্ঘদিন ধরে পাকিস্তানের ওয়ানডে বোলিংয়ের নেতৃত্বে রয়েছেন পেসার হাসান আলী।এই সময়ের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে) সেরা পাঁচ বোলারের তালিকায়ও পাকিস্তানের হাসান আলীর নামটি উচ্চারিত হয়। এছাড়া এই সময়ের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারির তালিকার শীর্ষ পাঁচেও এই বোলার রয়েছেন। উল্লেখ্য এই পাক পেসার ইতোমধ্যে ৬০টি ওয়ানডে ম্যাচ খেলে ৯১টি উইকেট নিয়েছেন (ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন ৪বার)।
রশিদ খান
এই সময়ের সেরা পাঁচ ওয়ানডে বোলারের তালিকায় আফগানিস্তানের স্পিনার রশিদ খানের নামটিও রয়েছে।বিশেষত গত দশক ও বর্তমান সময়ের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারির মধ্যে রশিদ খান অন্যতম। উল্লেখ্য রশিদ খান ইতোমধ্যে ৮৩টি ওয়ানডে খেলে ১৫৮টি উইকেট শিকার করেছেন। রশিদ খান ইতোমধ্যে ওয়ানডে ক্রিকেটে ৪বার ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন।
জস হার্জেলউড
জস হার্জেলউড দীর্ঘদিন ধরে অষ্ট্রেলিয়ার পেস আক্রমণে নির্ভরতার প্রতীক হয়ে রয়েছেন ।গত দশক ও এই সময়ের ওয়ানডে ক্রিকেটের সেরা পাঁচ বোলারের তালিকায়ও এই অজি পেসারের নাম রয়েছে। এই সময়ের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারির তালিকার শীর্ষ পাঁচেও হার্জেলউডের নাম রয়েছে। উল্লেখ্য জস হার্জেলউড ইতোমধ্যে ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ৯৫টি উইকেট নিয়েছেন যেখানে ৩বার ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন।
কেমার রোচ
গত দশক ও এই সময়ের ওয়ানডে ক্রিকেটে সেরা বোলারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচের নামটিও উচ্চারিত হয়। যদিও রোচ (২০০৮-২০২২)তুলনামূলকভাবে কম ওয়ানডে (৯৫টি) খেলার সুযোগ পেয়েছেন। উল্লেখ্য এই সময়ের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারির তালিকার শীর্ষ পাঁচেও এই পেসারের নাম রয়েছে।কেমার রোচ ইতোমধ্যে ৯৫টি ওয়ানডে ম্যাচ খেলে ১২৫টি উইকেট নিয়েছেন (ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন ৩বার)।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন