প্রিয় ক্রিকেট ডটকমঃ আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে ইতোমধ্যে সবচেয়ে বড় রানচেজের রেকর্ড অষ্ট্রেলিয়ার ।২০১৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষে ব্যাট করতে নেমে অজিরা ২৪৫/৫ করে ম্যাচ জেতে। এখনপর্যন্ত আর কোন টিম আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে এতো রান চেজ করতে পারেনি।সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে শেষে ব্যাট করতে নেমে ২১২/৩ রান করে ম্যাচ জেতে যা আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সপ্তম সফল রানচেজের রেকর্ড। আসুন আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটের সফল রানচেজের রেকর্ডগুলো দেখে নিই।
অষ্ট্রেলিয়া ২৪৫/৫,২০১৮
আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বড় রানচেজের রেকর্ড অষ্ট্রেলিয়ার দখলে রয়েছে।২০১৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষে ব্যাট করে (অকল্যান্ডে) অজিরা ২৪৫/৫ করে ম্যাচে জয়লাভ করে।
ওয়েস্ট ইন্ডিজ ২৩৬/৬,২০১৫
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে(জোহানেসবার্গে) আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানচেজের একটি রেকর্ড গড়ে ওয়েষ্ট ইন্ডিজ।সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ শেষে ব্যাট করতে নেমে ২৩৬/৬ করে ম্যাচ জেতে।
ইংল্যান্ড ২৩০/৮,২০১৬
ইংল্যান্ড ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (ওয়াংখেড়েতে) এক আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচে রেকর্ড রান চেজ করে(২৩০/৮) জয়লাভ করে।
ইংল্যান্ড ২২৬/৫,২০২০
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে এক টিটুয়েন্টি ম্যাচে ইংল্যান্ড রেকর্ড রান চেজ করে (২২৬/৫) জয়লাভ করে।
বাংলাদেশ ২১৫/৫,২০১৮
২০১৮ সালে কলম্বোতে অনুষ্ঠিত টিটুয়েন্টি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিশাল টার্গেট(২১৫/৫) অতিক্রম করে জয়লাভ করে।এটি আন্তর্জাতিক টিটুয়েন্টির ইতিহাসে অন্যতম সেরা রানচেজের রেকর্ড।
অষ্ট্রেলিয়া ২১৪/৪,২০১০
২০১০ সালে ক্রাইষ্টচার্চে অষ্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দেয়া বিশাল একটি রান তাড়া করে(২১৪/৪) ম্যাচ ড্র করে। আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটিও অন্যতম সেরা রানচেজের রেকর্ড।
দক্ষিণ আফ্রিকা ২১২/৩, ২০২২
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টিটুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশাল রান (২১২/৩) তাড়া করে ম্যাচ জেতে যা আন্তর্জাতিক টিটুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানচেজের রেকর্ড।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন