WHAT'S NEW?
Loading...

শচিনের সেরা আইপিএল একাদশ

                                                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি আইপিএলের ২০২২ আসর শেষ হয়েছে।এখন চলছে এবারের আইপিএল নিয়ে বিভিন্ন ধরনের বিশ্লেষণ।এরই ধারাবাহিকতায় ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকার তাঁর বিবেচনায় ২০২২ আইপিএলের সেরা একাদশ তৈরি করেছেন। আসুন শচিনের সেরা আইপিএল একাদশ দেখে নিই।



শচিন টেন্ডুলকারের সেরা আইপিএল একাদশ 


ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকার সম্প্রতি ২০২২ আইপিএলের ১১জন সেরা পারফরমারকে নিয়ে তাঁর বিবেচনায় এবারের  আইপিএলের সেরা একাদশ তৈরি করেছেন। উল্লেখ্য শচিনের সেরা আইপিএল একাদশে বিরাট কোহলি ও রোহিত শর্মার জায়গা হয়নি। এছাড়া এই কিংবদন্তি ব্যাটারের এবারের সেরা আইপিএল একাদশে কোন স্পেশালিষ্ট অফস্পিনার নেই। শচিনের বিবেচনায় এবারের সেরা আইপিএল একাদশের বিস্তারিত এখানে তুলে ধরছি।


ওপেনার : শিকর ধাওয়ান ও জস বাটলার 


শচিনের বিবেচনায় এবারের আইপিএলের সেরা দুই ওপেনার পাঞ্জাব কিংসের শিকর ধাওয়ান ও রাজস্থান রয়্যালসের জস বাটলার।


তিনে কে এল রাহুল 


শচিন টেন্ডুলকারের সেরা আইপিএল (২০২২) একাদশে ব্যাটিংয়ের তিন নম্বরে রয়েছেন কে এল রাহুল। উল্লেখ্য কে এল রাহুল এবার লক্ষ্মৌ সুপার জায়ান্টসের হয়ে চমৎকার ব্যাটিং করেন।


চারে হ্নাদিক পান্ডিয়া 


শচিন টেন্ডুলকারের এবারের সেরা আইপিএল একাদশের ব্যাটিংয়ের চার নম্বরে রয়েছেন হ্নাদিক পান্ডিয়া। উল্লেখ্য হ্নাদিক পান্ডিয়ার নেতৃত্বে এবার গুজরাট টাইটানস আইপিএলে চ্যাম্পিয়ন হয়।


পাঁচে ডেভিড মিলার 


শচিনের সেরা আইপিএল (২০২২) একাদশের ব্যাটিংয়ের পাঁচ নম্বরে রয়েছেন গুজরাট টাইটানসের ডেভিড মিলার।


ছয়ে লিয়াম লিভিংস্টোন 


টেন্ডুলকারের এবারের সেরা আইপিএল একাদশের ব্যাটিংয়ের ছয়ে রয়েছেন পাঞ্জাব কিংসের লিয়াম লিভিংস্টোন।


উইকেটরক্ষক-ফিনিশার দিনেশ কার্তিক 


শচিন টেন্ডুলকার তাঁর বিবেচনায় এবারের সেরা আইপিএল একাদশে উইকেটরক্ষক কাম ফিনিশার হিসেবে রেখেছেন আরসিবির দিনেশ কার্তিককে ।


স্পিনার চাহাল-রশিদ 


শচিন টেন্ডুলকার এবারের সেরা আইপিএল একাদশে দু'জন স্পেশালিষ্ট স্পিনার রেখেছেন। শচীনের এবারের সেরা আইপিএল একাদশে স্পেশালিষ্ট স্পিনার হিসেবে রয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল ও গুজরাট টাইটানসের  রশিদ খান।



দুই পেসার বুমরা-শামি 


শচিনের বিবেচনায় এবারের সেরা আইপিএল একাদশে স্পেশালিষ্ট পেসার রয়েছেন দু'জন এবং দুজনই ভারতীয় (মুম্বাইয়ের জাসপ্রিত বুমরা ও গুজরাটের মোঃ শামিম)।


অধিনায়ক হ্নাদিক পান্ডিয়া 


শচিন টেন্ডুলকার তাঁর বিবেচনায় এবারের আইপিএলের সেরা একাদশে অধিনায়ক হিসেবে শিরোপা জয়ী গুজরাট টাইটানসের অধিনায়ক হ্নাদিক পান্ডিয়ার নাম উল্লেখ করেছেন।


শচিনের এবারের সেরা আইপিএল একাদশ 


শচিন টেন্ডুলকারের বিবেচনায় এবারের সেরা আইপিএল একাদশ দেখে নিন।

শিকর ধাওয়ান,জস বাটলার,কে এল রাহুল,হ্নাদিক পান্ডিয়া (অধিনায়ক),ডেভিড মিলার,লিয়াম লিভিংস্টোন, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক),যুজবেন্দ্র চাহাল, রশিদ খান,জাসপ্রিত বুমরা, মোঃ শামি।