ছবি:লর্ডস
প্রিয় ক্রিকেট ডটকমঃ ক্রিকেটের জন্মস্থান ইংল্যান্ড।ফলে ক্রিকেটের ইতিহাসের সাথে ইংল্যান্ডের নামটি গভীরভাবে সম্পৃক্ত। ইংল্যান্ডে যেমন ক্রিকেটের দীর্ঘকালের ঐতিহ্য রয়েছে তেমনি বহু বিখ্যাত ক্রিকেটারের জন্মস্থানও এই দেশ। ইংল্যান্ডের প্রাচীন ক্রিকেট গ্ৰাউন্ডগুলোও ক্রিকেটের ইতিহাসের এক অনন্য নিদর্শন। ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেট গ্ৰাউন্ডগুলোর মধ্যে লর্ডস,দি ওভাল,ওল্ড ট্রাফোর্ড, এজবাস্টন,ট্রেন্টব্রিজের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে ইংল্যান্ডের শীর্ষ ক্রিকেট গ্ৰাউন্ডগুলোর পরিচিতি তুলে ধরার চেষ্টা করছি (তথ্যসূত্র : স্পোর্টসপেরি)।
লর্ডস
ক্রিকেটের প্রাচীনতম মাঠ লর্ডস।এই মাঠটি ১৮১৪ সালে তৈরি করা হয়। ইংল্যান্ডের এই মাঠে বহু বিখ্যাত ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং এখনও নিয়মিত এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট হয়ে থাকে। দর্শকধারণক্ষমতা বিবেচনায় ইংল্যান্ডের সবচেয়ে বড় মাঠ লর্ডস।লর্ডসের দর্শকআসন সংখ্যা ৩০,০০০। অর্থাৎ এই মাঠে একসাথে ৩০ হাজার দর্শক খেলা দেখতে পারেন।
ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্ৰাউন্ড
ইংল্যান্ডের বিখ্যাত ও শীর্ষ ক্রিকেট গ্ৰাউন্ডগুলোর মধ্যে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্ৰাউন্ড অন্যতম।এই মাঠে ১৮৫৭ সালে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।এই মাঠটির দর্শকআসন সংখ্যা ২৬,০০০ । অর্থাৎ এই মাঠে একসাথে ২৬ হাজার দর্শকের খেলা দেখার সুবিধা রয়েছে।
দি ওভাল
ইংল্যান্ডের শীর্ষ ক্রিকেট গ্ৰাউন্ডগুলোর মধ্যে দি ওভাল অন্যতম।এই মাঠটি ১৮৪৫ সালে তৈরি করা হয়। দর্শকধারণক্ষমতা বিবেচনায় এটি ইংল্যান্ডের তৃতীয় বৃহৎ ক্রিকেট গ্ৰাউন্ড।এই মাঠের দর্শকআসন সংখ্যা ২৫,৫০০। অর্থাৎ এই মাঠে একসাথে ২৫,৫০০ দর্শকের জন্য খেলা দেখার সুবিধা রয়েছে।
এজবাষ্টন ক্রিকেট গ্ৰাউন্ড
এজবাষ্টন ক্রিকেট গ্ৰাউন্ড ইংল্যান্ড তথা ক্রিকেটের সবচেয়ে প্রাচীন মাঠগুলোর একটি।এই মাঠটি ১৮৮২ সালে প্রতিষ্ঠিত হয়।এই মাঠটির দর্শকআসন সংখ্যা ২৫,০০০। অর্থাৎ এই মাঠে একসাথে ২৫ হাজার দর্শকের খেলা দেখার সুবিধা রয়েছে। এছাড়া দর্শকধারণক্ষমতা বিবেচনায় এটি ইংল্যান্ডের চতুর্থ শীর্ষ ক্রিকেট গ্ৰাউন্ড।
রোজবুল ক্রিকেট গ্ৰাউন্ড
ইংল্যান্ডের নতুন তৈরিকৃত ক্রিকেটগুলোর মধ্যে রোজবুল ক্রিকেট গ্ৰাউন্ড অন্যতম।এই মাঠটি ২০০১ সালে তৈরি করা হয়। দর্শকআসন সংখ্যা বিবেচনায় এটি ইংল্যান্ডের পঞ্চম শীর্ষ ক্রিকেট গ্ৰাউন্ড।এই ক্রিকেট গ্ৰাউন্ডটির দর্শকধারণক্ষমতা ২৫ হাজার। অর্থাৎ এই মাঠে একসাথে ২৫ হাজার দর্শকের খেলা দেখার সুবিধা রয়েছে।
হেডিংলি লিডস ক্রিকেট গ্ৰাউন্ড
ইংল্যান্ড তথা ক্রিকেটের পুরনো মাঠগুলোর একটি হেডিংলি লিডস ক্রিকেট গ্ৰাউন্ড।এই ক্রিকেট গ্ৰাউন্ডটি ১৮৯০ সালে তৈরি করা হয়।এই মাঠের দর্শকধারণক্ষমতা ১৮,৩৫০। অর্থাৎ এই মাঠে একসাথে ১৮,৩৫০ জন দর্শক ক্রিকেট উপভোগ করতে পারেন। উল্লেখ্য এই মাঠে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট হয়ে থাকে।
ট্রেন্টব্রিজ
ইংল্যান্ড তথা ক্রিকেটের সবচেয়ে প্রাচীন গ্ৰাউন্ডগুলোর মধ্যে ট্রেন্টব্রিজ অন্যতম।এই মাঠে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট হয়ে থাকে।ট্রেন্টব্রিজ ১৮৪১ সালে তৈরি করা হয়।এই মাঠটির দর্শকআসন সংখ্যা ১৭৫০০। অর্থাৎ এই মাঠে একসাথে ১৭,৫০০ দর্শকের জন্য খেলা দেখার সুবিধা রয়েছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন