প্রিয় ক্রিকেট ডটকমঃ কাল শুরু হচ্ছে অষ্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের প্রথম ম্যাচ। অষ্ট্রেলিয়ার এবারের শ্রীলঙ্কা সফরে ২টি টেস্ট,৩টি টিটুয়েন্টি ও ৫টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।দুই টেস্ট প্লেয়িং দেশের মধ্যকার এই হাইভোল্ডেজ সিরিজের বিস্তারিত সূচি দেখে নিন।
অষ্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরসূচি ২০২২
অষ্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের বিস্তারিত সূচি ও দুদলের মধ্যকার বিভিন্ন রেকর্ড দেখে নিন।
প্রথম টিটুয়েন্টি - ৭ জুন
ভেন্যু - কলম্বো ।
দ্বিতীয় টিটুয়েন্টি - ৮ জুন
ভেন্যু - কলম্বো ।
তৃতীয় টিটুয়েন্টি - ১১জুন
ভেন্যু - কলম্বো ।
প্রথম ওয়ানডে -১৪ জুন
ভেন্যু - ক্যান্ডি ।
দ্বিতীয় ওয়ানডে - ১৬ জুন
ভেন্যু - ক্যান্ডি ।
তৃতীয় ওয়ানডে - ১৯ জুন
ভেন্যু - কলম্বো।
চতুর্থ ওয়ানডে - ২১ জুন
ভেন্যু - কলম্বো।
পঞ্চম ওয়ানডে - ২৪ জুন
ভেন্যু - কলম্বো।
প্রথম টেস্ট
২৯জুন - ৩ জুলাই
ভেন্যু - গল ।
দ্বিতীয় টেস্ট
৮-১২ জুলাই
ভেন্যু - গল।
অষ্ট্রেলিয়া-শ্রীলঙ্কা টিটুয়েন্টি রেকর্ড
মোট ম্যাচ - ২২টি
অষ্ট্রেলিয়া- ১২ জয়
শ্রীলঙ্কা - ৯ জয়
অষ্ট্রেলিয়া- শ্রীলঙ্কা ওয়ানডে রেকর্ড
মোট ম্যাচ - ৯৭টি
অষ্ট্রেলিয়া- ৬১ জয়।
শ্রীলঙ্কা - ৩২ জয়
পরিত্যক্ত - ৪ ম্যাচ
অষ্ট্রেলিয়া - শ্রীলঙ্কা টেস্ট রেকর্ড
মোট ম্যাচ - ৩১টি
অষ্ট্রেলিয়া - ১৯ জয়
শ্রীলঙ্কা - ৪ জয়
ড্র - ৮ ম্যাচ ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন